বহুলপ্রচারিত ক্রিকেট ওয়েব সাইট দাবি করেছে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ তাদের পুরনো দলের হয়েই খেলবেন।
মঙ্গলবার রাতের দিকে আইপিএল 2022 (IPL 2022)-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে আটটি ফ্র্যাঞ্চাইজি। আইপিএলএর মেগা নিলামের আগে সর্বাধিক চার জন ক্রিকেটারকে ধরে রাখতে পারেন আগের দল। আজ বেলা ১২টায় শেষ হবে সেই সময়সীমা। রাত ৯টা সরকারিভাবে জানান হবে কোন ক্রিকেটার কোন দলের হয়ে খেলবেন। শোনা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), বিরাট কোহলি (Virat Kohali), রোহিত শর্মারা (Rohit Sharma) খলবেন তাদের পুরনো দলের হয়েই। এই তালিকায় রয়েছেন আরও বেশ কয়েকজন ক্রিকেটার।
বহুলপ্রচারিত ক্রিকেট ওয়েব সাইট দাবি করেছে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ তাদের পুরনো দলের হয়েই খেলবেন। এখনও পর্যন্ত যাদের নাম চূড়ান্ত হয়েছে তারা হলেন, চেন্নাই সুপার কিংসএর থাকছেন রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াড, মঈন আলি। কলকাতা নাইট রাইডার্সে থাকছেন সুনীল নারিন, আন্দ্র রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার। সানরাইজ হায়দরাবাদে কেন ইউলিয়ামস। মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ। রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল। আর দিল্লি ক্যাপিটালসে ঋষভ পন্থ, পৃথ্বী শ, অক্ষক প্যাটেল আর আনরিখ নারকিয়া। রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামনস।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে আটটি ফ্যাঞ্চাইজিকেই তাদের পুরনো ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে। যেসব ক্রিকেটারদের তাঁরা নিলামে চড়াবেন না। প্রতিটি ফ্রাঞ্চাইজি খেলোয়াড়দের ধরে রাখার জন্য ৯০ কোটি টাকার মধ্যে সর্বোচ্চ ৪২ কোটি টাকা খরচ করতে হবে। আইপিএল-এর দল গঠনের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ৯০ কোটি টাকা খরচ করতে পারে।
চেন্নাই সুপার কিং-এর অধিনায়ক ধোনি কখনোই নিলামে যাননি। যখন তার ফ্র্যাঞ্চাইজিকে লিগ থেকে স্থগিত রাখা হয়েছিল তখন তিনি পুনে সুপার জায়েন্টসে যোগ দিয়েছিলেন। কোহলিও নিলামের অংশ হননি। ২০০৮ সাল থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর তাঁকে অনূর্ধ্ব ১৯ এর ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছিল।