IPL 2021, CSK vs PBKS - একাই টানলেন ডুপ্লেসিস, ধস সামলে লড়ার মতো রান তুলল সিএসকে

Published : Oct 07, 2021, 05:32 PM ISTUpdated : Oct 07, 2021, 06:02 PM IST
IPL 2021, CSK vs PBKS - একাই টানলেন ডুপ্লেসিস, ধস সামলে লড়ার মতো রান তুলল সিএসকে

সংক্ষিপ্ত

একা ফাফ ডুপ্লেসিস ৫৫ বলে ৭৬ রান করলেন। যার জোরে আইপিএল ২০২১-এর, ৫৩তম ম্যাচে, পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ২০ ওভারে ১৩৪/৬ রান তুলল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।

বৃহস্পতিবার, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২১-এর, ৫৩তম ম্যাচে, টসে জিতে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)-কে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাঞ্জাব কিংস (Punjab Kings) অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। আর শুরুর থেকেই দলের বোলাররা অধিনায়কের সিদ্ধান্তকে যোগ্য সম্মান জানিয়েছিলেন। ১২ ওভারে মাত্র ৬১ রানে সিএসকের ৫ উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু, ওপেন করতে নেমে, একদিকে একা কুম্ভ হয়ে লড়ে গেলেন ফাফ ডুপ্লেসিস (৫৫ বলে ৭৬)। যার জোরে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলল তারা, যা এই পিচে লড়ার মতো লক্ষ্যমাত্রা হতে পারে বলে মনে করা হচ্ছে। 

এদিন দুর্দান্ত বল করে গোটা পাঞ্জাব বোলিং ইউনিট। চতুর্থ ওভারেই ঋতুরাজ গায়কোয়াডকে (১২) ফিরিয়ে দিয়েছিলেন অর্শদীপ সিং। ষষ্ঠ ওভারে তাঁরই শিকার মইন আলি (০)। পরের ওভারেই রবিন উথাপ্পাকে (২) ফিরিয়ে দেন এদিন নিকোলাস পুরানের জায়গায় পাঞ্জাব দলেক প্রথম একাদশে আসা ক্যারিবিয়ান অলরাউন্ডার ক্রিস জর্ডন। নবম ওভারে তাঁর বলেই আউট হন আম্বাতি রায়ডু  (৪)।

এদিনও ব্যর্থ হলেন সিএসকে অধিয়ানক। ১৫ বলে ১২ রান করেন। রবি বিষ্ণোই-এর গুগলি বুঝতে না পেরে বোল্ড হয়ে যান তিনি। তাঁর পর নেমেছিলেন রবীন্দ্র জাদেজা। ১৭ বলে ১৫ রান করে অপরাজিত থাকলেন তিনি। তিনি একদিক ধরতেই অন্যদিকে চালাতে শুরু করেন ডুপ্লেসিস। ওপেন করতে নেমে একেবারে ১৯.৩ ওভার পর্যন্ত ব্যাট করলেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক। 

PREV
click me!

Recommended Stories

Australia vs England: জয়ের জন্য দরকার আর মাত্র ৪টি উইকেট, তৃতীয় টেস্টেও সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগ: হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান, অশান্তির মধ্যে আদৌ হবে খেলা?