IPL 2021, KKR vs RR - ফের শুবমানের অর্ধশতরান, শারজায় মরসুমের সবথেকে বড় স্কোর করল কেকেআর

আইপিএল ২০২১ (IPL 2021)-এ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)-এর বিরুদ্ধে ১৭১/৪ রান তুলল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ফের অর্ধশতরান করলেন শুবমান গিল (Shubman Gill)।

আইপিএল ২০২১-এর ৫৪তম ম্যাচে টসে জিতে কলকাতা নাইট রাইডার্স-কে (Kolkata Knight Riders) আগে ব্যাট করতে ডেকেছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। কিন্তু, তাদের সেই সিদ্ধান্ত সম্ভবত বুমেরাং হয়ে গেল। পরপর দুই ম্যাচে অর্ধশতরান করলেন শুবমান গিল। তিনি আর ভেঙ্কটেশ আইয়ার মিলে কেকেআর ইনিংসের শুরুটা খুব ভাল করেছিলেন। হাতে উইকেট থাকার দৌলতে পরের দিকে ব্যাটাররা হাত খুলে খেললেন। শেষ ১০ ওভারে প্রতি ওভারে ১০ করে রান উঠল। সব মিলিয়ে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান তুলল কেকেআর। যা শারজায় এই মরসুমের সবথেকে বড় স্কোর। এই পিচে এটাকে বেশ বড় লক্ষ্যমাত্রা বলে মনে করা হচ্ছে। 

কেকেআর ইনিংসের পর এদিন গাভাস্কার বললেন, কেকেআর ব্যাটারদের দেখে মনে হচ্ছিল ঘাড়ে ভূত চেপেছে, এতটাই অবিশ্বাস্য ভাল ব্যাট করলেন তাঁরা। শুরুতে শুবমান গিল (৪৪ বলে ৫৬) এবং ভেঙ্কটেশ আইয়ার (৩৫ বলে ৩৮) ১১ ওভারে ৭৯ রান তুলে দিয়েছিলেন। প্রথম ১০ ওভারে একটি উইকেটও না পড়ার ভরপুর সুযোগ নিলেন পরের ব্যাটাররা। শেষ ৯ ওভারে উঠল ৯২ রান উঠল।

Latest Videos

নীতিশ রানা (৫ বলে ১২), রাহুল ত্রিপাঠী (১৪ বলে ২১), দীনেশ কার্তিক (১১ বলে ১৪*) এবং ইয়ন মর্গান (১১ বলে ১৩*) - কেউই খুব বড় রান না করলেও, হাত খুলে মারলেন। শারজার এদিনের পিচ ডাবল পেসড, অর্থাৎ কোনও কোনও বল নিচু হয়ে যাচ্ছে, কোনও বল জোরে আসছে। এমনটাই জানিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। কাজেই এই পিচে ১৭২ রান তুলে জেতাটা মোটেই সহজ কাজ নয়। বিশেষ করে এর আগের ম্যাচেই এই পিচেই রাজস্থান রয়্যালস মাত্র ৯০ রান তুলতে পেরেছিল। 

রাজস্থান বোলারদের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন ক্রিস মরিস (৪-২৮-১), চেতন সাকারিয়া (৪-২৩-১), রাহুল তেওয়াটিয়া (১-১১-১) এবং গ্লেন ফিলিপ্স (১-১৭-১)।

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today