অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ভারত, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অজিদের

  • আন্তর্জাতিক মহিলা দিবসে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল শুরু হয়েছে
  • মুখোমুখি  দুই দেশ ভারত এবং অস্ট্রেলিয়া
  • টুর্নামেন্টে এর আগের সাক্ষাতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত
  • গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিজয়ী হয়েছিল অস্ট্রেলিয়া। 

এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। হরমনপ্রীত কউরের ভারতের মুখোমুখি মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া। প্রথমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছে ভারত। অপরদিকে অস্ট্রেলিয়া গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ী। তা সত্ত্বেও বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া হেরে যাত্রা শুরু করেছিল এই ভারতীয় দলের কাছেই। যে ম্যাচ খেলে যাত্রা শুরু করেছিল দুই দলই, ফাইনালে এসে যেন সেই একই বিন্দুতে দাঁড়িয়ে তারা। অনেক ক্রিকেটভক্ত বলছেন ভারত এবং অস্ট্রেলিয়ার ফাইনালে পৌঁছনোর মানে যেন টুর্নামেন্টকে কেন্দ্র করে এক বৃত্তের সম্পূর্ণ হওয়া।

আজকের মেগা ম্যাচে নামার আগে ভারতের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো নিজেদের প্রতি বিশ্বাস। বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল। নিজেদের গ্রূপে শীর্ষে থাকায় ফাইনালের ছাড়পত্র পায় ভারত। কিন্তু তার ফলে এক সপ্তাহেরও বেশি কোনও ম্যাচ খেলেনি ভারত। অপরদিকে এই অস্ট্রেলিয়া এই সময়ে খেলেছে ২ টি ম্যাচ। আর এইরকম হাই-ভোল্টেজ ম্যাচের অভিজ্ঞতাও তাদের বেশি। স্বভাবতই মানসিক ভাবে চাঙ্গা আছেন তারা। টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দুই দলের প্রথম একাদশে এদিন কোনও পরিবর্তন হয়নি। সেমিফাইনালে যে প্রথম একাদশ ছিল তাই রাখা হয়েছে। 

 

দুই দলের প্রথম একাদশ:

অস্ট্রেলিয়া
বেথ মুনি, অ্যালিশা হেইলি (উইকেটরক্ষক), মেগ ল্যানিং (অধিনায়ক), অ্যাশলে গার্ডনার, রাচেল হেইন্স, জেস জোনাসেন, নিকোলা ক‍্যারি, ডেলিশা ক্লিমেন্স, জর্জিয়া ওয়েরহাম, সোফিয়া মলিনেক্স, মেগান স্কট

ভারত
শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, জেমিমা রদ্রিগেজ, হরমনপ্রীত কউর (অধিনায়ক), দীপ্তি শর্মা, ভেদা কৃষ্ণমূর্তি, তানিয়া ভাটিয়া, শিখা পান্ডে, রাধা যাদব, পুনম যাদব, রাজেশ্বরী গায়কোয়াড

Share this article
click me!

Latest Videos

Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari