শ্রেয়স-জাড্ডুর মারকাটারি ব্য়াটিং, শ্রীলঙ্কাকে হারিয়ে টি২০ সিরিজ জিতল ভারত

ধর্মশালায় (Dharamsala) ভারত বনাম শ্রীলঙ্কার (India Vs Sri Lanka) টি২০ সিরিজের (T20 Series) দ্বিতীয় ম্য়াচ। প্রথমে ব্য়াট করে ১৮৩ রান করল দাসুন শানাকার (Dasun Shanaka) দল। ১৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায়  রোহিত শর্মার (Rohit Sharma) দল।
 

ঘরের মাটিতে টি২০ সিরিজে (T20 Series) দুরন্ত গতিতে ছুটে চলেছে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অশ্বমেধের ঘোড়া। এক ম্য়াচ বাকি থাকতেই শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে সিরিজ  জিতে নিল টিম ইন্ডিয়া (Team India) । ১৮৩ রান তাড়া করতে নেমে শ্রেয়স আইয়র (Shreyas Iyer)ও রবীন্দ্র জাদেজার (Ravinda Jadeja)বিধ্বংসী ব্য়াটিংয়ের সৌজন্যে ১৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় মেন ইন ব্লুরা। দ্বিতীয় টি২০ ম্য়াচে প্রথমে ব্য়াট করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ বলে ৭৫ রানের ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা। এছাড়া ১৯ বলে ৪৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক দাসুন শানাকা।  রান তাড়া করতে নেমে এদিন রোহিত শর্মা ও ইশান কিশান রান না পেলেও, ৪৪ বলে ৭৪ রানের ও ১৮ বলে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শ্রেয়স আইয়র ও রবীন্দ্র জাদেজা। এছাড়া প্রয়োজনের সময় ৩৯ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। 

 

Latest Videos

 

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ব্য়াট হাতে শুরুটা ভালো করেন দুই শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা ও দানুষ্কা গুণাথিলাকা। দুজনে মিলে ওপেনিং জুটিতে ৬৮ রানের  পার্টনারশিপ করেন। তারপর প্রথম উইকেট পড়ে শ্রীলঙ্কার। ৩৮ রান করে জাদেজার বলে আউট হন গুণাথিলাকা। এরপর একদিক থেকে নিজের ইনিংস চালিয়ে যান পাথুম নিশাঙ্কা। কিন্তু অপরদিক থেকে পরপর উইকেট পড়তে থাকে শ্রীলঙ্কার। ২ রান করে যজবেন্দ্র চাহলের বলে আউট হন আসালঙ্কা। ১ রান করে হার্শল প্যাটেলের শিকার হন কামিল মিশারা। দীনেশ চান্দিমাল ৯ রান করে জসপ্রীত বুমরার বলে আউট হন। ইনিংসের রাশ ধরেন পাথুম নিশাঙ্কা ও অধিনায়ক দাসুন শানাকা।  নিজের অর্ধশতরানও পূরণ করেন নিশাঙ্কা। দুজনে মিলে ৫৮ রানের পার্টনারশিপ করেন। শেষ পর্যন্ত ৭৫ রান করে ভূবনেশ্বর কুমারের বলে আউট হন নিশাঙ্কা। ১১টি চার দিয়ে সাজানো তার ইনিংস। তবে নিজের বিধ্বংসী ইনিংস চালিয়ে যান শ্রীলঙ্কার অধিনায়ক। একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ১৯ বলে ৪৭ রানের ইনিংস খেলে ১৯৮৩ রানে পৌছে দেন দলকে। শানাক ৫টি ছয় ও ২টি চার মারেন নিজের ইনিংসে। 

 

 

১৮৪ রান তাড়া করতে নেমে এদিন ওপেনিং জুটি ফ্লপ করে ভারতীয় দলের। ৯ রানে প্রথম উইকেট পরে ভারতের। ১ রান করে দুষ্মান্তা চামিরার বলে আউট হন রোহিত। এরপর ১৬ রান করে প্যাভেলিনে ফেরত যান প্রথম ম্য়াচের নায়ক ইশান কিশান। লাহিরু কুমারার বলে আউট হন তিনি। ৪৪ রানে ২ উইকেট হারিয়ে একটু চাপ বাড়লেও লের রাশ ধরেন শ্রেয়স আইয়র ও সঞ্জু স্যামসন। দুজনে মিলে শুধু ইনিংসের রাশ ধরাই নয়, একের পর এক আক্রমণাত্মক শট খেলেন। দুজনে মিলে ৮৮ রানের পার্টনারশিপ করেন। নিজের অর্ধশতরানও পূরণ করেন শ্রেয়স আইয়র। ১৪৪ রানে তৃতীয় উইকেট পরে ভারতের । ৩৯ রান করে লাহিরু কুমারার বলে আউট হন সঞ্জু স্যামসন। এরপর ক্রিজে এসেই ঝোড়ো ব্য়াটিং করেন রবীন্দ্র জাদেজা। শ্রেয়স-জাদেজাপ মারকাটারি ব্য়াটিংয়ে ভর করে ১৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত। ৪৪ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন শ্রেয়স। ৬টি চার ও ৪টি ছয়ে সাজানো তার ইনিংস। ১৮ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন জাড্ডু। ৭টি চার ও একটি ছয়ে সাজানোর জাদেজার ইনিংস। এই জয়ের বলে এক ম্য়াচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari