IPL 2021, সঞ্জু বনাম উইলিয়ামসন দ্বৈরথ, দেখে নিন মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে এগিয়ে কোন দল

Published : Sep 27, 2021, 06:25 PM ISTUpdated : Sep 27, 2021, 06:27 PM IST
IPL 2021, সঞ্জু বনাম উইলিয়ামসন দ্বৈরথ, দেখে নিন মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে এগিয়ে কোন দল

সংক্ষিপ্ত

আজ আইপিএলে সঞ্জু স্যামসম বনাম কেন উইলিয়ামসন দ্বৈরথ। লিগ তালিকার একেবারে শেষে রয়েছে সানরাইজার্স। অপরদিকে, ষষ্ঠ স্থানে রয়েছে রয়্যালসরা। এজকের ম্যাচে জয় পেতে মরিয়া দুই দল।  

আইপিএলে আজ কিছুক্ষণের মধ্যেই শুরু আইপিএল ২০২১-এ (IPL 2021) হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) বনাম রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ম্য়াচ। একদিকে অভিজ্ঞ কেন উইলিয়ামসন (Kane Williamson) ও অপরদিকে তরুণ সঞ্জু স্যামসন (Sanju Samson)। দুই অধিনায়কের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট প্রেমিরা। এবার আইপিএলে প্লে অফে যাওয়ার কোনও আশা নেই সানরাইজার্স হায়দরাবাদের। বাকি ম্যাচ জিতে প্রতিযোগিতা শেষ করাই লক্ষ্য তাদের। অপরদিকে, আজকের ম্যাচ জিতলে প্লে অফের দিকে আরও একধাপ এগোবে রাজস্থান রয়্যালস।

আইপিএলের ইতিহাসে এই দুই দল যখনই মুখোমুখি হয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থেকেছে ক্রিকেট প্রেমিরা। এবারও আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় সকলে। আইপিএল এখনও পর্যন্ত মোট ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। ৭টি ম্যাচ জিতেছে সানরাইজার্সের বর্তমান অদিনায়ক কেন উইলিয়ামসনের দল। অপরদিকে, সম সংখ্যক ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস। ফলে আজকের ম্য়াচে দুই দলের কাছেই সুযোগ রয়েছে পরিসংখ্যানের নিরিখে একে অপরকে ছাপিয়ে যাওয়ার।

আরও পড়ুনঃIPL 2021, SRH vs RR- চতুর্থ স্থানে ওঠার হাতছানি রাজস্থানের, সম্মান রক্ষার লড়াই হায়দরাবাদের

আরও পড়ুনঃIPL 20021, রাজস্থান বনাম হায়দরাবাদ ম্য়াচে কেমন হতে পারে দুই দলের একাদশ, দেখে নিন একনজরে

আরও পড়ুনঃকার বউ বেশি শিক্ষিত, জেনে নিন আইপিএলে ১০ ভারতীয় তারকাদের স্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা

প্রসঙ্গত, ২০২১ আইপিএলের প্রথম থেকেই একেবারে ছন্দে পাওয়া যায়নি সানরাইজার্স হায়দরাবাদকে। মাঝ পথে ডেভিড ওয়ার্নারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় কেন উইলিয়ামসনকে। তারপরও জয়ে ফিরতে পারেনি দল। অপরদিকে, হার-জিত, খারাপ বালো মিলিয়ে ধারাবাহিকতার অভাব রয়েছে রাজস্থান রয়্যালস দলেও। যদিও এখনও প্লে অফের পৌছানোর সুযোগ রয়েছে সঞ্জু স্যামসনের দলের কছে। আজকের ম্যাচে শেষ হাসি কে হাসে সেটাই দেখার। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের ম্য়াচে দুই দলের সাম্প্রতিক ফর্ম ও শক্তির বিচার করে আজকের ম্যাচে সঞ্জু স্যামসনের দলকেই ফেভারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে