আইপিএল ২০২২-এ কেকেআরের পূর্ণাঙ্গ সূচি, দেখে নিন এক ঝলকে

আইপিএল ২০২২ (IPL 2022) -এর সম্পর্ণ সূচি ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। ২৬ তারিখ শুরু আইপিএল (IPL)। প্লে অফ ও ফাইনালের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। প্রথম ম্য়াচে মুখোমুখি সিএসকে (CSK) ও কেকেআর (KKR)। দেখে নিনি কেকেআরের সম্পূর্ণ সূচি।
 

আইপিএল ২০২২ (IPL 2022) -এর সূচি ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। আর প্রথম ম্য়াচেই মাঠে নামছে বাংলার প্রাণের দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আইপিএলের দ্বিতীয় মরসুম থেকেই প্রথম ম্য়াচে মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন ও রানাার্সআপ দল। সেই নিয়মেই এখনও চলছে ভারতের কোটিপতি লিগ। তাই এবার এবার প্রথম ম্য়াচেই এমএস ধোনি ও শ্রেয়স আইয়রের মেগা ফাইট দিয়ে হবে আইপিএল ২০২২-এর উদ্বোধন। গতবারের ফাইনালের পুনরাবৃতত্তিকে ঘিরে কেকেআর ও সিএসকে সমর্থকদের মধ্যে উন্মাদনা। 

 

Latest Videos

 

২৬ মার্চ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে কেকেআর। ৩০ মার্চ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবেন শ্রেয়স আয়াররা। ১ এপ্রিল ওয়াংখেড়েতে খেলা পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ৬ এপ্রিল পুণের এমসিএ স্টেডিয়ামে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে কলকাতা। ১০ এপ্রিল ব্রেবোর্ন স্টেডিয়ামে কলকাতার খেলা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ১৫ এপ্রিল সেই মাঠেই নাইটদের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। ১৮ তারিখ ব্রেবোর্নেই রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে নামবেন শ্রেয়সরা। ২৩ এপ্রিল ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গুজরাত টাইটানসের মুখোমুখি কেকেআর। ২৮ তারিখ ফের ওয়াংখেড়েতে ফিরবেন শ্রেয়সরা। দিল্লির বিরুদ্ধে খেলা কলকাতার। ২ মে সেখানেই রাজস্থানের বিরুদ্ধে খেলবে কেকেআর। ৭ তারিখ পুণেতে লখনউ, ৯ তারিখ ডিওয়াই পাটিলে মুম্বই, ১৪ মে ফের পুণেতে হায়দরাবাদ ও ১৮ মে ডিওয়াই পাটিলে লখনউয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্য়াচ খেলবেন শ্রেয়সরা। ২২ মে পঞ্জাব কিংস ও হায়দরাবাদের মধ্যে হবে গ্রুপের শেষ ম্যাচ। গ্রুপ পর্বে ১০ এপ্রিল ও ২৩ এপ্রিল গুজরাট ম্য়াচ দুপুরে  এছাড়া কেকেআর সব ম্যাচ সন্ধে বেলায়।

 

 

কলকাতা নাইট রাইডার্সের লিগ পর্বের সূচি-
১. ২৬ মার্চ: বনাম চেন্নাই (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
২. ৩০ মার্চ: বনাম আরসিবি (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)
৩. ১ এপ্রিল: বনাম পঞ্জাব (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
৪. ৬ এপ্রিল: বনাম মুম্বই (পুণে, ৭টা ৩০)
৫. ১০ এপ্রিল: বনাম দিল্লি (ব্র্যাবোর্ন, ৩টা ৩০)
৬. ১৫ এপ্রিল: বনাম হায়দরাবাদ (ব্র্যাবোর্ন, ৭টা ৩০)
৭. ১৮ এপ্রিল: বনাম রাজস্থান (ব্র্যাবোর্ন, ৭টা ৩০)
৮. ২৩ এপ্রিল: বনাম গুজরাট (ডিওয়াই পাতিল, ৩টা ৩০)
৯. ২৮ এপ্রিল: বনাম দিল্লি (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
১০. ২ মে: বনাম রাজস্থান (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
১১. ৭ মে: বনাম লখনউ (পুণে, ৭টা ৩০)
১২. ৯ মে: বনাম মুম্বই (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)
১৩. ১৪ মে: বনাম হায়দরাবাদ (পুণে, ৭টা ৩০)
১৪. ১৮ মে: বনাম লখনউ (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)

প্রসঙ্গত, যথেষ্ট শক্তিশালী দল গড়েছে কেকেআর। নিলামের আগে কেকেআর মোট ৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছিল। তাঁরা হলেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী ও বেঙ্কটেশ আইয়ার। তাঁরা ছাড়া নিলাম থেকে আরও ২১ জন ক্রিকেটারকে নিয়েছে কেকেআর। সব মিলিয়ে ২৫ জনের দল গড়ল তারা। মোট ৮৯ কোটি ৫৫ লক্ষ টাকা খরচ করেছে নাইট শিবির। নিলামের শেষে ৪৫ লক্ষ টাকা হাতে পড়ে রয়েছে তাদের।  এক ঝলকে দেখে নিন কেকেআরের সম্পূর্ণ দল।

কলকাতা নাইট রাইডার্স (Kolkata knight Riders)-

রিটেন করা ক্রিকেটার –আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার 

ব্যাটসম্য়ান: শ্রেয়াস আইয়ার (৭কোটি), অজিঙ্কা রাহানে (১ কোটি), রিংকু সিং (৫৫ লক্ষ), অ্যালেক্স হেলস (১.৫ কোটি), অভিজিৎ তোমর (৪০ লক্ষ), রমেশ কুমার (২০ লক্ষ), প্রথম সিং (২০ লক্ষ)

উইকেট রক্ষক: শেলডন জ্যাকসন (৬০ লক্ষ), স্যাম বিলিংস (২ কোটি), বাবা ইন্দ্রজিৎ (২০ লক্ষ)

অলরাউন্ডার: আন্দ্রে রাসেল (১২ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), নীতীশ রানা (৩.৪ কোটি), শিবম মাভি (৭.২৫ কোটি), মহম্মদ নবী (১ কোটি), অনুকূল রায় (২০ লক্ষ), চমিকা করুনারত্নে (৫০ লক্ষ), আমান খান (২০ লক্ষ)

স্পিনার: বরুণ চক্রবর্তী (৮ কোটি), সুনীল নারিন (৬ কোটি)

পেসার: প্যাট কামিন্স (১৫.৫ কোটি), উমেশ যাদব (২ কোটি), রাসিখ দার (২০ লক্ষ), টিম সাউদি (১.৫ কোটি), অশোক শর্মা (৫৫ লক্ষ)

কেমন হতে পারে প্রথম একাদশ – অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, নীতীশ রানা, শ্রেয়স আইয়ার (সম্ভাব্য অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, উমেশ যাদব/শিবম মাভি, বরুণ চক্রবর্তী, টিম সাউদি। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury