কোনও বিশ্রাম নয়, আইপিএলের জন্য অনুশীলন শুরু করে দিলেন বিরাট কোহলি

Published : Mar 29, 2021, 10:13 PM IST
কোনও বিশ্রাম নয়, আইপিএলের জন্য অনুশীলন শুরু করে দিলেন বিরাট কোহলি

সংক্ষিপ্ত

রবিবার শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজ আর একদিনও রেস্ট নিলেন না বিরাট কোহলি আইপিএলের জন্য অনুশীলন শুরু করলেন ভিকে আরসিবিকে প্রথমবার চ্যাম্পিয়ন করাই লক্ষ্য বিরাটের  

পিতৃত্বকালীন ছুটিতে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে দেশে ফিরেছিলেন বিরাট কোহলি। তারপর কন্যা সন্তানের বাবা হন ভারত অধিনায়ক। বেশ কিছু দিব ছুটি কাটিয়ে যোগ দিয়েছিলেন ভারতীয় দলে। ঘরের মাঠে টানা ৪টি টেস্ট, ৫টি ২০ ও ৩টি একদিনের ম্যাচ খেলেছেন বিরাট। মাঝে কয়েক দিনের গ্যাপ তারপরই শুরু হবে আইপিএল। ইতিমধ্যেই বিভিন্ন দলের তারকারা যোগ দিচ্ছেন তাদের ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে। খুব শীঘ্রই বিরাটও যোগ দেবেন আরসিবিতে।

আইপিএল শুরুর আগে সব তারকারা কিছুটা বিশ্রাম বা বিন্দাস মুডে কাটালেও, বিশ্রাম বলে কোনও শব্দ এই মুহূর্তে নেই বিরাট কোহলির অভিধানে। রবিবার ভারত-ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর সোমবার থেকেই ফিটনেস ট্রেনিং শুরু করে দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক।  সোশ্যাল মিডিয়ায় বিরাট নিজেই ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও পোস্ট করেন। টুইটারে পোস্ট করা শরীরচর্চার ভিডিওর ক্যাপশনে কোহলি লেখেন, ‘কোনও রেস্ট ডে নেই। এখান থেকে সবকিছুই এখন গতিশীল।’

 

 

দেশ হোক আর আইপিএল মাঠে যে নিজের একশো শতাংশ সেরাটা দেওয়ার চেষ্টা করেন বিরাট কোহলি, সেবিষয়ে কোনও সন্দেহ নেই। আর এবারের আপিএল তার কাছ প্রেস্টিজ ফাইাট। ১৩ মরসুম আরসিবির হয়ে খেললেও, দলকে একবারও চ্যাম্পিয়ন করতে পারেননি বিরাট। যা নিয়ে সমালোচনা কম হয়নি। এবার আরসিবি দলেও হয়েছে একাধিক পরিবর্তন। তাই যুদ্ধে নামার আগে সেনাপতি বিশ্রাম না নেওয়াটাই স্বাভাবিক। বিরাটের এখন পাখির চোখ আইপিএল চ্যাম্পিয়ন।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?
IND vs SA: অধিনায়ক কেএল রাহুল এবং ভারতীয় দলকে জরিমানা আইসিসির, আসল কারণ কী?