Ind vs Nz- ৩-০ সিরিজ জয়, তবুও কেন দলের খেলায় খুশি নন রোহিত শর্মা

ইডেনে তৃতীয় টি২০ ম্য়াচে নিউজিল্যান্ডকে (New Zealand) ৭৩ রানে হারাল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ৩-০ ফলে সিরিজ জিতল রোহিত শর্মার (Rohit Sharma)দল। তবে টিম ইন্ডিয়ার (Team India) পারফরমেন্সে ১০০ শতাংশ খুশি নন অধিনায়ক। 
 

ভারতীয় টি২০ দলের (Indian T20 team) পূর্ণ  সময়ের অধিনায়ক হিসেবে স্বপ্নের শুরু করলেন রোহিত শর্মা(Rohit Sharma)। একইসঙ্গে পূর্ণ সময়ের কোচ হিসেবে প্রথম সিরিজটা ভালোই গেল রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। নিউজিল্যান্ডের (New Zealand)বিরুদ্ধে ৩ ম্য়াচের সিরিজে শুধু ট্রফি জয়ই নয়, কিউইদের হোয়াইট ওয়াশ করল টিম ইন্ডিয়া (Team India)। ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হিটম্য়ান।  নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রান করে ভারত। দলের হয়ে সর্বোত্ত ৫৬ রানের ইনিংস খেলেন স্বয়ং অধিনায়ক।  রান তাড়া করতে নেমে অক্ষর প্য়াটেল (Axar Patel), হার্সল প্যাটেল (Harshal Patel), যুজবেন্দ্র চাহলদের (YuzVendra Chahal)দাপটে মাত্র ১১১ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৭৩ রানে ম্য়াচ জেতে রোহিত শর্মার দল। কিন্তু এত  বড় ব্যবধানে ম্যাচ জয়, ৩-০ সিরিজ জয়ের পরও দলের খেলা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় রোহিত শর্মা। বলে দিলেন দলের কোথায় খামতি রয়েছে ও কোথায় কোথায় উন্নতি করতে হবে।

Latest Videos

দলের মিডল অর্ডার নিয়ে সংশয় প্রকাশ করেছেন রোহিত শর্মা। কারণ এই দলে নেই বিরাট কোহলি। যাদের সুযোগ দেওয়া হয়েছে তারাও ধারাবাহিকভাবে রান করতে পারেনি। সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়র, ঋষভ পন্থ সকলের মধ্যেই রয়েছে ধারাবাহিকতার অভাব। তাই ম্যাচ শেষে দলের মিডল অর্ডার নিয়ে এখনও অনেক কাজ করতে হবে বলে জানিয়েছেন  রোহিত শর্মা। তাছাড়া দলের সার্বিক পারফরমেন্স নিয়ে খুশি ভারত অধিনায়ক। রোহিত শর্মা বলেছেন,'যে কোনও অধিনায়কের কাছেই প্রথম সিরিজ জিতে শুরু করা গুরুত্বপূর্ণ। আমার মানসিকতাও একই রকম ছিল।  ব্যাটিং নিয়ে আমরা অনেক পরিকল্পনা করেছি। সবই যে কাজে লেগেছে তেমন দাবি করছি না। বিশেষত মিডল অর্ডারে এখনও অনেক উন্নতি করতে হবে।' তবে বিরাট কোহলির মত তারকারা দলে ফেরার পর দলের শক্তি যে অনেক গুন বাড়বে তা এক বাক্যে স্বীকার করেছেন রোহিত শর্মা।

মিডল অর্ডার নিয়ে একটু সংশয় প্রকাশ করলেও,দলের লোয়ার অর্ডার ব্যাটিং ও বোলিং নিয়ে সন্তুষ্ট  টি২০ ক্রিকেটের ভারতীয় দলের অধিনায়ক। রোহিত শর্মা বলেছেন,'গোটা বিশ্বের বেশিরভাগ দলই অন্তত আট, ন’নম্বর পর্যন্ত ব্যাটিং গভীরতা রয়েছে। হরিয়ানার হয়ে খেলার সময় হর্ষল ওপেন করে। দীপক ব্যাট হাতে কী করতে পারে সেটা আমরা শ্রীলঙ্কা সিরিজেই দেখেছি। চাহালকেও ব্যাট হাতে ভাল লাগছিল। প্রত্যেকে কোনও না কোনও ভাবে সাহায্য করুক, এটাই আমি চাই।'বোলিং নিয়ে বলেছেন,'অশ্বিন যে ভাবে বল করেছে তা দুর্দান্ত। অক্ষরকেও ধন্যবাদ দেব। চাহালও দারুণ প্রত্যাবর্তন করল। তবে আলাদা করে বলব বেঙ্কটেশ আয়ারের কথা। মাঝের ওভালগুলোতে দক্ষতা দারুণ ভাবে কাজে লাগিয়েছে।' প্রসঙ্গত আগামি বছর অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হতে চলেছে টি২০ বিশ্বকাপ। তার আগে মোট ২৫টি টি২০ ম্যাচ পাবে ভারতীয় দল। তার মধ্যে ৩টি ম্য়াচ হয়ে গেল, রয়েছে ২২টি। পরবর্তী টি২০ বিশ্বকাপের আগে শক্তিশালী দল গড়াই লক্ষ্য রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের।


Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari