ছেলেদের ম্যাচে প্রথম মহিলা আম্পায়ার, ওয়ার্নারকে সতর্ক করে দিলেন নিজের কর্তব্যের পরিচয়

  • পুরুষদের  টেস্টে প্রথম মহিলা আম্পায়ার 
  • সিডনি টেস্টে ইতিহাস ক্লেয়ার পোলোসাকের
  • নিজের কর্তব্যের পরিচয়ও দিলেন অজি আম্পায়ার
  • ওয়ার্নারকে ওয়ার্নিং দিতেও পিছ পা হলেন না তিনি
     

Sudip Paul | Published : Jan 7, 2021 2:36 PM IST

পুরুষদের টেস্ট ম্যাচে প্রথম মহিলা আম্পায়ার হিসেবে নিযুক্ত হয়ে ভারত-অস্ট্রেলিয়া সিডনি টেস্টে ইতিহাস গড়েছেন ক্লেয়ার পোলোসাক। তবে ফিল্ড আম্পায়ার বা তৃতীয় আম্পায়ারেরর ভূমিকায় নয়, ভারত অস্ট্রেলিয়া ম্যাচে চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করছেন ক্লেয়ার। পেশায় স্কুল শিক্ষিকা ক্লেয়ার পোলোসাক। এর পাশাপাশি আম্পায়ারিং তার প্যাশন।

 সিডনি টেস্টে শুধু দায়িত্ব পালনই তার দায়িত্বের প্রতি কতটা অবিচল পোলাসেক তাও প্রমাণ করেছেন তিনি। মাঠে ওয়ার্নারের মত তারকাকে সাবাধান করতে পিছপী হননি পোলোসাক। কারণ সিডনি টেস্টে কেউ মাঠে নামার আগেই মাঠে নেমে পড়েন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। বিষয়টি নজড় এড়ায়নি  ক্লেয়ার পোলোসাকের। তড়িঘড়ি তখন ওয়ার্নারকে ওয়ার্নিং দেন তিনি। 

 ক্লেয়ার অস্ট্রেলিয়ায় প্রথম মহিলা আম্পায়ার হিসেবে ছেলেদের লিস্ট-এ ম্যাচে আম্পায়ারিং করেছেন। ২০১৯ সালে প্রথম মহিলা আম্পায়ার হিসেবে ছেলেদের ওয়ান ডে ম্যাচ পরিচালনা করেন ক্লেয়ার। উইন্ডহকে আইসিসি দ্বিতীয় ডিভিশন লিগে নমিবিয়া ও ওমানের মধ্যে ওয়ান ডে ম্যাচে ফিল্ড আম্পায়ারের ভূমিকা পালন করেন তিনি। তবে ছেলেদের ম্যাচে যেইভাবে ওয়ার্নারকে ওয়ার্ন করেছেন তাতে ক্লেয়ারের ভূমিকার প্রশংসা করেছেন সকলে। 

Share this article
click me!