নিশাঙ্কা-শানাকার অনবদ্য ব্য়াটিং, দ্বিতীয় টি২০ ম্য়াচ জয়ের জন্য ভারতের টার্গেট ১৮৪

ধর্মশালায় (Dharamsala) ভারত বনাম শ্রীলঙ্কার (India Vs Sri Lanka) টি২০ সিরিজের (T20 Series) দ্বিতীয় ম্য়াচ। প্রথমে ব্য়াট করে ১৮৩ রান করল দাসুন শানাকার (Dasun Shanaka) দল। ১৮৪ টার্গেট তাড়া করছে রোহিত শর্মার (Rohit Sharma) দল।
 

প্রথম ম্য়াচে লজ্জার হার থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্য়াচে ছন্দে ফিরল শ্রীলঙ্কার (Sri Lanka) ব্য়াটিং লাই  আপ। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ (T20) ম্য়াচে টস হারলেও, বিধ্বংসী ব্য়াটিং করল লঙ্কান লায়ন্সরা। নির্ধারিত ২০ ওভারে ১৮৩ রান করল শ্রীলঙ্কা। সৌজন্যে পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka), দানুষ্কা গুণাথিলাকা (Danusha Gunathilaka) ও দাসুন শানাকার (Dasun Shanaka) অধিনায়কোচিত বিধ্বংসী ইনিংস। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫৩ বলে ৭৫ রানের ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা। ওপেনিংয়ে তাকে ৩৮ রান করে যোগ্য সঙ্গত দেন দানুষ্কা গণাথিলাকা। শেষের দিকে বিধ্বংসী মেজাজে ব্য়াটিং করেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ১৯ বলে ৪৭ রানের ইনিংস খেলেন তিনি। ভারতের হয়ে এদিন একটি করে উইকে নিয়ে আটোসাঁটো বোলিং করেন জসপ্রীত বুমরা ও যুজবেন্দ্র চাহল। ৪ ওভারে ২৪ রান দেন বুমরা, ৪ ওভারে ২৭ রান দেন যুজবেন্দ্র চাহল। বাকিরা একটি করে উইকেট পেলেও অনেক রান খরচ করেন। জয়ের জন্য রোহিত শর্মার  (Rohit Sharma) টিম ইন্ডিয়ার (Team India) টার্গেট ১৮৪ রান।

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ব্য়াট হাতে শুরুটা ভালো করেন দুই শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা ও দানুষ্কা গুণাথিলাকা। প্রথমে একটু ধরে ব্য়াটিং করেন তারা। তারপর সেট হতেই নিজেদের শট খেলা শুরু করেন। দুজনে মিলে ওপেনিং জুটিতে ৬৮ রানের  পার্টনারশিপ করেন। তারপর প্রথম উইকেট পড়ে শ্রীলঙ্কার। ৩৮ রান করে জাদেজার বলে আউট হন গুণাথিলাকা। এরপর একদিক থেকে নিজের ইনিংস চালিয়ে যান পাথুম নিশাঙ্কা। কিন্তু অপরদিক থেকে পরপর উইকেট পড়তে থাকে শ্রীলঙ্কার। ২ রান করে যজবেন্দ্র চাহলের বলে আউট হন আসালঙ্কা। ১ রান করে হার্শল প্যাটেলের শিকার হন কামিল মিশারা। দীনেশ চান্দিমাল ৯ রান করে জসপ্রীত বুমরার বলে আউট হন। 

Latest Videos

এরপর ইনিংসের রাশ ধরেন পাথুম নিশাঙ্কা ও অধিনায়ক দাসুন শানাকা। দুজনে মিলে  শুধু উইকেট টিকিয়ে রাখাই নয়, একের পর এক আক্রমণাত্মক শট খেলতে থাকেন দুই ব্য়াটসম্য়ান। নিজের অর্ধশতরানও পূরণ করেন নিশাঙ্কা। দুজনে মিলে ৫৮ রানের পার্টনারশিপ করেন। শেষ পর্যন্ত ৭৫ রান করে ভূবনেশ্বর কুমারের বলে আউট হন নিশাঙ্কা। ১১টি দিয়ে সাজানো তার ইনিংস। তবে নিজের বিধ্বংসী ইনিমস চালিয়ে যা শ্রীলঙ্কার অধনায়ক। একের পর এক বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ১৯ বলে ৪৭ রানের ইনিংস খেলে ১৯৮৩ রানে পৌছে দেন দলকে। শানাক ৫টি ছয় ও ২টি চার মারেন নিজের ইনিংসে। 
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন