মইন আলি ছাড়া ব্যর্থ সিএসকের ব্যাটিং, জয়ের সানরাইজার্সের টার্গেট ১৫৫

শনিবার আইপিএলে মুখোমুখি  চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (CSK vs SRH)। আইপিএল ২০২২ (IPL 2022) -এ প্রথম জয় পেতে মরিয়া রবীন্দ্র জাদেজা ও কেন উইলিয়ামসনের দল। প্রথমে ব্যাট করে ১৫৪ রান করল সিএসকে।
 

আইপিএল ২০২২-এর গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলই এই মরসুমে তাদের প্রথম জয়ের খোঁজে। কিন্তু হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে খুব বড় স্কোর করতে পারল না রবীন্দ্র জাদেজার দল। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে  ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করে চেন্নাই সুপার কিংস। ইয়োলো আর্মির হয়ে সর্বোচ্চ ৪৮ রানের স্কোর করেন মইন আলি। এছাড়া ২৭ রান করেন অম্বাতি রায়ডু ও ২৩ রান করেন অধিনায়ক জাদেজা। সিএসকের বাকি ব্য়াটিং লাইন এদিন ব্যর্থ হন। সানরাইজার্স হায়দরবাদের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর ও টি নটরাজন।

 

Latest Videos

 

ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের। পাওয়ার প্লের মধ্যেই দলের দুই ওপেনার প্যাভেলিয়নে ফেরত যান। ২৫ রানের পার্টনারশিপ করার পর প্রথম উইকেট পড়ে সিএসকের। ওয়াশিংটন সুন্দরের বলে ১৫ রান করে আউট হন রবিন উথাপ্পা। এরপর দ্বিতীয় উইকেট  পড়ে চেন্নাইয়ের ৩৬ রানে। ১৬ রান করে টি নাটরাজনের বলে আউট হন রুতুরাজ গায়কোয়াড়। এরপর দলের ইনিংসের রাশ ধরেন মইন আলি ও অম্বাতি রায়ডু। প্রথমে একটু ধীর গতিতে শুরু করলেও সেট হতেই একের পর এক শট খেলা শুরু করেন মইন আলি ও অম্বাতি রায়ডু। দুজন মিলে নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন। তারপর যখনও রানের গতিবেগ বাড়ানো শুরু করেছিলেন আলি ও রায়ডু তখনই ফের উইকেট পড়ে সিএসকের। ৬২ রানের পার্টনারশিপ করার পর ৯৮ রানে তৃতীয় উইকেট পড়ে। ২৭ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন অম্বাতি রায়ডু। পার্টনারশিপ ভাঙতেই বেশি সময় ক্রিজে থাকেননি মইন আলি। দলের ১০৮ রানের মাথায় আইডেন মার্করামের বলে বিগ হিট করতে গিয়ে ব্যক্তিগত ৪৮ রানে আউট হন মইন আলি। 

 

 

অম্বাতি রায়ডু ও মউন আলি আউট হতেই ফের চাপে পড়ে যায় চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইনআপ। রানের গতিবেগ একেবারে কমে যায়। ১১০ রানে ফের উইকেট পড়ে। ৩ রান করে টি নটরাজনের বলে আউট হন শিবম দুবে। এরপর এদিন ব্য়াট হাতে ব্যর্থ হন সিএসকের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনিও। ১২২ রানে ষষ্ঠ উইকেট পড়ে সিএসকের। ৩ রান করে মার্কো জানসেনের বলে আউট হন এমএস ধোনি। যদিও শেষে দিকে কিছুটা রানার গতিবেগ বাড়ান রবীন্দ্র জাদেজা। ছোট হলেও ১৫ বলে ২৩ রানের দরকারি  ইনিংস খেলে আউট হন জাড্ডু। তার শিকার করেন ভুবনেশ্বর কুমার। শেষ পর্যন্ত ডয়েইন ব্রাভো ৮ রান করে অপরাজিত থাকে ও ক্রিস জর্ডান অপরজিত থাকেন ৬ রানে। ওয়াশিংয়টন সুন্দর ও টি নটরাজনের ২ উইকেট ছাড়াও ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন ও আইডেন মার্করাম। জয়ের জন্য সানরাইজার্স হায়দরাবাদের টার্গেট ১৫৫ রান।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed