দশক সেরা আইসিসির মহিলা একদিনের দলে বাংলার ঝুলন গোস্বামী, রয়েছেন মিথালি রাজ

Published : Dec 28, 2020, 12:19 PM ISTUpdated : Dec 28, 2020, 12:21 PM IST
দশক সেরা আইসিসির মহিলা একদিনের দলে বাংলার ঝুলন গোস্বামী, রয়েছেন মিথালি রাজ

সংক্ষিপ্ত

ঘোষণা হল আইসিসির দশক সেরা মহিলা দল  ওডিআই ও টি২০ দল ঘোষণা বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার ২ জন করে ভারতীয় ক্রিকেটার সুযোগ পেয়েছেন দুটি দলেই দুই দলেরই অধিনায়ক অস্ট্রেলিয়ার প্লেয়ার মেগ ল্যানিং  

পুরুষদের পাশাপাশি বছর শেষে মহিলাদেরও দশক সেরা দল ঘোষণা করেছে আইসিসি। দশকের সেরা ক্রিকেটারদের নিয়ে একদিনের ও টি২০ দল ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। মহিলাদের একদিনের দলে জায়গা করে নিয়েছেন বাংলার তারকা পেসার ঝুলন গোস্বামী। এছাড়াও দলে রয়েছেন ভারতকে একদিনের বিশ্বকাপ রানার্সআপ করা অধিনায়ক তথা বর্তমান সেনাপতি মিথালি রাজ। তবে অধিনায়ক নির্বাচিত হয়েছেন মেগ ল্যানিং।

আইসিসির দশক সেরা দলে ুযোগ পেয়ে খুশি বাংলার ঝুলন গোস্বামী। একদিনের ক্রিকেটে বর্তমানে বিশ্বে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ১৮২টি ম্যাচে ঝুলনের সংগ্রহ ২২৫টি উইকেট। ভারতীয় দলের হয়ে অসংখ্য ম্যাচ উইনিং স্পেল করেছেন ঝুলন। ২০১৭ সালের মহিলা বিশ্বকাপ ফাইনালে ওঠা ভারতীয় দলেরও সদস্য ছিলেন তিনি। আইসিসির সেরা প্লেয়ারও নির্বাচিত হয়েছেন ঝুলন গোস্বামী। আন্তর্জাতিক ক্রিকেটে তার অনবদ্য পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ আইসিসির দশক সেরা একদিনের দলে জায়গা পেয়েছে বঙ্গ বঙ্গ তনয়া।

একঝলকে দেখে নিন মহিলাদের দশক সেরা একদিনের দল-
অ্যালিসা হিলি, সুজি বেটস, মিতালি রাজ, মেগ ল্যানিং (ক্যাপ্টেন), স্টেফানি টেলর, সারা টেলর (উইকেটকিপার), এলিস পেরি, ডেন ভ্যান নিকার্ক, মারিজান কাপ, ঝুলন গোস্বামী ও আমিসা মহম্মদ।

 

 

এছড়াও আইসিসির দশক সেরা টি২০ দলেও জায়গা পেয়েছেন দুই ভারতীয় মহিলা ক্রিকেটার। জায়গা পেয়েছেন হরমনপ্রীত কৌর এবং পুনম যাদব। বর্তমানে টি২০ ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হরমনপ্রীত কর। ১১৪ ম্যাচে ২১৮৬ রান রয়েছে হরমনপ্রীতের ঝুলিতে। অপরদিকে, পুণস যাদবের শিকার ৬৭ ম্যাচে ৯৫ উইকেট।

PREV
click me!

Recommended Stories

হাসপাতালে যশস্বী জয়সওয়াল! রাজস্থানকে হারানোর পরই অসুস্থ তারকা ব্যাটসম্যান
IPL Auction 2026: রেকর্ড অর্থ খরচ করল কেকেআর! দলে এবার ৬ বলে ছয় ছক্কা মারা ক্রিকেটার?