মুম্বইতে (Mumbai) ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) দ্বিতীয় টেস্ট। ২৭৬ রানে শেষ হল ভারতের দলের (Indian Team) দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসের ২৬৩ রানের লিড নিয়ে নিউজিল্যান্ডের (New Zealand) টার্গেট ৫৪০ রান।
মুম্বই টেস্টে (Mumbai Test) নিউজিল্যান্ডকে (New Zealand) ৫৪০ রানের পাহাড় প্রমাণ টার্গেট দিয়ে ইনিংস ডিক্লেয়ার করল ভারতীয় দল (Indian Team)। তৃতীয় দিনে বিনা উইকেটে ৬৯ রান থেকে খেলা শুরু করেছিল টিম ইন্ডিয়া (Team India)। সেখান থেকে ২৭৬ রানে ৭ উইকেট ইনিংস ছাড়ার ঘোষণা করেন ভারত অধিনায়ক (Indian Captain) বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম ইনিংসে ২৬৩ রানের লিড যোগ করে কিউইদের সামনে অসম্ভব একটি টার্গেট রাখল ভারতীয় দল। প্রথম ইনিংসের ফর্ম ধরে রেখে দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি করলেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। ৬২ রানের ঝকঝকে ইনিংস খেলে সর্বাধিক স্কোরারও হলেন তিনি। এছাড়া ৪৭ রান করে করেন দলের দুই তারকা চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara) ও শুবমান গিল (Shubman Gill))। ২৬ বলে ঝোড়ো ৪১ রানের ইনিমস খেলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। এছাড়া অধিনায়ক বিরাট কোহলি করেন ৩৬ রান। দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন আজাজ প্য়াটেল (Ajaz Patel) ও ৩টি উইকেট নেন রচীন রবীন্দ্রা (Rachin Ravindra)। ৫৪০ রান তাড়া করতে নেমে ওয়াংখেড়ের ঘূর্ণি পিচে কতটা লড়াই দিতে পারে কিউই ব্যাটসম্যানরা এখন সেটাই দেখার।
মুম্বইয়ে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মায়াঙ্ক আগরওয়ালের ১৫০ রানের অনবদ্য় ইনিংস, অক্ষর প্যাটেলের অর্ধশতরান, শুবমান গিলের ৪৪ রানের ইনিংসের সৌজন্যে ৩২৫ রান করে ভারতীয় দল। নিউজিল্য়ান্ডের হয়ে প্রথম ইনিংসে একাই ১০ উইকেট নিয়ে রেকর্ড বুকে নাম লেখান আজাজ প্য়াটেল। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে জিম লেকার (Jim Laker)ও অনিল কুম্বলের (Anil Kumble)পর আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে এলিট লিস্টে জায়গা পাকা করেন কিউই বাঁ-হাতি স্পিনার। তবে প্রথম ইনিংসে ব্য়াট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে ধরাশায়ী হয়ে যায় কিউই ব্যাটিং লাইনআপ। মাত্র ৬২ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এছাড়া ৩টি উইকেট নেন মহম্মদ সিরাজ (Mohammad Siraj), ২টি উইকেট নেন অক্ষর প্যাটেল (Axar Patel) ও একটি উইকেট নেন জয়ন্ত যাদব (Jayant Yadav)।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও, তা না করিয়ে ফের ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ২৬৩ রানের বিশাল লিড নিয়ে ইনিসং শুরু করে ভারতীয় দল। চমক দিয়ে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেনে আসেন চেতেশ্বর পুজারা। দুরন্ত শুরু করেন তারা। ওপেনিং জুটিতে ১০৭ রানের পার্টনারশিপ করেন দুজনে। দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করেন মায়াঙ্ক। তারপর দলগত প্রয়াসে ২৭৬ রানে ৭ উইকেটে পৌছায় টিম ইন্ডিয়া। বিপক্ষ দলকে চাপে ফেলতে এই রান যথেষ্ট হওয়ায় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে ভারত। প্রথম ইনিংসে ৩০ ওভারও ব্যাট করতে পারেনি নিউজিল্যান্ড দল, দ্বিতীয় ইনিংসেও সেই পুনরাবৃত্তি ঘটিয়ে রবিবারই সিরিজ জয়ের চেষ্টার বিরাট কোহলি অ্যান্ড কোং।