সংক্ষিপ্ত
আজ আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস (KKR v DC)। হারের ধাক্কা ভুলে জয়ে ফিরতে মরিয়া শ্রেয়স আইয়র আর ঋষভ পন্থের দল।
আইপিএল ২০২২-এর মেগা ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। প্রতিযোগিতার মাঝ পথে এসে অনেকটাই ছন্দ হারিয়েছে শ্রেয়স আইয়র ও ঋষভ পন্থের দল। পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাব একের পর এক হারে শেষ চারে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়েছে দুই দলের। বর্তমানে ৭ টি ম্য়াচের মধ্যে তিনটিতে জিতে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অপরদিকে আটটি ম্যাচের মধ্যে ৩টিতে জিতে লিগগ টেবিসলের অষ্টম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ চারটি ম্য়াচ পরপর হেরে কেকেআরের সমস্যাটা আরও বেশি। এই পরিস্থিতিতে জয়ে ফিরতে মরিয়া দুই দল।
ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্যে কেকেআর-
পরপর চারটি ম্যাচ হারের পর এবার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কেকেআরের। এখন ঘুড়ে দাঁড়াতে না পারলে নক আউটে যাওয়ার রাস্তা যে আরও কঠিন হবে তা ভালো করেই জানেন শ্রেয়স আইয়র, ব্র্যান্ডন ম্যাকালামরা। শেষ ম্য়াচে গুজারাটের বিরুদ্ধে লড়াই করেও হারতে হয়েছে নাইটদের। স্যাম বিলিংস,শ্রেয়স আইয়রদের ব্য়াট হাতে ধারাবাহিকতার অভাব চিন্তা বাড়িয়েছে টিম ম্য়ানেজমেন্টের। তলবে রিঙ্কু সিংয়ের ফর্ম ও ব্য়াটে-বলে রাসেলের অনবদ্য পারফরম্যান্স দলকে স্বস্তিতে রেখেছে। বোলিং লাইনআপে সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদবরা ছন্দে থাকলেও বরুণ চক্রবর্ত্রী অফ ফর্ম ভাবাচ্ছে দলকে। তবে যাবতীয় ভুল-ত্রুটি শুধরে নিয়ে দিল্লির বিরুদ্ধে জয়ে ফিরতে ও প্রথম পর্বের হারের বদলা নিচে মরিয়া কেকেআর।
জয়ে ফিরতে মরিয়া দিল্লি ক্যাপিটালস-
কেকেআর মত টানা হার নয়, ধারাবাহিকতার অভাব দিল্লি ক্যাপিটালস দলের অন্যতম বড় সমস্যা। কারণ এই মরসুমে একটি হার ও একটি জয় এইভাবেই চলছে ঋষভ পন্থের দল। শেষ চারে উঠতে হলে ধারাবাহিকভাবে জয়ে ফিরতে মরিয়া দিল্লি। তবে দিল্লির পক্ষে স্বস্তির খবর হল ব্যাট হাতে ছন্দে রয়েছেন পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ, ললিত যাদব, রভম্যান পাওয়েলরা। শুধু বড় ইনিংস খেলার অপেক্ষায়। তবে বোলিং লাইনআপে কুলদীপ যাদব ছাড়া অন্য়ান্য সব বোলাররাই ধারাবাহিকতার অভাবে ভুগছে। নেটে ক্রিকেটারদের নিয়ে বাড়তি সময় কাটিয়েছেন কোচ রিকি পন্টিং। সব মিলিয়ে কেকেআরের বিরুদ্ধে প্রথম পর্বের জয় আত্মবিশ্বস নিয়ে দ্বিতীয় পর্বেও ২ পয়েন্ট ঘরে তুলতে মরিয়া দিল্লি ক্যাপিটালস।
পিচ রিপোর্ট-
কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস ম্য়াচ হতে চলছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখানকার উইকেট ব্য়াটসম্য়ানদের জন্য সহায়ক হলেও স্পিনাররাও সাহায্য পেয়ে থাকে। হাইস্কোরিং খেলা হওয়ার সম্ভাবনাই এখানে বেশি। তবে রাতের খেলা হওয়ায় শিশির সমস্যার বিষয়টি মাথায় রাখতে হবে দুই দলের অধিনায়ককে। টস জিতে ফিল্ডিং করাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
ম্য়াচ প্রেডিকশন-
কেকেআর ও দিল্লি দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে, যারা একার ক্ষমতায় ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে পারে। দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার শ্রেয়স আইয়র ও ঋষভ পন্থের দলের মধ্যে খুব একটা তফাৎ নেই। সাম্প্রতিক ফর্মও দুই দলেরই একই। ফলে আজকের ম্য়াচে যেই দল টস জিতবে তাদেরকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।