ICC Awards 2021: আসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন শাহিন আফ্রিদি

আইসিসির বর্ষসেরা অ্যাওয়ার্ডে (ICC Awards 2021) পাকিস্তান ক্রিকেটারদের (Pakistan Cricketer) রমরমা। সব বিভাগেই রয়েছে পাক ক্রিকটাররা। বাবর আজম ওয়ান-ডে ও টি২০ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাবর আজম (Baba Azam)।  বর্ষসেরা টি২০ ক্রিকেটার হয়েছেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। মেয়েদের বর্ষসেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ফতিমা সানা (Fatima Sana)।  এবার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi)।

Asianet News Bangla | Published : Jan 24, 2022 12:45 PM IST

এবার আইসিসির বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০২১ (ICC Awards 2021) -এ পাকিস্তান ক্রিকেটারদের আধিপত্য বেশি। আইসিরি বর্ষসেরা টেস্ট, ওয়ান ডে ও টি২০ দলে  সুযোগ পেয়েছেন একাধিক পাক ক্রিকেটার (Pakistan Cricketer)। এবার সেই তালিকায় যোগ হল আরও এক পালক। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। গত বছর ক্রিকেটের সব ফর্ম্যাটেই অনবদ্য পারফর্ম করেছিলেন পাক পেসার। বিশেষ করে টি২০ বিশ্বকাপে শাহিন আফ্রিদ্রি আগুনে বোলিং মুগ্ধ করছিল গোটা ক্রিকেট বিশ্বকে। তাই সবদিক বিচার করেই লড়াইয়ে থাকা ৩ ব্যাটসম্য়ানকে পেছনে ফেলে সেরার শিরোপা জিতে নিয়েছেন শাহিন আফ্রিদি। পাক পেসার বছরের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ায় খুশি বাবর আজমও (Babar Azam)।

এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের চুড়ান্ত তালিকায় শাহিন আফ্রিদি ছাড়াও ছিলেন ইংল্য়ান্ড অধিনায়ক জো রুট, নিউজিল্য়ান্ড অধিনায়ক কেন ইউলিয়ামসন ও আরও এক পাক ক্রিকেটার মহম্মদ রিজওয়ান। ২০২১ সালে মোট ১৮টি  ম্য়াচে জো রুট করেছিলেন ১৮৫৫ রান, কেন উইলিয়ামসন করেছিলেন ১৬টি ম্য়াচে ৬৯৩ রান, মহম্মদ রিজওয়ান করেছেন ৪৪টি ম্য়াচে ১৯১৫ রান  করেছিলেন রিজওয়ান। ফলে লড়াইটা যথেষ্ট কঠিন ছিল পাক বাঁ-হাতি পেসারের। শাহিন আফ্রিদি ২০২১ সালে টেস্ট, ওয়ান ডে ও টি-২০, তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৩৬টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন। ২২.২০ গড়ে তিনি ৭৮টি উইকেট নেন। সেরা বোলিং ৫১ রানে ৬ উইকেট। কিন্তু শেষ হাসি হাসলেন শাহিন আফ্রিদি।  এই পুরষ্কার তার কেরিয়ারের  অনত্য়ম সেরা পারফরম্য়ান্স বলে জানিয়েছেন পাক পেসার। 

 

 

প্রসঙ্গগত, ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে দাপটের সঙ্গে পারফর্ম করেছে পাকিস্তান। সেই কারণে আসিসি  অ্যাওয়ার্ড পাক ক্রিকেটারদের রমরমা। আইসিসির বর্ষসেরা ওয়ান-ডে দলের  অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাবর আজম। বর্ষসেরা টি- দলের ক্যাপ্টেনও বাবর আজম। ছেলেদের বর্ষসেরা ওয়ান-ডে দলে বাবর আজম ছাড়াও রয়েছেন ফখর জামান। ছেলেদের বর্ষসেরা টি-২০ দলে বাবর আজম (Baba Azam)ছাড়া রয়েছেন রিজওয়ান (Mohammad Rizwan)ও শাহিন আফ্রিদি (Saheen Afridi)। ছেলদের বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেয়েছেন ফাওয়াদ আলম, হাসান আলি ও শাহিন আফ্রিদি। ছেলেদের বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মহম্মদ রিজওয়ান। মেয়েদের বর্ষসেরা ওয়ান ডে দলে জায়গা পেয়েছেন ফতিমা সানা (Fatima Sana)। মেয়েদের বর্ষসেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ফতিমা সানা। এবার আসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে এই মুকুটে নয়া পালক যোগ করলেন শাহিন আফ্রিদি।

Share this article
click me!