পুজা-রাজেশ্বরীর দুরন্ত বোলিং, ভারতকে ২৬১ রানের টার্গেট দিল নিউজল্যান্ড

আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২ (ICC Womens World Cup 2022) ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) ম্যাচ। প্রথমে ব্যাট করে ২৬০ রান করল কিউইরা। নিউজল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন অ্যামি স্যাটারওয়েট (Amy Satterwaite)। ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নেন পুজা ভাস্ত্রাকর (Pooja Vastrakar)। 

পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে জয় দিয়ে আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২ (ICC Womens World Cup 2022) অভিযান শুরু করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। দ্বিতীয় ম্য়াচে আয়োজক দেশ নিউজিল্য়ান্ডের (New Zealand)বিরুদ্ধে যে লড়াইটা কঠিন হবে সেটা প্রথম থেকেই জানত মিতালি রাজ (Mithali Raj), ঝুলন গোস্বামীরা (Jhulan Goswami)। বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্য়াচের একদিনের সিরিজে ৪-১ ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে। বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৬০ রানের স্কোর করল কউইরা। যা দ্বিতীয় ব্যাটিং করে চেজ করার ক্ষেত্রে যথেষ্ট টাফ টোটাল। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬০ রান করে কিউইরা। নিউজল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন অ্যামি স্যাটারওয়েট (Amy Satterwaite)। ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নেন পুজা ভাস্ত্রাকর (Pooja Vastrakar)। ২টি উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড় (Rajeshwari Gayakward)। 

ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মিতালি রাজ। শুরুটাও ভালোই করে ভারত। ৯ রানে প্রথম উইকেট পড় নিউজল্যান্ডের। ৫ রান করে রান আউট হয়ে প্যাভেলিয়নে ফেরত যান সুজি বেটস। এরপর ৪৫ রানের পার্টনারশিপ করে অধিনায়ক সোফি ডিভাইন ও অ্যামেলিয়া কের। ৫৪ রানে দ্বিতীয় উইকেট পড়ে কিউইদের। ৩৫ রান করে পুজা ভাস্ত্রাকারের শিকার হন সোফি ডিভাইন। এরপর কিউই ইনিংসের রাশ ধরেন অ্য়ামেলিয়া কের ও অ্যামি স্যাটারওয়েট। দুজন মিলে বেশ কিছু অনবদ্য শটও খেলেন। নিজের অর্ধশতরানও পূরণ করেন অ্যামেলিয়া কের। শেষ পর্যন্ত ৬৭ রানের পার্টনারশিপ করার  পর ১২১ রানে তৃতীয় উইকেট পড়ে নিউজিল্যান্ডের। ৫০ রান করে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে আউট হন অ্যামেলিয়া কের। 

Latest Videos

 

 

অপরদিক থেকে নিজের ইনিংস চালিয়ে যান স্যাটারওয়েট। নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। ম্যাডি গ্রিনের সঙ্গে ৫১ রানের পার্টনারশিপ করার পর ভাঙে সেই জুটি। ২৭ রান করে দিপ্তী শর্মার বলে আউট হন তিনি। একপর স্যাটারওয়েট ও ক্যাটে মার্টিন  ৪৯ রানের পার্টনারশিপ করার পর ২২৪ রানে পঞ্চম উইকেট পড়ে কিউইদের। ৭৫ রান করে পুজা ভাস্ত্রাকারের বলে আউট হন স্যাটারওয়েট। এরপর ক্য়াটে মার্টিনের ৪১ রানের ইনিংস ছাড়া কোনও নিউজিল্যান্ডের ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬০ রান করে নিউজিল্যান্ড। ভারতের হয়ে পুজা ভাস্ত্রাকর ৪টি ও রাজেশ্বরী গায়কোয়াড়ের ২টি উইকেট ছাড়া একটি করে উইকেট নেন ঝুলন গোস্বামী ও দিপ্তী শর্মা। জয়ের জন উইমেন্স ইন ব্লুর টার্গেট ২৬১ রান।

আরও পড়ুনঃমুকুটে জুড়ল নতুন পালক, বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এখন জাড্ডু

আরও পড়ুনঃ'আমার জন্য কঠিন দিন', ক্রিকেট জুতো তুলে রাখলেন শ্রীশান্ত

Share this article
click me!

Latest Videos

PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে | Malda News Today | Mid Day Meal
LIVE : ISRO-র নয়া মহাকাশ অভিযান 'SPADEX', একসঙ্গে জোড়া মহাকাশযান উৎক্ষেপণ | Asianet News Bangla