চেন্নাই টেস্টে ফলো অন বাঁচাতে লড়ছে ভারত, জয় পেতে মরিয়া রুট বাহিনি

Published : Feb 08, 2021, 08:25 AM ISTUpdated : Feb 08, 2021, 10:33 AM IST
চেন্নাই টেস্টে ফলো অন বাঁচাতে লড়ছে ভারত, জয় পেতে মরিয়া রুট বাহিনি

সংক্ষিপ্ত

ভারত-বনাম ইংল্যান্ড চেন্নাইতে প্রথম টেস্ট তৃতীয় দিনে শেষে ভারতের স্কোর ২৫৭/৬ পুজারা-পন্থের লড়াকু ইনিংসেও চাপে ভারত ক্রিজে রয়েছেন দুই স্পিনার অশ্বিন ও সুন্দর

চেন্নাই টেস্টে চতুর্থ দিনে কঠিন লড়াইয়েরহ সামনে ভারতীয় দল। ম্যাচে চালকের আসনে ইংল্যান্ড। এমনকী জো রুটের দলের চেন্নাই টেস্টে যে হারের কোনও ভয় নেই তা নিশ্চিৎ হয়ে গিয়েছে। অপরদিকে, চেতেশ্বর পুজারা ও ঋষভ পন্থের লড়াকু ইনিংসের পরেও, চতুর্থ দিনে ফলো অন বাঁচানোর লড়াইয়ে টিম ইন্ডিয়া। ক্রিজে রয়েছেন দুই অফ স্পনিরা রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর। এই দুই স্পিনারের ব্যাটের উপরই নির্ভর করছে ম্যাচে ভারতীয় দলের ভবিষ্যৎ।

প্রথম ইনিংসে জো রুটের অনবদ্য় ২১৮ রানের ঐতিহাসিক ইনিংসের সৌজন্য ৫৭৮ রানের পাহার প্রমাণ স্কোর করেছিল ইংল্যান্ড দল। ৮৭ ও ৮২ রানের ইনিংস খেলে ডোম সিবলি ও বেন স্টোকস। ইংল্যান্ডের বিশাল স্কোর তাড়া করতে গিয়ে শুরুটা মোটেই ভালো হয়নি ভারতীয় দলের। ওপেনার রোহিত শর্মা, শুভমান গিল থেকে শুরু করে অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক অজিঙ্কে রাহানে সকলেই প্যাভেলিয়নে ফেরেন তাড়াতাড়া। এরপরভরতীয় দলের ইনিংসের রাশ ধরেন চেতেশ্বর পুজারা ও ঋষভ পন্থ।

পুজার-পন্থের পার্টনারশিপের সৌজন্যে সম্মান জনক স্কোরে পৌছায় ভারতীয় দল। দুজন মিলে  ১১৯ রানের পার্টনারশিপ করেন। অর্ধশতরান পূরণ করেন দুই তারকাই। কিন্তু দলের ১৯২ রানের মাথায় দুর্ভাগ্যজনকভাবে ক্যাচ আউট হন পুজারা। ৭৩ রান করেন তিনি। অপরদিকে, ৯১ রানে আউট হন পন্থ। ফের সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ইংল্যান্ডের ৪ উইকেট নিয়ে অনবদ্য বোলিং করেন ডোম বেস। দুটি উইকেট পান আর্চার। ক্রিজে লড়াই করছেন অশ্বিন ও সুন্দর জুটি।  তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ২৫৭ রানে ৬ উইকেট। চতুর্থ দিনে ফলো অন বাঁচানোই প্রথম লক্ষ্য টিম ইন্ডিয়ার।
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 2nd T20: টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল ভারত, প্রথম একাদশে সুযোগ পেলেন কারা?
Ranji Trophy 2026: সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা, দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ৩৯৩ রানে