প্রথম টি২০-তে বিধ্বংসী ব্য়াটিং টিম ইন্ডিয়ার, দক্ষিণ আফ্রিকার টার্গেট ২১২

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (Ind vs SA) প্রথম টি২০ (T20) ম্য়াচ। টস হেরে প্রথমে ব্য়াট করে ২১১ রান করল টিম ইন্ডিয়া (Team India)। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করলেন ইশান কিশান (Ishan Kishan)। প্রোটিয়াদের টার্গেট ২১২। 
 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০ ম্য়াচে বিধ্বংসী ব্য়াটিং ভারতীয় ক্রিকেট দলের। কম-বেশি রান পেলেন ভারতীয় টপ অর্ডারের সব ব্যাটসম্যান। রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলিদের অভাব খুব একটা বঝতেই দিলেন না ইশান কিশান, শ্রেয়াস আইয়র, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়ারা। সকলে মিলে দলের রান পৌছে দিলেন দুশো পার। ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে হারিয়ে ২১১ রান করে ভারতীয় দল। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন ইশান কিশান। এছাড়া ৩৬ রান করেন শ্রেয়স আইয়র, ৩১ রান করেন হার্দিক পান্ডিয়া, ২৯ রান করেন ঋষভ পন্থ, ২৩ রান করেন রুতুরাজ গায়কোয়াড়।

 

Latest Videos

 

টস হেরে ব্য়াট করতে নেমে শুরুটা ভালো করে দুই ভারতীয় ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ইশান কিশান। দিল্লির উইকেটে প্রথমে বাউন্স ও সুইংয়ের জন্য একটু অসুবিধা হয়েছিল ওপেনারদের। কিন্তু একটু সেট হওয়ার  নিজেদের স্বাভাবিক শট খেলতে শুরু করেন। বিশেষ করে বেশ কিছু আক্রমণাত্মক শট খেলেন রুতুরাজ ও ইশান। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন তারা। অবশেষে দলের ৫৭ রানের মাথায় প্রথম উইকেট পড়ে ভারতের। ২৩ রাম করে ওয়েন পার্নেলের বলে আউট হন রুতুরাজ গায়কোয়াড়। এরপর ক্রিজে আসেন শ্রেয়স আইয়র। তিনিও এসে একের পর  এক আক্রমণাত্মক শট খেলতে শুরু করেন। অপরদিকে নিজের অর্ধশতরান পূরণ করেন ইশান কিশানও। তারপর বিদ্ধংসী মেজাজে ব্য়াটিং শুরু করেন ইশানও। দুই তারকা মিলে ওভার পিছু ১০-এর বেশি গতিতে রান তুলতে থাকেন । ইশান-শ্রেয়স জুটি ৮০ রান যোগ করার পর দ্বিতীয় উইকেট। দলের ১৩৭ রানের মাথায় ৭৬ রান করে কেশব মহারাজের বলে আউট হন ইশান কিশান।

 

 

ইশান কিশান আউট হওয়ার রান রেট কিছুটা কমে ভারতীয় দলের। ক্রিজে আসেন ঋষভ পন্থ। কয়েকটি ওভার ভালো বোলিং করেন ওয়েন পার্নেল ও ডোয়াইন প্রিটোরিয়াস। যা ফলে চাপ বাড়তে থাকে শ্রেয়স ও পন্থের উপর। এরপর বিগ হিট করতে গিয়ে প্রিটোরিয়াসের বলে ব্যক্তিগত ৩৬ আউট হন শ্রেয়স আইয়র। ১৫৬ রানে পড়ে তৃতীয় উইকেট। এরপর নামেন ভারতীয় দলে কামব্য়াক করা হার্দিক পান্ডিয়া। হার্দিক ও পন্থ দুজন মিলেই মারকাটারি ব্য়াটিং শুরু করেন। বেশ কিছু চার-ছয় মারেন দুই তারকা। দুজন মিলে দলের স্কোর দুশো পার নিয়ে যান। শেষ ওভারে বিগ করতে গিয়ে নকিয়ার বলে আউট ঋষভ পন্থ। ২৯ রান করেন তিনি। ২০২ রানে চতুর্থ উইকেট পড়ে ভারতের। শেষ ওভারেও একটি  ছক্কা মারেন হার্দিক। শেষ পর্যন্ত ২১১ করে টিম ইন্ডিয়া। ১২ বলে ৩১ করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।, ১ রানে ক্রিজে ছিলেন দীনেশ কার্তিক। দক্ষিণ আফ্রিকার টার্গেট ২১২ রান। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের