প্রথম একদিনের ম্যাচে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পোরাই লক্ষ্য কেএল রাহুলের (KL Rahul)দলের। অপরদিকে ডু অর ডাই ম্য়াচে ঘুড়ে দাঁড়াতে মরিয়া রেগিচ চাকাবাভার (Regis Chakabva)দল।
সিরিজ শুরুর আগেই ক্রিকেট বিশেষজ্ঞরা ভারতীয় দলকে কয়েক যোজন এগিয়ে রেখেছিল ভারতীয় ক্রিকেট দলকে। যদিও জিম্বাবোয়ের ক্রিকেট দল ঘরের মাঠে বাংলাদেশকে হারানোর পর ভারতের বিরুদ্ধে সিরিজ জয়ের হুঙ্কার দিয়ছিল। কিন্তু ৩ ম্য়াচের কদিনের সিরিজের প্রথম ম্যাচেই টিম ইন্ডিয়া প্রমাণ করে দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞদের মত কতটা সঠিক। প্রথম ম্য়াচে রেগিস চাকাবাভার দলকে ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করে ১০ উইকেটে হারিয়েছে কেএল রাহুলের দল। শনিবার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ জিতেই সিরিজ পকেটে পুরে ফেলার বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। অপরদিকে ডু অর ডাই ম্যাচে জয়ে ফিরে সিরিজে সমতা ফেরানোই লক্ষ্য জিম্বাবোয়ের।
দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের লক্ষ্যে ভারত-
জিম্বাবোয়ের বিরদ্ধে দ্বিতীয় সারির দল নিয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু সেই দলও অনেক বেশি শক্তিশালী জিম্বাবোয়ের থেকে। প্রথম ম্যাচে যেভাবে হেলায় আয়োজকদের হারিয়েছে ভারত তাতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জয় পেতে ভারতের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। প্রথম ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাস টিম ইন্ডিয়ার শিখরে থাকলেও রাহুলের দল প্রতিপক্ষকে কোনওভাবে হাল্কাভাবে নিতে নারাজ। তবে প্রথম ম্যাচে দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবরা যেভাবে বল করেছে তা একশো শতাংশ নিশ্চিন্ত রেখেছে টিম ম্যানেজমেন্টকে। ব্যাটিং লাইনআপ শিখর ধওয়ান ও শুবমান গিল একাই খেলা শেষ করে দিয়েছেন। দলের অন্যান্য ব্যাটসম্যানরাও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত রয়েছে। শব মিলিয়ে দ্বিতীয় ম্য়াচেই সিরিজ জয় নিশ্চিৎ করতে চায় ভারত।
জিম্বাবোয়ের ডু অর ডাই ম্য়াচ-
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের পর আআত্মবিশ্বাস অনেকটাই বেড়েছিল জিম্বাবোয়ের। কিন্তু বাংলাদেশ দলের থেকে ভারতের দ্বিতীয় সারির দলও যে অনেকটা এগিয়ে তা বুঝে গিয়েছে রেগিস চাকাবাভা, ইনোসেন্ট কাইয়াস সিকন্দর রাজারা। তাই দ্বিতীয় ম্য়াচে নামার আগে নিজেদের যাবতীয় ভুল ত্রুটি শুধরে নিয়ে ঘুড়ে দাঁড়াতে মরিয়া জিম্বাবোয়ে। প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগই ডাহা ফেল করেছে। তাই দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে সমতা ফেরাতে মরিয়া। মাঝে একদিন সময় থাকলেও নেটে অতিরিক্ত ঘাম ঝরাচ্ছেন জিম্বাবোয়ের ক্রিকেটাররা।
ম্যাচ প্রেডিকশন-
ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই জিম্বাবোয়ে দলের থেকে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তাই দ্বিতীয় ম্যাচেও যে কনও সন্দেহ ছাড়াই রেগিস চাকাবাভার দলের থেকে অনেক এগিয়ে কএল রাহুলের দলকেই একশো শতাংশ ফেভারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।