ওভাল টেস্টের মাঝেই করোনা আক্রান্ত রবি শাস্ত্রী, আইসোলেশনে টিম ইন্ডিয়ার কোচ সহ ৪

Published : Sep 05, 2021, 04:02 PM ISTUpdated : Sep 05, 2021, 04:07 PM IST
ওভাল টেস্টের মাঝেই করোনা আক্রান্ত রবি শাস্ত্রী, আইসোলেশনে টিম ইন্ডিয়ার কোচ সহ ৪

সংক্ষিপ্ত

ফের ভারতীয় ক্রিকেট দলে করোনার থাবা। আইসোলেশনে টিন ইন্ডিয়ার ৪ সদস্য। যেই খবর সামনে আসার পরই আতঙ্ক বাড়ে দলের অন্দরে। এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন ঋষভ পন্থ।  

ইংল্যান্ড সফরে ভারতীয় দলে ফের করোনা ভাইরাসের থাবা। এই নিয়ে দ্বিতীয়বার ইংল্যান্ড সফরে কোভিড সংক্রমণ ভারতীয় দলে। এর আগে আক্রান্ত হয়েছিলেন ঋষভ পন্থ সহ এক সাপোর্টিং স্টাফ। এবার করোনা আক্রান্ত হলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। চলতি ওভাল টেস্টের মাঝে ভারতীয় দলে করোনার হানার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি কোচ রবি শাস্ত্রী সহ তিন ভারতীয় দলের সাপোর্টিং স্টাফকে আইসোলেশনে পাঠানো হয়েছে। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সচিব জয় শাহ বিবৃতি দিয়ে জানিয়েছেন,'শনিবার সন্ধ্যা ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী করোনা রিপোর্টের ফল পজেটিভ ধরা পড়েছে। তড়ি ঘড়ি ভারতীয় কোচ রবি শাস্ত্রীকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তার সংস্পর্শে আশা বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও সাইকোথেরাপিস্ট নীতিন প্য়াটেলকেও আইসোলেশনে পাঠানো হয়েছে। রবি শাস্ত্রী সহ সকলেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতির উপরনজর রাখছে বিসিসিআই।

 

 

রবি শাস্ত্রী করোনা আক্রান্ত হওয়ার পরই প্রশ্ন উঠতে শুরু করে চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে ভারতীয় কোচের করোনা রিপোর্ট পজেটিভ আসার পর গোটা দলের দুবার করে কোভিড পরীক্ষা করানো হয়েছে। একটি শনিবার রাতে ও অপরটি রবিবার সকালে। সেখনে সব ক্রিকেটারের রিপোর্টই নেগেটিভ এসেছে। ফলে ওভালে চতুর্থ টেস্ট চতুর্থ দিনের খেলা নিয়ে কোনও সংশয়ের কারণ নেই।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?