
আইপিএল ২০২২-এর গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। ম্য়াচে টস ভাগ্য সাথ দিল কেকেআরের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক শ্রেয়স আইয়র। রাতের খেলায় ডিউ সমস্যার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কেকেআর অধিনায়ক। প্রথমে বোলারদের সুবিধা দেওয়ার জন্য ও পরে রাতের দিকে ব্য়াটসম্যানদের সুবিধা দিতেই এই সিদ্ধান্ত। আজকের ম্য়াচে কেকেআর দলে একটি পরিবর্তন হয়েছে। অমন খানের জায়গায় দলে ফিরেছেন শিবম মাভি। অপরদিকে রাজস্থান রয়্যালস দলে তিনটি পরিবর্তন হয়েছে। জিনি নিশামের জায়গায় দলে ফিরেছেন ট্রেন্ট বোল্ট, কুলদীপ সেনের জায়গায় খেলছেন ওবেড ম্যাককয়, রাসি ভ্য়ান ডার ডুসেনের জায়গায় খেলছেন করুণ নায়ার।
এবার আইপিএলে সবথেকে শক্তিশালী দলগুলির মধ্যে অন্যতম হল রাজস্থান রয়্যালস। দলের ব্য়াটিং-বোলিং বিভাগে একাধিক ম্য়াচ উইনার রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আজকের ম্য়াচে রাজস্থানের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে রয়েছেন জস বাটলার ও দেবদূত পাড়িকল। মিডল অর্ডারে খেলতে দেখা যাবে সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক, অধিনায়ক), শিমরন হেটমায়ার ও করুণ নায়ারকে। দলে অলরাউন্ডারের ভূমিকায় খেলবেন রিয়ান পরাগ। স্পিন অ্য়াটেকে দলকে ভরসা দেবেন দুই ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহল। পেস অ্য়াটাকে থাকছেন ট্রেন্ট বোল্ট , প্রসিদ্ধ কৃষ্ণা ও ওবেড ম্য়াককয়।
আজকের ম্য়াচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে ওপেনিংয়ে রয়েছেন ভেঙ্কটেশ আইয়র ও অ্যারন ফিঞ্চ। দলের মিডল অর্ডারে খেলছেন শ্রেয়স আইয়র (অধিনায়ক), নীতিশ রানা ও উইকেট রক্ষক-ব্য়াটসম্য়ান হিসেবে শেলডন জ্যাকসন। দলে অলরাউন্ডার ও হার্ড হিটারের ভূমিকায় খেলছেন আন্দ্রে রাসেল। স্পিন অ্যাটাকে নেতৃত্ব দেবেন কেকেআরে দুই মিস্ট্রি স্পিনার সুনীল নারিন, বরুণ চক্রবর্তী। দলের পেস বোলিং লাইনআপে রয়েছেন প্য়াট কামিন্স, উমেশ যাদব ও শিবম মাভি।
প্রসঙ্গত, এবারের মরসুমের শুরুটা কিন্তু ভালোই করেছিল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। প্রথম চারটির মধ্যে তিনটি ম্য়াচ জিতে ভালো জায়গায় ছিল শ্রেয়স আইয়রের দল। কিন্তু শেষ দুটি ম্যাচে দিল্লি ও হায়দরাবাদের কাছে হার লিগ টেবিলে ছয় নম্বরে ঠেলে দিয়েছে নাইটদের। অপরদিকে, এবারের আইিপএলের অন্যতম শক্তিশালী দল রাজস্থান। ৫টি মধ্যে তিনটি জিতে লিগ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে সঞ্জু স্যামসনের দল। শেষ ম্য়াচে গুজরাটের কাছে হারের ধাক্কা ভুলে জয়ে ফিরতে মরিয়া রয়্যালসরা। ফলে আজ হাড্ডা হাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।