নতুন আরসিবি দল নিয়ে কী ভাবছেন বিরাট, ভিডিও বার্তায় দিলেন প্রতিক্রিয়া

  • এখনও বিরাটের দলের অধরা আইপিএল ট্রফি
  • একাধিক নতুন প্লেয়ারকে দলে নিয়েছে আরসিবি
  • তালিকায় রয়েছে কাইল জেমিসন, গ্লেন ম্যাক্সওয়েল
  • এবার নতুন দল  নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন কোহলি
     

১৩ বছর কেটে গেলেও এখনও আইপিএল ট্রফি অধরা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ২০২০ মরসুমে শেষ চার থেকে বিদায় নিতে হয় আরসিবিকে। তাই ২০২১ মরসুমে ট্রফি ঘরে তুলতে বদ্ধপরিকর তারা। নিলামের আগে একাধিক প্লেয়ারকে ছেড়ে দিয়ে নতুনভাবে দল গড়েছে আরসিবি। একাধিক তারকা প্লেয়ারকে দলে নিয়েছে বিরাট কোহলির দল। নতুন দল নিয়ে আত্মবিশ্বাসী আরসিবি অধিনায়কও। সোশ্যাল মিডিয়ায় দিলেন তার প্রতিক্রিয়াও। 

Latest Videos

আরসিবির নতুন দল নিয়ে সোশ্য়াল মিডিয়ায় বিরাট কোহলি জানিয়েছেন,'আইপিএল নিলামে আমাদের ফ্র্যাঞ্চাইজি বেশ ভালো পারফর্ম করেছে। দলে যে শক্তি ও সামঞ্জস্য দরকার ছিল সেটা এবার আমরা পেয়েছি। এবার শুধু আমাদের মাঠে নেমে ভালো খেলতে হবে।' নিজের দলের গতবারের পারফরমেন্স নিয়ে প্রশংসা করেছেন বিরাট কোহলি। বিরাট আরও বলেন,'গতবার আমরা ভাল খেলেছিলাম। তবে আরও ভাল করতে হবে। আশাকরি নতুন মরসুমে নতুন আরসিবি দেখা যাবে। আমরা আরও কয়েক ধাপ এগিয়ে যেতে পারব ও আমাদের স্বপ্নপূরণ করত পারব।'

 

 

এবার আইপিএল নিলামে একাধিক তারকা প্লেয়ারকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিউজিল্যান্ডের নতুন তারকা পেস বোলার কাইল জেমিসনকে দলে নিয়েছে বিরাটের দল। জেমিসন বিগ হিট করতেও সিদ্ধহস্তক। এছাড়াও অস্ট্রেলিয়ার তারকা টি২০ স্পেশালিস্ট গ্লেন ম্য়াক্সওয়েলকেও দলে নিয়েছে বআরসিবি। ভারতীয়দের মহম্মদ আজহার উদ্দিন,সচিন বেবি, রজত পতিদার, কোনা ভরত। ফলে নতুন দল নিয়ে বালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী আরসিবি টিম ম্যানেজমেন্টও।

Share this article
click me!

Latest Videos

'ওদের চোখের জলে ধ্বংস হয়ে যাবে মমতা' | Suvendu Adhikari | #shorts | #shortsvideo | #shortsfeed |
সোনারপুরে বসে কি ছক কষছিল ৫ বাংলাদেশী! গ্রেফতার হতেই পালাল বাড়ির মালিক | Sonarpur Latest News
'দুলাল সরকার খুনে দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
PM Modi Live : জম্মু- কাশ্মীরের সোনমার্গে প্রধানমন্ত্রী মোদী, সরাসরি | Asianet News Bangla Live
Suvendu Adhikari Live: স্যালাইন কাণ্ড নিয়ে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু, দেখুন সরাসরি