KKR vs DC- শ্রেয়সের কেকেআর না পন্থের দিল্লি, পরিসংখ্যানে কে এগিয়ে এই দলের মধ্যে, দেখুন ইতিহাস

আজ আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস (KKR v DC)।  হারের ধাক্কা ভুলে জয়ে ফিরতে মরিয়া শ্রেয়স আইয়র আর ঋষভ পন্থের দল। ম্য়াচের আগে দেখে নিন দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান।
 

বৃহস্পতিবার আইপিএলে বদলার ম্য়াচে মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতি পক্ষ দিল্লি ক্যাপিটালস। প্রথম পর্বের সাক্ষাতে ঋষভ পন্থের দলের কাছে ৪৪ রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল শ্রেয়স আইয়রের দলকে।  ফলে আজকের ম্য়াচে প্রথম পর্বের হারের বদলা নেওয়ার পাশাপাশি প্রতিযোগিতায় ঘুড়ে দাঁড়ানোর লড়াই কেকেআরের সামনে। কিন্তু মেগা ম্যাচে নামার আগে দুই দলই প্রতিযোগিতায় খুব একটা ভালো জায়গায় নেই। টানা চারটি ম্য়াচ হেরে শেষ চারে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে নাইটদের। ৮টি ম্য়াচের মধ্যে ৩টিতে জিতে লিদ টেবিলের ৮ নম্বরে রয়েছে কলকাতা। অপরদিকে একই অবস্থা দিল্লি ক্যাপিটালসেরও। ধারাবাহিতকতার অভাবে ৭টি ম্যাচের মধ্যে ৩টিতে জিতে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে দিল্লি। ফলে জয় ছাড়া গতি নেই ঋষভ পন্থের দলরে সামনেও। আরও একটি হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

প্রথম পর্বের সাক্ষাতে কেকেআরকে হারতে হলেও দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান কিন্তু কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে ও আত্মবিশ্বাস বাড়াচ্ছে শ্রেয়স আইয়রের দলের। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস (আগে নাম ছিল দিল্লি ডেয়ার ডেভিলস) মোট ৩১ বার একে অপরের মুখোমুখি হয়েছে। সেখানে লড়াই হাড্ডাহাড্ডি হলেও কিছুটা এগিয়ে রয়েছে কেকেআর। ৩১টি ম্য়াচের মধ্যে ১৬টি-তে জিতেছে বর্তমান অধিনায়ক শ্রেয়স আইয়রের দল। অপরদিকে, বর্তমান অধিনায়ক ঋষভ পন্থের দল জিতছে ১৪টি ম্য়াচ। ২টি ম্য়াচ বেশি জিতেছে কেকেআর। আর একটি ম্য়াচ অমীমাংসীত রয়েছে। 

Latest Videos

দু দলের শেষ ৫ ম্যাচের পরিসংখ্যানেও কিন্ত একটু এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ৫ ম্য়াচের মধ্যে ৩টিতে জয় পেয়েছে দুবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর ও ২টিতে জয় পেয়েছে এখনও আইপিএলের প্রথম ট্রফির খোঁজে থাকা দিল্লি ক্য়াপিটালস। আজকের ম্য়াচে একদিকে যেন জিতে প্রথম পর্বে হারের বদলা ও পরিসংখ্যান আরও কিছুটা ভালো করা, একইসঙ্গে শেষ চারে ওঠার রাস্তা মসৃণ করার সুযোগ রয়েছে নাইটদের সামনে। অপরদিকে পরিসংখ্যানে কেকেআরের আরও কাছে যাওয়া ও এবারের আইপিএল জয়ে ফিরতে মরিয়া দিল্লি।

প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস ম্য়াচ হতে চলছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কেকেআর ও দিল্লি  দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে, যারা একার ক্ষমতায় ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে পারে।  দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার শ্রেয়স আইয়র ও ঋষভ পন্থের দলের মধ্যে খুব একটা তফাৎ নেই। সাম্প্রতিক ফর্মও দুই দলেরই একই। ফলে আজকের ম্য়াচে যেই দল টস জিতবে তাদেরকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

আরও পড়ুনঃKKR vs DC- কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস, কে জিততে পারে ম্যাচ, জানুন বিস্তারিত

আরও পড়ুনঃKKR vs DC- কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস ম্য়াচে কেমন হতে পারে দুই দলের একাদশ, দেখে নিন এক নজরে

আরও পড়ুনঃআইপিএলের মাঝেই বউ-মেয়েদের ছাড়তে হল ডেভিড ওয়ার্নারকে, কিন্তু কারণটা কী

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
আঁতকে ওঠা দৃশ্য! মাটি খুঁড়তে গিয়ে এ কী বেরিয়ে গেল! আতঙ্কে নদীয়ার হবিবপুর! | Nadia News Today
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh