দীপক হুডার অনবদ্য শতরান, সঞ্জু স্যামসনের দুরন্ত ব্যাটিং, আয়ারল্য়ান্ডকে ২২৬ রানের টার্গেট দিল ভারত

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্য়াচে ২২৭ রানের পাহাড় প্রমাণ স্কোর করল ভারত (India vs Ireland)। দলের হয়ে সর্বোচ্চ ১০৪ রান করলেন দীপক হুডা (Deepak Hooda)। এছাড়া ৭৭ রানের ইনিংস খেললেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। 

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্য়াচ বিধ্বংসী ব্যাটিং করল ভারতীয় ক্রিকেট দল। দীপক হুডার অনবদ্য সেঞ্চুরি, সঞ্জু স্যামসনের দুরন্ত ব্য়াটিংয়ে ভর করে বিশাল স্কোর করল ভারতীয় দল। আইরিশ বোলিংকে নিয়ে কার্যত ছেলে খেলা করল টিম ইন্ডিয়া। ম্য়াচে টস জিতে ব্যাটিং করার  সিদ্ধান্ত নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৫ রান করে ভারতীয় দল। দলের হয়ে সর্বোচ্চ ১০৪ রানের ইনিংস খেলেন দীপক হুডা। এছাড়া ৭৭ রান করেন সঞ্জু স্যামসন। ১৫ করে রান করেন সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মার্ক আদায়ের। এছাড়া দুটি উইকেট নেন জসুয়া লিটল ও গ্রেইগ ইয়ং। 

 

Latest Videos

 

এদিন প্রথম ম্যাচের মতই ভারতীয় দলের ওপেনিংয়ের শুরু করেন ইশান কিশান ও দীপক হুডা। তবে এদিন শুরুটা ভালো হয়নি ভারতের। ১৩ রানেই প্রথম উইকেট পড়ে। ৩ রান  করে মার্ক আদায়েরের বলে লর্কান টাকারের হাতে ক্যাচ আউট হন ইশান কিশান। এরপর ক্রিজে আসেন এই ম্য়াচে দলে সুযোগ পাওয়া সঞ্জু স্যামসন। দুজন মিলে বিদ্ধংসী মেজাজে ব্যাট করা শুরু করেন। একের পর এক মারকাটারি শট খেলেন দুই তারকা। শুরু থেকেই ছন্দে পাওয়া যায় তাদের। চোখ ধাঁধানো  সব শট খেলে সকলকে মুগ্ধ করেন তারা।  আয়ারল্যান্ডের নির্বিষ বোলিংকে কার্যত তুলোধনা করেন দীপক হুডা ও সঞ্জু স্যামসন। পাওয়াপ প্লে শেষের আগেই দলের স্কোর পঞ্চাশ পার করে দেন তারা। পূরণ করেন নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপও। 

 

 

এরপর আরও রুদ্রমূর্তি ধারণ করেন দীপক হুডা ও সঞ্জু স্যামসন। ওভার পিছু ১০ রানের বেশি গতিতে এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। ঝড়ের গতিতে নিজের অর্ধশতরান করেন দীপক হুডা। সময় যত এগিয়েছে রানের গতিবেগ আরও বাড়িছেন দই ভারতীয় তরুণ তারকা। নিজেদের শতরানের পার্টনারশিপও পূরণ করে ফেলেন তারা। নিজের অর্ধশতরানও পূরণ করেন সঞ্জু স্যামসন। দীর্ঘ দিন পর ভারতীয় দলে ফিরে সেই সুযোগ কাজে লাগান সঞ্জু। দীপক হুডার সঙ্গে মিলে নিজেদের ১৫০ রানের পার্টনারশিপ পূরণ করেন হুডা-সঞ্জু জুটি। অবশেষে ১৭ তম ওভরে ১৮৯ রানে দ্বিতীয় উইকেট পড়ে ভারতীয় দলের। ৪২ বলে ৭৭ রানের ইনিংস খেলে মার্ক আদায়ারের দ্বিতীয় শিকার হন সঞ্জু স্যামসন। অপরদিকে ৫৫ বলে নিজের শতরান পূরণ করেন দীপক হুডা। টি২০ ক্রিকেটে কেরিয়ারের প্রথম শতরান করেন হুডা। অপরদিকে ৫ বলে ১৫ রানের ছোট ইনিংস খেলে জসুয়া লিটলের বলে আউট হন সূর্যকুমার যাদব। ২০৬ রানে পড়ে তৃতীয় উইকেট। ২১২ রানে পড়ে চতুর্থ উইকেট। ১০৪ রান করে জসুয়া লিটলের বলে আউট হন হুডা। শেষের দিকে নেমে রান পাননি দীনেশ কার্তিক। ২১৭ রানে খাতা না খুলেই ক্রেইগ ইয়ংয়ের বলে আউট হন কার্তিক। এরপর এসেই শূন্য রানে ক্রেইগ ইয়ংয়ের বলে আউট হন অক্ষর প্যাটেল। শেষ ওভারে ২২৬ রানে পড়ে সপ্তম উইকেট। শূন্য রানে মার্ক আদায়ারের বলে আউট হন হার্শল প্যাটেল। শেষ পর্যনত ২২৫ রানে শেষ হয় ভারতের ইনিংস। ১৫ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। আয়ারল্যান্ডের টার্গেট ২২৮ রান। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury