আইপিএল ২০২১ (IPL 2021)-এর ৩৮তম ম্যাচে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)-কে ১৬০ রানের লক্ষ্যমাত্রা দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শেষের দিকে দারু ক্যামিও ইনিংস খেললেন দীনেশ কার্তিক (Dinesh Katrthik)।
আইপিএল ২০২১ (IPL 2021)-এর ৩৮তম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)-কে ১৭২ রানের লক্ষ্যমাত্রা দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এদিন কেকেআর-এর শুরুটা খুব একটা ভাল হয়নি। প্রথম থেকেই একের পর এক উইকেট পড়তে থাকে। যার ফলে বড় কোনও জুটি গড়ে ওঠেনি। চেন্নাইয়ের পক্ষে শার্দুল ঠাকুর (৪-২০-২) এবং রবীন্দ্র জাদেজা (৪-২১-১) অনবদ্য বোলিং প্রদর্শন করেন।
টসে জিতে এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কেকেআর। আগের দুই ম্যাচে পরে ব্যাট করলেও, এদিন দিনের খেলা হওয়ায় শ্লথ পিচে পরে ব্যাট করা কঠিন। এই ভাবনা থেকেই আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছিলেন মর্গান। প্রথম থেকেই কেকেআর ইনিংস এদিন নড়বড় করেছে। প্রথম ওভারেই এলবিডব্লুর আবেদন উঠেছিল শুবমান গিলের (৫ বলে ৯) বিরুদ্ধে। সেই যাত্রায় রিভিউ নিয়ে বেঁচে গেলেও, পরের ওভারের প্রথম বলেই তিনি রান আউট হন।
এরপর মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের দুই নায়ক ভেঙ্কটেশ আইয়ার (১৫ বলে ১৮) এবং রাহুল ত্রিপাঠী (৩৩ বলে ৪৫) দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে শার্দুল ঠাকুরের প্রথম ওভারের প্রথম বলেই ধোনির হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান আইয়ার। এদিনও ব্যর্থ হন ইয়ন মর্গান (১৪ বলে ৮)। জস হেজেলউডের বলে ছয় মারতে গিয়ে বাউন্জারি লাইনে ধরা পড়েন তিনি। দুর্দান্ত ক্যাচ নেন ফাপ ডুপ্লেসিস।
এরপর রাহুল ত্রিপাঠীর সঙ্গে ক্রিজে যোগ দেন নিতিশ রানা (২৬ বলে ৩৩ অপরাজিত)। তবে, ১৭ তম ওভারে জাদেজার বলে রিভার্স সুইপ মারতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন ত্রিপাঠী। রাসেলের ব্যাটও এদিন চলেনি। ১৫তম ওভারে স্যাম কুরানের বলে ১৪ রান নেন তিনি। কিন্তু, তিনি জ্বলে ওঠার মুখেই ফের আঘাত হানেন শার্দুল। ১৫ বলে ২০ রান করে শার্দুলের বলে বোল্ড হয়ে যান তিনি।
তবে, এরপরই কেকেআর-এর দিনের সেরা জুটি গড়ে ওঠে নিতিশ রানা এবং দীনেশ কার্তিকের মধ্যে। ১১ বলে ২৬ রানের একটি দারুণ ক্যামিও ইনিংস খেললেন প্রাক্তন নাইট অধিনায়ক। শেষ ওভারে হেজেলউডের বলে আউট হওয়ার আগে ৩টি চার ও ১টি ছয় মারেন কার্তিক। যার ফলে ১৯ তম ওভারে স্যাম কুরানের বলে ১৯ রান আসে। জুটিতে উঠল ১৮ বলে ৩৫ রান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭১ রানেই শেষ হল কেকেআর-এর ইনিংস। নিতিশ রানা অপরাজিত থাকলেন ২৭ বলে ৩৭ করে।
এদিন সিএসকের হয়ে খেলেননি ব্রাভো। তাঁর বদলে আসা স্যাম কুরানের (৪-৫৬-০) দিনটা বল হাতে ভাল গেল না। হেজেলউড দুটি উইকেট পেলেও ৪ ওভারে ৪০ রান দেন তিনি। দীপক চাহার ৪ ওভারে দিয়েছেন ৩২ রান, উইকেট পাননি।