বৃষ্টির কারণে শুরুই করা গেল না রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে (Road safety world series 2022) ইন্ডিয়া লেজেন্ডস বনাম ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের (India legends vs West Indies Legends) ম্য়াচ। খেলা না হওয়ায় দুই দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হল।
রোড সেফটি ওয়ার্ল্জ সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল ইন্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস দুই দল। দক্ষিণ আফ্রিকা লেডেন্ডসকে প্রথম ম্যাচে ৬১ রানে হারিয়েছিল সচিন তেন্ডুলকরের দল। প্রথমে ব্যাট করে ইন্ডিয়া লেজেন্ডস করেছিব ২১৭ রান। জবাবে প্রোটিয়ারা করেছিল ১৫৬ রান। অন্যদিতে বাংলাদেশ লেজেন্ডসকে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল ক্যারিবিয়ানরা। প্রথমে ব্য়াট করে ৯৮ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ব্রায়ান লারার দল। বুধবার আরও একবার ২২ গজে সচিন বনাম লারার দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমিরা। আরও একবার নস্টালজিয়ায় ভাসতে চেয়েছিলেন। কিন্তু বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। যার কারণে ভেস্তে গেল ম্যাচ।
বৃষ্টির জন্য মাঠ ভিজে থাকায় আয়োজন করা গেল না ইন্ডিয়া লেজেন্ডস ও ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের মধ্যে চলতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ষষ্ঠ ম্যাচ। কোনও বল হওয়ার তো দূরের কথা, টসই অনুষ্ঠিত হয়নি। ম্যাচ ভেস্তে যাওয়ায় উভয় দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়। ম্য়াচ শুরু হওয়ার আগে থেকেই বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টি কমলেও আউট ফিল্ডের অবস্থা খারাপ থাকায় ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ম্যাচ বড় ব্যবধানে জিততে পারলে ইন্ডিয়া লেডেন্ডসের কাছে সুযোগ ছিব লিগ টেবিসলের এক নম্বরে উঠে আসার। সেই সুযোগ হাতছাড়া হল।
এক ঝলকে দেখে নিন প্রতিযোগিতার পয়েন্ট টেবিল-
১. শ্রীলঙ্কা লেজেন্ডস: ২ ম্যাচে ৪ পয়েন্ট (+২.১৫৯)
২. ইন্ডিয়া লেজেন্ডস: ২ ম্যাচে ৩ পয়েন্ট (+৩.০৫০)
৩. ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস: ২ ম্যাচে ৩ পয়েন্ট (+১.৬৮৭)
৪. সাউথ আফ্রিকা লেজেন্ডস: ২ ম্যাচে ২ পয়েন্ট (-০.২৫৮)
৫. ইংল্যান্ড লেজেন্ডস: ১ ম্যাচে ০ পয়েন্ট (-১.৫৪৮)
৬. বাংলাদেশ লেজেন্ডস: ১ ম্যাচে ০ পয়েন্ট (-১.৬৮৭)
৭. অস্ট্রেলিয়া লেজেন্ডস: ১ ম্যাচে ০ পয়েন্ট (-১.৯০০)
৮. নিউজিল্যান্ড লেজেন্ডস: ১ ম্যাচে ০ পয়েন্ট (-২.৪৫৭)
প্রতিযোগিতায় এর পরে ইন্ডিয়া লেজেন্ডসের সূচি-
১৮ সেপ্টেম্বর (রবিবার): ইন্ডিয়া লেজেন্ডস বনাম নিউজিল্যান্ড লেজেন্ডস (হোলকার স্টেডিয়াম, ইন্দোর সন্ধ্যা ৭টা ৩০)
২১ সেপ্টেম্বর (বুধবার): ইন্ডিয়া লেজেন্ডস বনাম বাংলাদেশ লেজেন্ডস (রাজীব গান্ধী স্টেডিয়াম, দেরাদুন সন্ধ্যা ৭টা ৩০)
২৪ সেপ্টেম্বর (শনিবার): ইন্ডিয়া লেজেন্ডস বনাম ইংল্যান্ড লেজেন্ডস (রাজীব গান্ধী স্টেডিয়াম, দেরাদুন সন্ধ্যা ৭টা ৩০)