IPL 20021, রাজস্থান বনাম হায়দরাবাদ ম্য়াচে কেমন হতে পারে দুই দলের একাদশ, দেখে নিন একনজরে

আজ আইপিএলে সঞ্জু স্যামসম বনাম কেন উইলিয়ামসন দ্বৈরথ। লিগ তালিকার একেবারে শেষে রয়েছে সানরাইজার্স। অপরদিকে, ষষ্ঠ স্থানে রয়েছে রয়্যালসরা। এজকের ম্যাচে জয় পেতে মরিয়া দুই দল।

Asianet News Bangla | Published : Sep 27, 2021 11:58 AM IST / Updated: Sep 27 2021, 05:50 PM IST

আজ আইপিএল ২০২১- এর (IPL 2021) গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। একদিকে ৯ ম্যাচের মধ্যে আটটি হেরে লিগ তালিকার একেবারে শেষে রয়েছে কেন উইলিয়ামসনের দল (Kane Williamson)। প্লে যাওয়ার কোনও আশাই নেই তাদের। আইপিলের বাকি ম্য়াচ তাদের কাছে সম্মানরক্ষার লড়াই। অপরদিকে ৯ ম্যাচে ৪টি জয় পেয়ে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল। প্লে অফের দিকে আরও এক ধাপ এগোতে হলে এই ম্য়াচে জয় দরকার রয়্য়ালসদের। 

টানা একের পর এক ম্য়াচে হার। বাকি ম্যাচগুলিতে তাই দলের রিজার্ভ বেঞ্চকে সুযোগ দেওয়া হতে পারে। বিশ্রাম দেওয়া হতে পারে একাধিক তারকাকে। আজকের ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে থাকতে পারেন ডেভিড ওয়ার্নার অথবা জেসন রয়, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), মণীশ পাণ্ডে, কেদার যাদব অথবা প্রিয়ম গর্গ। অলরাউন্ডারের ভূমিকায় থাকতে পারেন জেসন হোল্ডার, আবদুল সামাদ অথবা অভিষেক শর্মা। এছাড়া বোলিং লাইনআপে থাকতে পারেন রাশিদ খান, ভূবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা ও খালিল আহমেদ।

অপরদিকে, দিল্লির বিরুদ্ধে সহজ ১৫৫ রানের টার্গেট চেজ করতে গিয়ে মাত্র ১২১-এ আটকে যাওয়ায় আজকের ম্যাচে কয়েকটি পরিবর্তন হতে পারে রাজস্থান রয়্যালস দলেও। রাজস্থানের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে আজ থাকতে পারেন ইভিন লুইস অথবা ডেভিড মিলার, যশশ্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেট রক্ষক), লিয়াম লিভিংস্টোন, মাহিপাল লোমর। দলের অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস। এছাড়া বোলিং লইনআপে থাকতে পারেন চেতন সাকারিয়া, কার্তিক ত্যাগি, মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃIPL 2021, SRH vs RR- চতুর্থ স্থানে ওঠার হাতছানি রাজস্থানের, সম্মান রক্ষার লড়াই হায়দরাবাদের

আরও পড়ুনঃকার বউ বেশি শিক্ষিত, জেনে নিন আইপিএলে ১০ ভারতীয় তারকাদের স্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা

আরও পড়ুনঃIPL 2021, মুম্বইয়ের বিরুদ্ধে অনবদ্য ইনিংস, টি২০ ক্রিকেটে কোহলি গড়লেন বিরাট বিশ্বরেকর্ড

প্রসঙ্গত, ২০২১ আইপিএলের প্রথম থেকেই একেবারে ছন্দে পাওয়া যায়নি সানরাইজার্স হায়দরাবাদকে। মাঝ পথে ডেভিড ওয়ার্নারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় কেন উইলিয়ামসনকে। তারপরও জয়ে ফিরতে পারেনি দল। অপরদিকে, হার-জিত, খারাপ বালো মিলিয়ে ধারাবাহিকতার অভাব রয়েছে রাজস্থান রয়্যালস দলেও। যদিও এখনও প্লে অফের পৌছানোর সুযোগ রয়েছে সঞ্জু স্যামসনের দলের কছে। আজকের ম্যাচে শেষ হাসি কে হাসে সেটাই দেখার।

Share this article
click me!