শেষ দুই টেস্টের ভারতীয় দল ঘোষণা, দলে এলেন রোহিত ও নটরাজন

  • নতুন বছরে ভারতীয় দল ঘোষণা
  • শেষ দুই টেস্টের জন্য ঘোষিত দল
  • ৭ জানুয়ারি সিডিনিতে তৃতীয় টেস্ট
  • বর্তমানে টেস্ট সিরিজের ফলাফল ১-১
     

অ্যাডিলেড টেস্টে হারের পর ঘুড়ে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচে দুরন্ত জয় পেয়েছে অধিনায়ক অজিঙ্কে রাহানের দল। নতুন বছরের শুরুটা বেশ আনন্দের সঙ্গেই করেছে রাহান, পুজারা, বুমরা, অশ্বিনরা। যদিও নতুন বছরের শুরুর দিনও অনুশীলন করেছে ভারতীয় দল। আর নতুন বছরের প্রথম দিনেই আগামি দুই টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় টিম মেনেজমেন্ট।

 

Latest Videos

 

৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট ম্যাচ। অজিঙ্ক রাহানের নেতৃত্বে ১৮ জনের  দল ঘোষণা করা হয়েছে। সেই দলে উমেশ যাদবের বদলে সুযোগ পেয়েছেন ওয়ান ডে ও টি২০ সিরিজে নজরকাড়া পারফরমেন্য় করা টি নটরাজন। এছাড়াও দলের সঙ্গে যোগ দেওয়ার পর স্বাভাবিকভাবেই ১৮ জনের ঢুকেছেন রোহিত শর্মা। তাকে দলের সহ অধিনায়কও ঘোষমা করা হয়েছে।

এক নজরে দেখা নেওয়া যাক ভারতীয় দলের তালিকা-
 অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি, টি নটরাজন এবং শার্দুল ঠাকুর।

Share this article
click me!

Latest Videos

Firhad Hakim ও Siddiqullah Chowdhury-র আসল মতলব ফাঁস করলেন Suvendu Adhikari! দেখুন
লাভবান হওয়ার লোভ দেখিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা! তারপর যা হলো | Bidhannagar News | Kolkata News
বন্ধ ঘর থেকে এ কী বের করলো পুলিশ! লোমহর্ষক ঘটনা Barasat-এ | North 24 Parganas News Today
Mamata Banerjee Live: ভারতে ফেরা মৎস্যজীবীদের বিশেষ উপহার মমতার, দেখুন সরাসরি
নিজের জন্য কাঁচের প্রাসাদ বানাতে পারতাম, করিনি! দেশবাসীদের জন্য স্থায়ী বাড়ি দিয়েছি : PM Modi