
কেপটাউনে (Cape Town) ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) তৃতীয় ও সিরিজ নির্ণায়ক ম্যাচ। তৃতীয় ম্য়াচেও টস ভাগ্য সাথ দিল ভারতীয় দলের। প্রথম দুটি টেস্টে টস জিতেছিলেন বিরাট কোহলি ও কেএল রাহুল। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। কেপ টাউনে ডু অর ডাই টেস্টেও টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তৃতীয় ম্য়াচে দলের ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। দ্বিতীয় টেস্টে পিঠে ব্য়াথার কারণে খেলতে পারেননি কোহলি। সেই জায়গায় অন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছিলেন কেএল রাহুল। তৃতীয় ম্য়াচে ফের বিরাট কোহলির ডেপুটির ভূমিকায় রাহুল। কেপটাউনের পেস সহায়ক উইকেটে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেবে কিনা ভারতীয় দল তা নিয়ে একটা সন্দেহ ছিল, কিন্তু বিরাটের সিদ্ধান্ত আরও একবার বুঝিয়ে দিল রক্ষণাত্মক নয়, আক্রমণাত্নক ক্রিকেটই খেলবে তার দল।
তৃতীয় টেস্টে ভারতীয় দলে মোট দুটি পরিবর্তন হয়েছে। দ্বিতীয় টেস্টে বিরাট কোহলির জায়গায় খেলেছিলেন হনুমা বিহারী। কেপটাউনে হনুমাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। কামব্যাক করেছেন অধিনায়ক। অরদিকে দ্বিতীয় টেস্টে চোট পেয়েছিলেন পেসার মহম্মদ সিরাজ। সেই কারণে তৃতীয় টেস্টে খেলতে পারবেন না তা আগে থেকেই ঘোষিত ছিল। সেই জায়গা. ইশান্ত শর্মা না উমেশ যাদব কেখেলবেন তা নিয়ে একটা জল্পনা চলছিল। অবশেষে উমেশ যাদবের উপরই ভরসা রেখেছে দল। তৃতীয় টেস্টে ভারতীয় দলের একাদশে ওপেনিংয়ের দায়িত্ব থাকচে কেএল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। মিডল অর্ডারে রয়েছে চেতেশ্বর পুজারা, বিরাট কোহোলি ও অজিঙ্কে রাহানে। উইকেট রক্ষক হিসেবে খেলছেন ঋষভ পন্থ। দলে একমাত্র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। চার পেসার হলেন শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা ও উমেশ যাদব।
প্রসঙ্গত, বর্তমানে সিরিজের ফল ১-১। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জিতেছিল ভারতীয় দল। প্রথম এশীয় দল হিসেবে সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের হারিয়ে ইতিহাস তৈরি করেছিব টিম ইন্ডিয়া। পরের ম্য়াচে ভারতের পয়া জোহানেসবার্গে পাল্টা প্রত্যাঘাত করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ডিন এলগারের দল। কেপটাউনে তৃতীয় টেস্টে ইতিহাস তৈরির হাতছানি ভারতীয় দলের কাছে। এর আগে কখনও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জেতেনি ভারতীয় ক্রিকেট দল। এবার নতুন ইতহাস লেখার সূবর্ণ সুযোগ বিরাট কোহলির দলের সামনে। অপরদিকে ঘরের মাঠে ভারতীয় দলের বিরুদ্ধে টেস্ট সিরিজে অপরাজেয় তকমা ধরে রাখতে বদ্ধপরিকর প্রোটিয়া ব্রিগেড। ফলে আগামি ৫ দিন হাড্ডাহাড্ডি ক্রিকেট দেখার প্রতীক্ষায় ক্রিকেট প্রেমিরা।