বৃহস্পতিবার, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২১ (IPL 2021)-এ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)-এর বিরুদ্ধে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিল পাঞ্জাব কিংস (Punjab Kings)। সিএসকে দল অপরিবর্তিত থাকলেও, পাঞ্জাব দলে হল একটি পরিবর্তন।
বৃহস্পতিবার, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২১-এর, ৫৩তম ম্যাচে, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক কেএল রাহুল। তিনি জানালেন আগে বোলিং করবেন কারণ, সেই ক্ষেত্রে তাঁরা লক্ষ্যমাত্রা যেনে ব্যাট করতে পারবেন। তিনি আরও বলেন, তাদের মিডল অর্ডারে চেষ্টার খামতি না থাকলেও, মাঝে মাঝে তারা ব্যর্থ হচ্ছে। চাপের মুখে ভেঙে পড়ছে।
অন্যদিকে, চেন্নাইয়ের অধিনায়ক এমএস ধোনি বলেছেন, টসে জিতলেও তাঁরাই প্রথমে ব্যাট করতেন। কারণ উইকেট বেশ ভাল বলে মনে করেন তিনি। তার উপর দিনের খেলা বলে দুবাইয়ের গরমের মোকাবিলা করতে হবে। তাই আগে টসে হারাটা কোনও প্রভাব ফেলবে না।
এদিনও চেন্নাই সুপার কিং তাদের প্রথম একাদশ অপরিবর্তিত রেখেছে। তবে পাঞ্জাব দলে এদিন একটি পরিবর্তম হয়েছে। নিকোলাস পুরানের জায়গায় প্রথম একাদশে এসেছেন আরেক ক্যারিবিয়ান অলরাউন্ডার ক্রিস জর্ডন।
দেখে নেওয়া যাক এদিনের দিই দলের প্রথম একাদশ -
পাঞ্জাব কিংস - কেএল রাহুল (অধিনায়ক এবং উইকেটপক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, এইডেন মার্করাম, শাহরুখ খান, সরফরাজ খান, মোজেস হেনরিকস, হরপ্রীত ব্রার, ক্রিস জর্ডন, মহম্মদ শামি, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং।
চেন্নাই সুপার কিংস - ফাফ ডু প্লেসিস, ঋতুরাজ গায়কোয়াড, রবিন উথাপ্পা, মইন আলি, অম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জোশ হ্যাজলউড,