বুধবার, আইপিএল ২০২১ (ipl 2021)-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। কারা উঠবে ফাইনালে, কী বলছে জ্যোতিষশাস্ত্র (Astrological prediction)?
বুধবার, আইপিএল ২০২১ (ipl 2021)-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। একদিকে এই মুহূর্তে মনোবলের তুঙ্গে রয়েছে কেকেআর। অন্যদিকে, পরপর দুই ম্যাচ হেরে এই মুহূর্তে দারুণ চাপে আছে দিল্লি। তারা আরও একট সুযোগ পেয়েছে, লিগ পর্বে প্রথম হওয়ার কারণে। কিন্তু, এর পর আর সুযোগ থাকবে না। কী হবে আজ, কারা উঠবে ফাইনালে, কী বলছে জ্যোতিষশাস্ত্র (Astrological prediction)?
গ্রহের চার রাশির দশা অনুযায়ী এদিন দিল্লি ক্যাপিটালস-এর ব্যাটারদের মধ্যে সবথেকে বেশি সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে ওপেনার শিখর ধাওয়ানের। তাঁকে যোগ্য সঙ্গত দিতে পারেন শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ। এছাড়া বাকিদের জন্য গ্রহ-রাশির বিচারে কোনও ব্য়াটারর পক্ষে ভাল সঙ্কেত পাওয়া যাচ্ছে না।
বোলারদের মধ্যে গ্রহের চার রাশির দশার লক্ষণ অনুযায়ী দিল্লি ক্যাপিটালস-এর হয়ে এদিন সফল হওয়ার সম্ভাবনা রয়েছে জোরে বোলার আবেশ খান এবং কাগিসো রাবাডার। বাকি ডিসি বোলারদের সম্ভবত দিনটা ভাল যাবে না।
অলরাউন্ডার অক্ষর প্যাটেল বল ভাল করবেন। তিনি রান কম দেবেন। তবে বেশি উইকেট পাবেন না। ব্যাট হাতেও সফল হওয়ার সম্ভাবনা কম।
আরও পড়ুন - IPL 2021 - KKR'এর জার্সি ফেটে বেরোচ্ছে যৌবন, নারাইনের নতুন বউ-এর উষ্ণতায় ঘাম ঝরতে বাধ্য
এবার আসা যাক কেকেআর-এর প্রসঙ্গে। প্রথমেই জানিয়ে রাখি, এদিন গ্রহের চার রাশির দশা কিন্তু, অধিনায়ক ইয়ন মর্গানের জন্য শুভ সঙ্কেত দিচ্ছে। এদিন তিনি ফর্মে ফিরলে অবাক হওয়ার কিছু থাকবে না।
তবে, কেকেআর ব্যাটারদের মধ্যে উজ্জ্বল পারফরম্যান্স করার সম্ভাবনা রয়েছে ভেঙ্কটেশ আইয়ার এবং নিতিশ রানার। এছাড়া শেষের দিকে কিছুটা ভাল খেলতে পারেন দীনেশ কার্তিক। বাকি কেকেআর ব্যাটারদের গ্রহের চার রাশির দশা কোনও শুভ সঙ্কেত দিচ্ছে না। শুবমান গিল শুরুটা ভাল করলেও বড় রান পাবেন না।
বোলারদের মধ্যে ভাল পারফর্ম করতে পারেন জোরে বোলার লকি ফার্গুসন এবং রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। বাকি কোনও কেকেআর বোলারেরই গ্রহের চার রাশির দিশায় ভাল কোনও সঙ্কেত দেখা যাচ্ছে না।
অলরাউন্ডার সুনিল নারাইনের এখন সময় খুব ভাল যাচ্ছে। জ্যোতিষশাস্ত্র বলছে, এদিন ফের ব্যাটে-বলে সফল হতে পারেন তিনি।
এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। কোয়ালিফায়ার ম্যাচ জিতে এদিন ফাইনালে উঠবে কোন দল? গ্রহের চার রাশির দশার সঙ্কেত অনুযায়ী এদিন টসে জেতার সম্ভাবনা বেশি দিল্লি ক্যাপিটালস-এর, তবে ম্যাচের শেষে সম্ভবত শেষ হাসি হাসতে দেখা যাবে মর্গানকেই।