আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১ (ICC T20 World Cup 2021) ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। ২৪ অক্টোবর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ম্য়াচ দিয়ে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া (Team India। নতুন জার্সিতে দেখা যাবে বিরাট কোহলির (Virat Kohli) দলকে।
২০১৯ বিশ্বকাপে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ম্য়াচে নতুন কমলা জার্সি পড়ে খেলতে দেখা গিয়েছিল টিম ইন্ডিয়াকে (Team India)। তারপর গতবার অস্ট্রেলিয়া সফরের সময় শেষবার জার্সি পরিবর্তন হয়েছিল টিম ইন্ডিয়ার। ফিরিয়ে আনা হয়েছিল ১৯৯২ সালের সেই রেট্রো লুক। 'মেন ইন ব্লু'-র নীল রং হয়েছিল আরও গাড়। এবার সামনে টি২০ বিশ্বকাপ (T20 World Cup)। তার আগে ফের জার্সি পরিবর্তন হতে চলেছে বিরাট কোহলির (Virat Kohli) দলের। আরব আমিরশাহিতে টি২০ বিশ্বকাপে নতুন জার্সিতে দেখা যাবে ভারতীয় দলকে।
বিসিসিআইয়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ভারতীয় দলের নতুন জার্সির কথা। বর্তমানে ভারতীয় দলের কিট স্পনসর এমপিএল স্পোর্টস। তারাই ঠিক করেছে বিশ্বকাপে নতুন জার্সিতে দেখা যাবে বিরাট ব্রিগেডকে। যদিও কেমন হবে সেই জার্সি সেই বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু জানানো হয়নি। পুরোটাই চমকর হিসেবে রাখা হয়েছে। ১৩ অক্টোবর বিরাট কোহলিদের নতুন জার্সির উন্মোচন করা হবে। বিসিসিআইয়ের পক্ষ থেকে টুইটারে লেখা হয়,'যে মুহূর্তের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম! ১৩ই অক্টোবর বড় উন্মোচনেরর জন্য আমাদের সঙ্গে যোগ দিন। আপনি কি উত্তেজিত?'
টি২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। প্রথম ম্যাচেই তিরপ্রতীদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই বিশ্বকাপের মঞ্চে আরও একবার ভারত-পাক দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমিরা। চড়ছে উন্মাদনা ও উত্তেজনার পারদও। আর সেই মেগা ম্যাচেই নতুন জার্সি পড়ে খেলতে দেখা যাবে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাদের। আপাতত ১৩ অক্টোবর ভারতীয় দলের নতুন জার্সি কেমন হয় তা দেখার অপেক্ষায় গোটা দেশ।