ভারত-অস্ট্রেলিয়া ঐতিহাসিক দিন-রাতের টেস্ট
ম্য়াচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বিরাট কোহলির
পরপর উইকেট হারিয়ে চাপে ভারতীয় দল
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ম্যাচে এগিয়ে অস্ট্রেলিয়া
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যাডিলেডে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম দিন-রাতের পিঙ্ক বল টেস্ট। ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট বিরাট কোহলি। টস জেতার অ্যাডভান্টেজ পেলেও, মধ্যাহ্ন বিরতি পর্যন্ত তা কাজে লাগাতে ব্যর্থ ভারতীয় ব্যাটসম্যানরা। পরপর উইকেট হারিয়ে চাপে টিম ইন্ডিয়া। প্রথম সেশনের শেষে ভারতীয় দলের স্কোর ২৫ ওভারে ৪১ রানে ২ উইকেট। ক্রিজে লড়াই করছেন অধিায়ক কোহলি ও চেতশ্বর পুজারা।
এদিন টস জেতার পর ভারতের হয়ে ওপেন করতে নামেন মায়াঙ্ক আগরওয়াল ও পৃথ্বী শ। কিন্তু শুরুতেই ভারতীয় দলকে ধাক্কা দেন অজি পেস ব্যাটারির অন্যতম প্রদান তারকা মিচেল স্টার্ক। ইনিংসের দ্বিতীয় বলেই স্টার্কের বলে খাতা না খুলেই বোল্ড হন পৃথ্বি শ। শূন্য রানে প্রথম উইকেট পড়ে টিম ইন্ডিয়ার। এরর ক্রিজে আসেন মিডল অর্ডারের স্তম্ভ চেতশ্বর পুজারা। মায়াঙ্ক আগরওয়াল ও চেতস্বর পুজারা জুটি এগিয়ে নিয়ে য়াওয়ার চেষ্টা করেন ভারতীয় দলের ইনিংস।
স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউডদের আগুনে বোলিংয়ের সামনে প্রথমে কিছুটা অস্বস্তিতেই ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। পুজারা স্লিপে দু-বার ক্যাচের সুযোগ দিলেও, সৌভাগ্য হেতু তা ফিল্ডার পর্যন্ত পৌছায়নি। মায়াঙ্ক আগরওয়ালকেও সমস্যার মুখে পড়তে হয়। দ্বিতীয় উইকেট ৩২ রানের পার্টনারশিপ করার পর দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। প্যাট কামিন্সের দুরন্ত ইন সুইং ডেলিভারি সামলাতে না পেরে বোল্ড হন মায়াঙ্ক। তিনি করেন ১৭ রান। মধ্যার্ন বিরতিতে ভারতের স্কোর ৪১ রানে ২উইকেট। তবে পিঙ্ক বল টেস্টের প্রথম দিনের প্রথন সেশন অস্ট্রেলিয়ার নামে তা বলাই যায়।