IND Vs SA: সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে এগিয়ে কে, জানুন বিস্তারিত

সেঞ্চুরিয়নে (Centurion) ভারত বনাম  দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বক্সিং ডে টেস্ট (Boxing Day Test)। জয় দিয়ে সিরিজ শুরু করতে মরিয়া বিরাট কোহলি (Virat Kohli)ও ডিন এলগারের (Dean Elgar)দল।
 

Sudip Paul | Published : Dec 25, 2021 9:16 AM IST / Updated: Dec 25 2021, 03:00 PM IST

ওমিক্রন (Omocron) আতঙ্কের কারণে একসময় সিরিজের ভবিষ্যৎ নিয়েই উঠে গিয়েছিল প্রশ্ন। অবশেষে ক্রিকেট সাউথ আফ্রিকার (Cricket South Africa)পক্ষ থেকে প্লেয়ারদের সুরক্ষার আশ্বাস দেওয়ার পর দল পাঠাতে রাজি হয় বিসিসিআই (BCCI)। অবশেষে ২৬ ডিসেম্বর অর্থাৎ রবিবার বক্সিং ডে টেস্টে (Boxing Day Test) মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। প্রোটিয়াভূমে এখনও টেস্ট সিরিজ  জিততে পারেনি ভারতীয় দল। এবার সূবর্ণ  সুযোগ রয়েছে বিরাট কোহলির (Virat Kohli) দলের সামনে। ব্যাটিং বিভাগের পাশাপাশি বোলিং বিভাগের শক্তি বাড়তি ভরসা জোগাচ্ছে রাহুল দ্রাবিড়ের দলকে। অপরদিকে, সিরিজ শুরুর আগেই এনরিখ নকিয়ার ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকা দলের পক্ষে ধাক্কা হলেও, ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে অপরাজিত তকমা  ধরে রাখতে মরিয়া ডিন এলগার (Dean Elgar) , তেম্বা বাভুমা, কাগিসো রাবাডারা। 

জয় দিয়ে সিরিজ শুরু করাই লক্ষ্য ভারতের-
সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট ভারতীয় ব্য়াটিং বিভাগের কাছে বড়সড় চ্যালেঞ্জ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেঞ্চুরিয়নের পেস-সুইং-বাউন্সি উইকেটে যে বিরাট,রাহুল, পুজারাদের পরীক্ষা নেওয়ার জন্য রাবাডা,এনগিডিরা প্রতীক্ষা করে রয়েছে তা ভালোই জানেন কোচ রাহুল দ্রাবিড়। তাই ম্যাচের এক সপ্তাহ আগে থেকেই সেঞ্চুরিয়নে অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। সেঞ্চুরিয়নের উইকেট যে সারপ্রাইজ দিয়েছে তাদের সেকথা স্বীকার করেছেন কেএল রাহুল, শ্রেয়স আইয়ররা। একইসঙ্গে প্রথম একাদশ নিয়েও রয়েছে জল্পনা। তবে ৫ বোলার নিয়েই নামতে চলেছে ভারতীয় দল তা একপ্রকার নিশ্চিৎ। আর ব্যাটিং লাইনআপে ৫ নম্বরে শ্রেয়স আইয়র, অজিঙ্কে রাহানে ও হনুমা বিহারীর মধ্যে কাকে খেলানো হবে সেই সিদ্ধান্ত খুব কঠিন হতে চলেছে টিম ম্যানেজমেন্টের কাছে। তবে অনুশীলনে নিজেদের সেরাটা উজার  করে দিয়েছে ভারতীয় দল। নিজেদের সেরাটা দিয়ে সিরিজ জয়ের ইতিহাসের গড়ার লক্ষ্যে প্রথম টেস্ট জয় পেতে মরিয়া টিম ইন্ডিয়া।

ঘরের মাঠে আত্মবিশ্বাসী প্রোটিয়া ব্রিগেড-
অপরদিকে ঘরোয়া পরিবেশের সুবিধা নিয়ে ভারতীয় দলকে ঘরের মাঠে আরও একবার মাত দিতে প্রস্তুত ডিন এলগারের দল। তবে ভারতীয় দলকে যথেষ্ট সমীহ করছে প্রোটিয়া ব্রিগেড। কারণ সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে ভারতীয় দলের সাফল্য চাপে রেখেছে দক্ষিণ আফ্রিকা শিবিরকে। তাই নিজেদের প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি তারা। এনরিখ নকিার মত তারাকা পেস বোলরদল থেকে ছিটকে গেলেও রাবাজা, এনগিডি যুগলবন্দী ও অলিভিয়েরের ফিরে আসা আত্মবিশ্বাস বাড়িয়েছে ডিন এলগারের দলের। সেঞ্চুরিয়নের উইকেটে ভারতকে চাপে ফেলতে ও প্রথম টেস্ট জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা দল। 

ম্য়াচ প্রেডিকশন-
বর্চমানে দুই দলের শক্তির বিচার করলে ডিন  এলগারের দক্ষিণ আফ্রিকার থেকে বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে একটু এগিয়ে রাখতেই হচ্ছে। বুমরা, শামি, ইশান্ত, উমেশ, সিরাজ, শার্দুলরা সকলেই চ্যাম্পিয়ন বোলার। ফলে প্রোটিয়া পেসাররা ভারতীয় ব্য়াটিং লাইনের পরীক্ষা নিলেও, ভারতীয় পেস ব্যাটারিও তৈরি। তবে সেঞ্চুরিয়নের হোম অ্যাডভান্টেজ ও পরিসংখ্যান একটু হলেও অ্যাডভান্টেজ দেবে দক্ষিণ আফ্রিকা দলকে। ফলে প্রথম টেস্টে অন্ত ২ দিনের খেলা না হলে  কোনও দলকে নিয়েই প্রেডিকশন করতে নারাজ ক্রিকেট বিশেষজ্ঞরা। 

Read more Articles on
Share this article
click me!