IPL 2021, KKR vs MI - রোহিত ফিরছেন, কেকেআর-এ কি হবে কোনও বদল - দুদলের সম্ভাব্য প্রথম একাদশ

আইপিএল ২০২১-এ বৃহস্পতিবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। কেমন হতে চলেছে দুই দলের প্রথম একাদশ?

আইপিএল ২০২১ (IPL 2021)-এ বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians-এর মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। লিগ টেবিলে কলকাতা আছে নিচের চার দলের মধ্য়ে অন্যদিকে মুম্বই উপরের ভাগে। তবে আইপিএল-এর দ্বিতীয়ভাগে দুই দলের শুরুটা হয়েছে একেবারে অন্যভাবে। আরসিবির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নাইড রাইডার্স যতটাই দাপটে জিতেছে,  সিএসকে-র বিরুদ্ধে ততটাই খারাপভাবে হারতে হয়েছে এমআই-কে। কলতাকার বিরুদ্ধে তারা জয়ে ফিরতে মরিয়া, অন্যদিকে একবার ছন্দ পাওয়ার পর, তা ধরে রাখতে চায় মর্গান বাহিনীও। দেখে নেওয়া যাক, এদিন কেমন হতে চলেছে দুই দলের প্রথম একাদশ - 

সিএসকে ম্যাচে, রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া - মুম্বইের দুই বড় তারকা প্রথম একদশে ছিলেন না। কেকেআর-এর বিরুদ্ধে অধিনায়ক রোহিত শর্মা প্রথম একাদশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে, তবে হার্দিককে এদিনও এমআই পাবে কিনা, তাই নিয়ে প্রশ্ন রয়েছে। তাই আরও একবার সিএসকে -র বিপক্ষে ভালো ব্যাট করা সৌরভ তিওয়ারি সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। এছাড়া বাকি দল সম্ভবত একই থাকবে। 

Latest Videos

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ

১) রোহিত শর্মা (অধিনায়ক)

২) কুইন্টন ডি কক

৩) সূর্যকুমার যাদব

৪) ইশান কিষান

৫) কায়রন পোলার্ড

৬) সৌরভ তিওয়ারি / হার্দিক পান্ডিয়া

৭) ক্রুণাল পান্ডিয়া

৮) রাহুল চাহার

৯) অ্যাডাম মিলনে

১০) জসপ্রিত বুমরা

১১) ট্রেন্ট বোল্ট

অন্যদিকে দুর্দান্ত জয় দিয়ে শুরু করা কেকেআর দল তাদের প্রথম একাদশে কোনও পরিবর্তন করবে বলে মনে হয় না। বিশেষ করে বোলিং বিভাগে তো হাতই দেওয়ার কথা ভাবা হচ্ছে না। তাই আগের দিনের প্রথম একাদশকেই খেলতে দেখা যেতে পারে। 

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ 

১) শুভমান গিল

২) ভেঙ্কটেশ আইয়ার

৩) নিতিশ রানা

৪) রাহুল ত্রিপাঠি

৫) ইয়ন মরগান (সি)

৬) দীনেশ কার্তিক (WK)

৭) আন্দ্রে রাসেল

৮) সুনীল নারাইন

৯) লকি ফার্গুসন

১০) প্রসিদ কৃষ্ণ

১১) বরুণ চক্রবর্তী

Share this article
click me!

Latest Videos

আচমকাই মাথায় ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের চাল! চাঞ্চল্য Canning-এর Basanti-তে | South 24 Parganas
'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury