আইপিএল ২০২২ (IPL 2022) -এ সোমবার মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস (DC vs PBKS)। দুই দলই তাদের শেষ ম্য়াচে জয় পেয়েছে। শেষ চারে ওঠার লক্ষ্য টানা দ্বিতীয় জয় পেতে মরিয়া ঋষভ পন্থ ও মায়াঙ্ক আগরওয়ালের দল।
সোমবার আইপিএলের মেগা ফাইটে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস। শেষ চারে ওঠার লড়াইয়ে এই ম্য়াচ খুবই গুরুত্বপূর্ণ ঋষভ পন্থ ও মায়াঙ্ক আগরওয়ালের দলের কাছে। বর্তমানে ১২ ম্য়াচে ৬টি জয় ও ৬টি হার ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অপরদিকে, সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় সপ্তম স্থানে রয়েছে পঞ্জাব কিংস। দুই দলের ক্ষেত্রেই আজকের ম্যাচ ডু অর ডাই। একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই দল। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
জিততে মরিয়া দিল্লি ক্যাপিটালস-
ধারাবাহিকতার অভাব দিল্লি ক্যাপিটালস দলের প্রধান সমস্যা। এখনও পর্যন্ত টানা দুটি ম্যাচে জয়ের মুখ দেখেনি ঋষভ পন্থের দল। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সহজ জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে দিল্লির। ব্য়াটিং লাইনআপে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শরা বড় রান করায় দল কিছুটা স্বস্তিতে রয়েছে। ধারাবাহিকতার অভাব থাকলেও রানে ফিরতে মরিয়া ললিত যাদব, ঋষভ পন্থ, রভম্যান পাওয়েলরা। বল হাতে শার্দুল ঠাকুর, চেতন সাকারিয়া, আনরিখ নকিয়া, মিচেল মার্শ, কুলদীপ যাদবদের ফর্ম ঙরসা দিচ্ছে দলকে। সব মিলিয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেয়ে শেষ চারের আরও কাছে যেতে মরিা দিল্লি।
লড়াই দিতে প্রস্তুত পঞ্জাব-
দিল্লির মতই পঞ্জাব কিংস দলের এবার আইপিলের প্রধান সমস্যা ধারাবাহিকতার অভাব। একটি জয় ও একটি হার এইভাবেই এখনও পর্যন্ত চলেছে মরসুম। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে জয়ের পর ফের দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে টানা দ্বিতীয় জয় পেতে মরিয়া মায়াঙ্ক আগরওয়ালের দল। শিখর ধওয়ান, ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোনদের ব্য়াট হাতে রানের মধ্যে থাকা স্বস্তিতে রেখেছে দলকে। মায়াঙ্ক আগরওয়াল বড় রান করার জন্য মুখিয়ে রয়েছে। জনি বেয়ারস্টোও রানে ফিরেছেন। বল হাতে দারুণ ফর্মে রয়েছেন কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, ঋষি ধওয়ানরা, রাহুল চাহাররা। দিল্লির বিরুদ্ধে জয় পেতে বদ্ধপরিকর পঞ্জাব কিংস।
পিচ রিপোর্ট-
দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংসের মধ্যে ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। এখানকার পিচ ব্যাটিং সহায়ক। তবে স্পিনাররাও কিছুটা সাহায্য পাবে উইকেট থেকে। রাতের খেলা হওয়ায় শিশির সমস্য়ার বিষয়টি মাথায় রাখতে হবে। দ্বিতীয় ব্যাটিংয়ের সময় শিশিরের একটা বড় ভূমিকা থাকবে। ফলে রান চেজ করা সময় উইকেট ব্যাটসম্য়ানদের আরও সহায়ক হয়ে উঠবে। সমস্যা হবে বোলারদের। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তকে সঠিক মনে করা হচ্ছে।
ম্য়াচ প্রেডিকশন-
ঋষভ পন্থ ও মায়াঙ্ক আগরওয়ালের দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলত ম্যাচের ভাগ্য নির্ধারিত করতে পারে। খাতায় কলমে দুই দলে ব্য়াটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে খুব একটা তফাৎ নেই দুই দলের। দুই দলের সাম্প্রতিক ফর্মও এক। তাই আজকের ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি। রাতের খেলায় টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও আজকের ম্য়াচে পঞ্জাবকেই কিছুটা এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।