
প্রথম টি২০ (T20) ম্য়াচে শ্রীলঙ্কাকে (Sri Lanka) একতরফা ম্য়াচে হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। লখনউতে ব্য়াটে-বলে টিম ইন্ডিয়ার দাপটের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কান লায়ান্সরা। ৬২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল। এবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্য়াসোসিয়েশন স্টেডিয়াম ধর্মশালাতে মুখোমুখি হবে ভারত বনাম শ্রীলঙ্কা (India Vs Sri Lanka)। পাহাড়ে ঘেরা ধর্মশালাতে সিরিজের দ্বিতীয় টি২০ ম্য়াচ জিতে সিরিজ পকেটে পোরার লক্ষ্যে নামতে চলেছে মেন ইন ব্লুরা। অপরদিকে,এই ম্য়াচ দাসুন শানাকার (Dasun Shanaka) দলের কাছে ডু অর ডাই। ম্য়াচ জিতে সিরিজে টিকে থাকতে ও লড়াইয়ে ফিরতে মরিয়া শ্রীলঙ্কা দলও। ফলে ধর্মশালা পাহাড়ে ঘেরা মনোরম স্টেডিয়াম ব্য়াটে-বলে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
ভারতের লক্ষ্য সিরিজ জয়-
প্রথম ম্য়াচে ব্য়াট করে ১৯৯ রানের বিশাল স্কোর করেছিল ভারত। অনবদ্য ব্য়াটিং করেছিলেন ইশান কিশান, শ্রেয়স আইয়ররা। বল হাতেও দুরন্ত পারফরম্য়ান্স করেছিলেন ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহল, রবীন্দ্র জাদেজারা। দ্বিতীয় ম্য়াচেও নিজেদের পারফরম্য়ান্স ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দল। প্রথম ম্য়াচে যেহেতু মিডল অর্ডার ও নিচের দিকের ব্য়াটসম্যানরা ব্য়াটিংয়ের সুযোগ পায়নি, আজ তারা সুযোগ পেলে নিজেদের প্রমাণ করতে মরিয়া। প্রথম ম্য়াচে বড় ব্যবধানে জয় পাওয়ার পর আত্মবিশ্বাস তুঙ্গে টিম ইন্ডিয়ার। তারপরও অনুশীলনে যেটুকু খামতি ছিল তা শুধরে দেওয়ার চেষ্টা করেছেন রাহুল দ্রাবিড়। সব মিলিয়ে দ্বিতীয় টি২০ ম্য়াচ জিতে এক ম্য়াচ আগেই সিরিজে জেতাই লক্ষ্য ভারতীয় ক্রিকেট দলের।
ঘুড়ে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা-
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ হারের পর ভারতের বিরুদ্ধে সিরিজের শুরুটা একেবারেই ভালো হয়নি শ্রীলঙ্কার। প্রথম ম্য়াচে শ্রীলঙ্কার বোলিং লাইনআপে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে ভারতীয় ব্যাটসম্যানরা। ব্য়াটিংয়ের অবস্থাও তথৈবচ। চারিথ আসালঙ্কা একমাত্র অর্ধশতরানের লড়াকু ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত লঙ্কান লায়ন্সদের। তবে প্রথম ম্য়াচের হার থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্য়াচে ঘুড়ে দাঁড়াতে মরিয়া দাসুন শানাকার দল। দ্বিতীয় ম্য়াচ জিতে সিরিজে লড়াইয়ে টিকে থাকাই লক্ষ্য শ্রীলঙ্কার।
ওয়েদার রিপোর্ট-
ধর্মশালায় শনিবার ও রবিবার পরপর দু’টি টি-টোয়েন্টি। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। হাওয়া অফিস রিপোর্ট অনুসারে ধর্মশালা শহরের তাপমাত্রা ২৬ ফেব্রুয়ারি (শনিবার) দিনের বেলায় ৮ ডিগ্রি সেলসিয়াস হবে এবং রাতে ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৫৩ শতাংশ। তাই বৃষ্টিতে ম্যাচ বিঘ্নিত হতে পারে। আর্দ্রতা দিনে প্রায় ৮৬ শতাংশ এবং রাতে ৮৩ শতাংশ হবে।
পিচ রিপোর্ট-
লখনউয়ের পিচের সঙ্গে ধর্মশালার পিচের অনেক তফাত। পাহাড়ি পরিবেশে পিচে বল দ্রুত আসে। শট খেলতেও সুবিধে হয়। মাঠও ছোট। বড় রান আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাতে শিশির সমস্য়াও ম্য়াচে বড় ভূমিকা পালন করতে পারে।
আরও পড়ুনঃরোহিত শর্মার ঝুলিতে আরও এক রেকর্ড, টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী শর্মা-জি
আরও পড়ুনঃঋদ্ধিমানকে সাংবাদিকের 'হুমকি', ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন বিসিসিআই-এর
ম্য়াচ প্রেডিকশন-
প্রথম ম্য়াচে যেভাবে একতরফাভাবে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারতীয় দল, তাতে দ্বিতীয় ম্য়াচে আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে থাকবে টিম ইন্ডিয়া তা বলার অপক্ষা রাখে না। ব্য়াট-বল দুই বিভাগে শক্তির বিচারেও অনেকটা এগিয়ে ভারতীয় দল। তাই ক্রিকেট বিশেষজ্ঞদের ম্য়াচে দ্বিতীয় টি২০ ম্য়াচে রোহিত শর্মার দলেরই জেতায় সম্ভাবনা বেশি।