পাকিস্তানের বিরুদ্ধে বারবার চওড়া হয়ে উঠেছে বিরাট কোহলির ব্যাট। তিনি ফের বড় রান পাবেন, আশায় ভারতের সমর্থকরা।
অধিনায়কত্ব ছেড়ে দিলেও, এখনও ভারতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। পাকিস্তানের বিরুদ্ধে দু'একটি ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন বটে, কিন্তু টি-২০ বিশ্বকাপে বরাবরই তাঁর ব্যাট থেকে বড় রান আসে। এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের মোট রান ২২৬। এমনকী, টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১ উইকেটও রয়েছে বিরাটের। তিনি টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১২৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। অধিনায়ক মহম্মদ হাফিজকে (১৫) বোল্ড করে দেন বিরাট। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন শোয়েব মালিক। ভারতের হয়ে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন লক্ষ্মীপতি বালাজি। ২ উইকেট করে নেন রবিচন্দ্রন অশ্বিন ও যুবরাজ সিং। ৩০ রান দিয়ে ১ উইকেট নেন ইরফান পাঠান। রান তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই গৌতম গম্ভীরের (০) উইকেট হারায় ভারত। অপর ওপেনার বীরেন্দ্র সেহবাগ করেন ২৯ রান। বিরাট ৬১ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। যুবরাজ ১৯ রানে অপরাজিত থাকেন।
টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট দ্বিতীয় ম্যাচ খেলেন ২০১৪ সালের ২১ মার্চ। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান ৭ উইকেটে ১৩০ রান করে। সর্বোচ্চ ৩৩ রান করেন উমর আকমল। ভারতের হয়ে ২২ রান দিয়ে ২ উইকেট নেন অমিত মিশ্র। ৩ উইকেট হারিয়ে সেই রান টপকে যায় ভারতীয় দল। দুই ওপেনার রোহিত ও শিখর ধবন যথাক্রমে ২৪ ও ৩০ রান করেন। তিন নম্বরে নেমে ৩৬ রানে অপরাজিত থাকেন বিরাট। যুবরাজ ১ রান করেন। ৩৫ রান করে অপরাজিত থাকেন সুরেশ রায়না।
২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ফের বড় রান পান বিরাট। সেই ম্যাচেও প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১১৮ রান করে পাকিস্তান। ৪ উইকেট হারিয়ে সেই রান টপকে যায় ভারত। ৫৫ রানে অপরাজিত থাকেন বিরাট। ২৪ রান করেন বিরাট।
২০২১ সালের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে যায় ভারত। কিন্তু সেই ম্যাচেও ৫৭ রান করেন বিরাট। ঋষভ পন্থ করেন ৩৯ রান। ভারতের সমর্থকদের আশা, রবিবার ফের কথা বলবে বিরাটের ব্যাট।
আরও পড়ুন-
টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের সবচেয়ে উত্তেজক ম্যাচ কোনটি?