মিশন টি২০ সিরিজ, সোমবার ইডেনের নৈশালোকে টিম ইন্ডিয়ার অনুশীলন

১৬ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies) টি২০ সিরিজ (T20 Series)। কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হবে ৩ ম্য়াচের সিরিজ। তার আগে সোমবার ইডেনের নৈশালোকে অনুশীলন সারল ভারতীয় ক্রিকেট দল (West Indies team)।
 

কলকাতার ইডেন গার্ডেন্সে হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি২০ সিরিজ। ইতিমধ্যেই শহরে পৌছে গিয়েছে দুই দল। ইতিমধ্যেই ইডেনে অনুশীলন শুরু করে দিয়েছে কায়রন পোলার্ডের দল। রবিবার নৈশালোকে ও সোমবার দুপুরে অনুশীলন করে ক্য়ারেবিয়ানরা। আর সোমবার নৈশালোকে অনুশীলন করল ভারতীয় ক্রিকেট দল। অনুশীলনে প্রথমে ফিটনেস ট্রেনিংয়ের উপর জোর দেওয়া হয়। পুরো দলকে একসহঙ্গে ইডেনে ওয়ার্মআপ করতে দেখা যায়। সবার প্রথমে লক্ষ্য করা যায় প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। পুরো অনুশীলন দলকে পর্যবেক্ষণে রাখেন রাহুল দ্রাবিড়। ব্য়াটিং অনুশীলনেও জোর দিতে দেখা যায় বিরাট কোহলি, শ্রেয়স আইয়রদের। অনুশীলনের মাঝেই মাঠে সকল ক্রিকেটারদের মধ্যে আলোচনা করতেও দেখা যায়। 

Latest Videos

অধিনায়কত্ব হারানো থেকে ব্য়াট হাতে লাগাতার রানের খরা।  সময়টা মোটেই ভালো যাচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli)। ঘরের মাঠে বরাবরই কথা বলে এসেছে কোহলির 'বিরাট' ব্য়াট। কিন্তু ওয়েস্ট ইন্জিজের (West Indies) বিরুদ্ধে একদিবনের সিরিজে ব্য়াট হাতে 'ডাহা ফেল' করেছেন বিরাট কোহলি। তিন ম্য়াচ মিলিয়ে তার সংগ্রহ মাত্র ২৬ রান।  বিরাট কোহলির ব্য়াটে রানের খরা নিয়ে তার ফ্যানেরা চিন্তিত হলেও, ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) ব্য়াটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour)মোটেই চিন্তিত নন। বিরাটের রানে ফেরা শুধু সময়ের অপেক্ষা বলেই মত বিরাটদের ব্য়াটিং কোচের। তিনি বলেন,'ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান আসেনি। কিন্তু আমার মনে হয় না কোহলী খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই বিষয়ে ওর সঙ্গে আমার সে রকম কথা হয়নি। নেটে খুব ভাল ব্যাট করছে কোহলী। অনেক পরিশ্রম করছে। আমি নিশ্চিত টি২০ সিরিজেই ও রানের মধ্যে ফিরবে।' ভারতীয় দলের লক্ষ্য যে টি২০ বিশ্বকাপ জয় সেই কথাও পরিষ্কার করে দিয়েছেন বিক্রম রাঠৌর।

অপরদিকে, একদিনের সিরিজের সিরিজে ব্যর্থতা ভুলে টি২০ সিরিজে জয়ে ফিরতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ দল। রবিবার নৈশালোকে অনুশীলনের পাশাপাশি সোমবারও অনুশীলন সারল কায়রন পোলার্ডরা। অনুশীলনে নিজেদের যাবতীয় ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ দল। বিশেষ করে একদিনের সিরিজে পুরো ডাহা ফেল করে ক্য়ারেবিয়ান ব্য়াটিং লাইনআপ। ৩ ম্য়াচের একটিতেও ২০০ রানের গণ্ডি টপকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। টি২০ ক্রিকেটে কায়রন পোলার্ডের দল ভয়ঙ্কর হলেও ভারতের মাটিতে একদিনের সিরিজে যেভাবে মুখ থুবড়ে পড়েছে ক্য়ারেবিয়ান ব্য়াটিং লাইনআপ তা চিন্তায় রেখেছে টিম ম্য়ানেজমেন্টকে। তাই এদিন অনুশীলনে ব্য়াটিংয়ে বিশেষ জোর দিতে দেখা যায় অতিথি দেশকে। এদিন অনুশীলনে মনোযোগ সহকারে ব্য়াটিং করতে দেখা যায় সাই হোপ, নিকোলাস পুরান, ড্য়ারেন ব্রাভো, ব্র্যান্ডন কিং, কায়রন পোলার্ডদের। বোলিংয়েও ঘাম ঝড়াতে দেখা আলজারি জোসেফ, রোমারিও শেফার্ড, আকিল হোসেনদের।

প্রসঙ্গত, একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ৩-০ ব্যবধানে কায়রন পোলার্ডের (Kieron Pollard) দলকে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে রোহিত শর্মার (Rohit Sharma) দল।ইডেন গার্ডেন্সে ৩ ম্য়াচের টি২০ সিরিজে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ৩টি টি২০ ম্য়াচে মুখোমুখি হবে দুই দল।  সম্পূর্ণ কোভিড বিধি মেনে আয়োজিত হবে এই ম্য়াচ। ক্রিকেটের নন্দনকাননে পরপর তিনটি ম্য়াচকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মদনা তুঙ্গে। একদিনের সিরিজে ৩-০ ব্য়বধানে জয়ের পর ভারতীয় দলের লক্ষ্য টি২০ সিরিজেও সেই পারফম্য়ান্স ধরে রাখাই লক্ষ্য ভারতীয় ক্রিকেট দলের। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury