ভারত অধিনায়কের জন্য সুখবর, রোহত শর্মার পরিবারে এল নতুন অতিথি

৪ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka) টেস্ট সিরিজ (Test Series)। তার আগে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)পরিবারে এল নতুন অতিথি। খুশি ভারত অধিনায়ক (Indian Captain)।
 

গত বছর টি২০ বিশ্বকাপের (T20 World Cup) পর থেকেই ধীরে ধীরে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছিল রোহিত শর্মার (Rohit Sharma)। বিরাট কোহলি (Virat Kohli) টি২০ দলের অধিনায়কত্ব ছাড়া পর সেই দায়িত্ব দেওয়া হয় রোহিতকে। তারপর ভারতীয় একদিনের দলের দায়িত্ব যায় রোহিত শর্মার কাছেই।  পরবর্তীতে বিরাট কোহলি টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লে লাল বলের ক্রিকেটেও রোহিতকে নেতা বাছে বিসিসিআই (BCCI)। শ্রীলঙ্কা সিরিজে প্রথমবার ভারতীয় টেস্ট দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত দলকে তিনটি টি২০ সিরিজ ও একটি একদিনের সিরিজে নেতৃত্ব দিয়েছেন তিনি। জয়ের রেকর্ডও একশো শতাংশ। ওয়েস্ট ইন্ডিজকে একদিনের সিরিজ ও টি২০ সিরিজে হোয়াইট ওয়াশ করার পর শ্রীলঙ্কাকেও টি২ সিরিজে হোয়াইট ওয়াশ করেছে রোহিত শর্মার দল। ফলে সময়টা কতটা ভালো যাচ্ছে 'হিটম্যান'-এর এই পরিংখ্যান। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে আরএ একটি সুখবর। রোহিত শর্মার পরিবারের এল নতুন অতিথি।

এই নতুন সদস্য একটি নতুন গাড়ি। যা নিজেই পছন্দ করে কিনেছেন ভারতীয় লের অধিনায়ক। আর যে কোনও গাড়ি নয়। রোহিতের পরিবারে নতুন সদস্যে নাম ল্যাম্বরঘিনি উরস। যেই গাড়ির দেখলে সকলেই তাকিয়ে থাকবেন। ভারতীয় দলের জার্সির রঙের সঙ্গে মিল রয়েছে রোহিতে নতুন গাড়ির।  মেটালিক নীল রঙের গাড়িটি এককথায় অনবদ্য।  গাড়িটির অন্দরসজ্জা নিজের মতো করে করিয়েছেন স্বয়ং হিটম্যান। চেরি লাল এবং কালো রং ব্যবহার করা হয়েছে কেবিনে। ড্যাশ বোর্ডের উপরের অংশ এবং দরজার প্যানেলে ব্যবহার করা হয়েছে কালো রং। আসনগুলিতে রয়েছে চেরি লাল রঙের চামড়ার কভার। ড্যাশ বোর্ড এবং দরজাকে আরও আকর্ষনীয় করতে ব্যবহার করা হয়েছে রুপোলি রং। গাড়িটি কিনতে রোহিত শর্মার খরচ হয়েছে ৩.১ কোটি টাকা। ল্যাম্বরঘিনি  কেনার ইচ্ছের কথা আগেও জানিয়েছিলেন রোহিত। এবারনিজের মনের মত গাড়ি কিনতে পেরে খুশি শর্মাজি। 

Latest Videos

প্রসঙ্গত, ৪ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka) টেস্ট সিরিজ (Test Series)। এই সিরিজ ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে প্রথম  সিরিজ হতে চলেছে রোহিত শর্মার। ৪ তারিখ মোহালিতে প্রথম টেস্ট ও ১২ তারিখ থেকে বেঙ্গালুরুতে হবে সিরিজের দ্বিতীয় দিন-রাতের টেস্ট ম্য়াচ। একদিনের সিরিজ ও টি২০ সিরিজে এখনও পর্যন্ত একশো শতাংশ সাফল্যের পর এবার টেস্টে নিজের জয়ের ডঙ্কা বাজানোই লক্ষ্য হিটম্যানের। 

আরও পড়ুনঃমোহালিতে বিরাট কোহলির শততম টেস্ট, তার আগে এল বড় খবর

আরও পড়ুনঃবিশ্বকাপের আগে কেমন হল ভারতীয় মহিলা দলের প্রস্তুতি, জেনে নিন বিস্তারিত

আরও পড়ুনঃজোর ধাক্কা হার্দিকের দল গুজরাট টাইটানসের, আইপিএলে না খেলার সিদ্ধান্ত জেসন রয়ের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল