ভারতীয় দলে একটি পরিবর্তন, টস জিতে বোলিং করার সিদ্ধান্ত কেএল রাহুলের

প্রথম একদিনের ম্যাচে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এবার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ পকেটে পোরাই লক্ষ্য কেএল রাহুলের (KL Rahul)দলের। অপরদিকে ডু অর ডাই ম্য়াচে ঘুড়ে দাঁড়াতে মরিয়া রেগিচ চাকাবাভার (Regis Chakabva)দল। 
 

সিরিজের প্রথম একদিনের ম্য়াচে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচ জিততে পারলেই সিরিজ পকেটে পুরে ফেলবে টিম ইন্ডিয়া। অপরদিকে সিরিজে টিকে থাকতে গেলে হারারে-তে দ্বিতীয় ম্যাচ জিম্বাবোয়ের কছ ডু অর ডাই। দ্বিতীয় ম্য়াচেও টস ভাগ্য সাথ দিয়েছে ভারত অধিনায়ক কেএল রাহুলের। আর টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  হারারের সতেজ উইকেটে প্রথম দিকে ভারতীয় পেসাররা যাতে সুবিধা তুলতে পারে ও প্রতিপক্ষকে কম রানের মধ্যে আটকে রাখার লক্ষ্যেই বোলিং করার সিদ্ধান্ত ভারত অধিনায়কের। অপরদিকে, টস হারলেও দ্বিতীয় ম্যাচে বড় স্কোর করাই লক্ষ্য রেগিস চাকাবাভার দলের। দ্বিতীয় ম্য়াচে ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। দীপক চাহারের জায়গায় দলে সুযোগ পেয়েছেন শার্দুল ঠাকুর। চোট সারিয়ে দীর্ঘদিন পরে গত ম্যাচে মাঠে ফেরেন দীপক চাহার। কামব্যাক ম্যাচে ৩টি উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচও হয়েছিলেন তিনি। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। 

দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং লাইনআপের ওপেনিংয়ে শিখর ধওয়ানের সঙ্গে কেএল রাহুলের ফেরার সম্ভাবনা সবথেকে বেশি। সেক্ষেত্রে মিডল অর্ডারে ব্যাট করতে হবে শুবমান গিলকে। এছাড়াও ভারতীয় দলের মিডল অর্ডারে থাকছেন ইশান কিশান,  দীপক হুডা, সঞ্জু স্যামসনের মত তরুণ তারকারা। যারা ইনিংস গড়ার পাশাপাশি প্রয়োজনে বিধ্বংসী ব্যাটিং করতে সক্ষম। দলে স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলছেন অক্ষর প্যাটেল। এছাড়া দ্বিতীয় স্পিনার হিসেবে খেলছেন চায়নাম্যান কুলদীপ যাদব। দলের তিন পেসার হলেন শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা ও মহমম্মদ সিরাজ। 

Latest Videos

 

 

অপরদিকে জিম্বাবোয়ে দলের ব্যাটিং লাইনআপের ওপেনে রয়েছেন তাকুজাওয়ানাশে কাইতানো ও ইনোসেন্ট কাইয়া। দলের মিডিল অর্ডারে রয়েছেন উইলিয়াংস সিন, মাধভেরে উইসলি, সিকন্দর রাজা ও অধিনায়ক রেগিস চাকাবাভা। দলে অলরাউন্ডার হিসেবে খেলছেন বুর্ল রায়ান। জিম্বাবোয়ে দলে চার বোলার হলেন জনগে লুইক, ইঊানস ব্র্যাডলে, নায়াউচু ভিক্টর ও চিভাঙ্গা তানাকা।

 

 

প্রসঙ্গত, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই জিম্বাবোয়ে দলের থেকে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তাই দ্বিতীয় ম্যাচেও যে কনও সন্দেহ ছাড়াই রেগিস চাকাবাভার দলের থেকে অনেক এগিয়ে কএল রাহুলের দলকেই একশো শতাংশ ফেভারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024