দিল্লি ম্যাচের আগে রাসেলের রুদ্রমূর্তি, নেটে আস্ত চেয়ার ভেঙে ফেললেন ক্য়ারেবিয়ান তারকা

Published : Apr 26, 2022, 05:52 PM IST
দিল্লি ম্যাচের আগে রাসেলের রুদ্রমূর্তি, নেটে আস্ত চেয়ার ভেঙে ফেললেন ক্য়ারেবিয়ান তারকা

সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) বিধ্বংসী ফর্মে রয়েছেন আন্দ্রে রাসেল (Andre Russell)। তবে দল চার ম্যাচ হেরে লিগ টেবিলে অনেকটাই পিছিয়ে পড়েছে। বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধে নামার আগে নেটে আরও একবার মাসেল পাওয়ার দেখালেন রাসেল।  

আইপিএল ২০২২-এ পরপর চারটি  ম্য়াচ হেরে লিগ টেবিলের ৮ নম্বরে নেমে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিযোগিতার শুরুতে একসময় লিগ টপে ছিল কেকেআর। কিন্তু টানা হারে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে শ্রেয়স আইয়রের দলের। এই পরিস্থিতিততে বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামতে চলেছে দুবারের আইপিএল চ্যাম্পিয়নরা। প্রথম পর্বের সাক্ষাতে দিল্লির কাছে ৪৪ রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল কলকাতাকে। এবার সেই হারের বদবা নেওয়ার পাশাপাশি প্রতিযোগিতায় জয়ে ফিরতে মরিয়া নাইটরা। দলে ব্যাটিং-বোলিং বিভাগের একাধিক ক্রিকেটারের ফর্ম নিয়ে সমস্যা থাকলেও আন্দ্রে রাসেল কিন্তু কার পুরোনো ছন্দে রয়েছে। দিল্লি ম্য়াচের আগে অনুশীলনে আরও একবার দেখা গেল রাসেলের সেই মাসেল পাওয়ার। 

দিল্লি ক্যাপিটালস ম্য়াচের আগে আন্দ্রে রাসেলের ব্য়াটিং অনুশীলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় কেকেআরের তরফ থেকে। যেখানে নেটেও বিধ্বংসী মেজাজে পাওয়া গিয়েছে আন্দ্রে রাসেলকে। অনুশীলনের সময়ে রাসেলের একটি দুরন্ত গতির শট মারেন, সেটি মাঠের মধ্যে থাকা একটি চেয়ারে গিয়ে লাগে। আর চেয়ারটি ভেঙে যায়। বলটি এত জোরে গিয়ে পড়েছিল যে চেয়ারে একটি বড় গর্ত তৈরি হয়ে যায়। ভিডিওটি শেয়ার করে কলকাতা ক্যাপশনে লিখেছে, 'মাসল রাসেলের কাণ্ডকারখানা দেখার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করুন।' ভিডিওটি শেয়ার করা মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ঝড় তুলেছে। রাসেসলের এমন শক্তি সকলকেই অবাক করেছে। এর আগেও রাসেলকে অনুষশীলনের সময় নানা জি মিস ভাঙতে দেখা গিয়েছে। 

 

 

আইপিএলে কেকেআরের অন্য ব্য়াটসম্য়ানরা ধারাবাহিকভাবে ফর্মে না থাকলেও আন্দ্রে রাসেল কিন্তু ব্য়াট হাতে দারুন ছন্দে রয়েছেন আন্দ্রে রাসেল। ২০২২ আইপিএলে রাসেল এখনও পর্যন্ত সাত ইনিংসে ২২৭ রান করেছেন। তিনি ১৮০.১৫ স্ট্রাইক রেট এবং ৪৫.৪০ গড়ে রান করেছেন। বল হাতেও প্রয়োজনের সময় উইকেট তুলে নিয়েছেন রাসেল। শেষ ম্য়াচও লাস্ট ওভারে বল করে নিয়েছিলেন ৪ উইকেট। দিল্লি ক্যাপিটালস ম্য়াচেও আরও একবার জ্বলে উঠতে মরিয়া আন্দ্রে রাসেল। দলকে জয়ের  রাস্তায় ফেরাতে চাইছেম ক্যারেবিয়ান তারকা। তাই অনুশীলনেও বাড়তি ঘাম ঝড়িয়েছেন  তিনি। বৃহস্পতিবার ম্য়াচের আগে কেকেআরের শেয়ার করা রাসেলের মাসেল পাওয়ারের ভিডিও একটু হলেও হাসি ফুটিয়েছে সমর্থকদের মনে। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে