ফের পাকিস্তানকে বিশ্বকাপে মাত দিল ভারত, দুরন্ত পারফরম্যান্স বাংলার রিচা ও ঝুলন

এদিন নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানোই-এর মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মিতালি রাজ। ৫০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ২৪৪  রান তুলল ভারত। জিততে হলে পাকিস্তানকে করতে হত ২৪৫ রান। 
 

পাকিস্তানকে ফের বিশ্বকাপে হারাল ভারত। আর সেই সঙ্গে ৫০ ওভারের ক্রিকেটে ভারতীয় মহিলা দল পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে অপারিজিত থাকার রেকর্ডকে অক্ষুণ্ণ রাখল। এদিন বোলিং এবং ফিল্ডিং-এ ভারতীয় দল পাকিস্তানকে টেক্কা দিয়ে দেয়। যার জেরে পাকিস্তান ৪৩ ওভার সম্পূর্ণ হতে হতে সব উইকেট হারিয়ে ফেলে। দেখা যায় পাকিস্তান ১০ উইকেটে ১৩৭ রানই সংগ্রহ করতে পেরেছে। এর ফলে ভারত ১০৮ রানে মহিলাদের বিশ্বকাপের এই ম্যাচ জিতে নেয়।  

ভারতীয় দল প্রথমে ব্যাট করে ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৪৪ রান সংগ্রহ করেছিল। পাকিস্তানকে জিততে হলে করতে হত ২৪৫ রান। কিন্তু শুরু থেকেই তাসের ঘরের মতো ক্রমাগত উইকেট হারাতে থাকে পাকিস্তান ক্রিকেট দল। শেষ পর্যন্ত ৪৩ ওভারের সম্পূর্ণ হতেই অলআউট হয়ে যায় পাকিস্তান। স্কোরবোর্ডে তখন তাদের দলের মোট সংগ্রহ করা রান ১৩৭। এদিন পাকিস্তান ব্যাট করতে নামতেই শুরুতে আঘাত হানেন ভারতীয় পেসার রাজেশ্বরী গায়কোওয়াড়। তিনি ১১ ওভারে পাকিস্তানের ওপেনার জাভেরিয়া খানকে ক্যাচ আউট করান। ক্যাচ ধরেন দলের নির্ভরযোগ্য সিনিয়র অলরাউন্ডার ঝুলন গোস্বামী। বলতে গেলে রাজেশ্বরীর নেওয়া উইকেট ছিল পাকিস্তান ব্যাটিং লাইন আপের ধ্বংসের সূত্রপাত। এরপর সব ছিল আয়ারাম-গয়ারাম দলে। 

Latest Videos

পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যদিও তাঁর লড়াই স্থায়ী হয়নি। বিসমাহ মারুফকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠান দীপ্তি শর্মা। এদিক থেকে দেখতে গেলে ভারতের দখল করা দুটি উইকেট-ই ছিল এই ম্যাচের টার্নিং পয়েন্ট। আর এই দুটি আউট এসেছিল ক্যাচ লোফার মধ্যে দিয়ে। যার একটা ধরেছিলেন বাঙালি কন্যা ঝুলন এবং অন্যটি আর এক বাঙালি কন্যা রিচা। একজনের বাড়ি চাকদহ। আর অন্যজন শিলিগুড়ির মেয়ে।

১৯ ওভারের মাথা থেকেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এখান থেকে খেলা ২০ ওভারের একটু বেশি গড়ানোর মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ১৮.২ ওভার পর্যন্ত পাকিস্তানের রান ছিল ৩ উইকেটে ৫৮। সেখান থেকে স্কোরবোর্ডে তারা মাত্র ৭৯ রান যোগ করতে পেরেছিল। ২২ ওভার এবং ২৪ ওভারের পাকিস্তানের পরপর দুটি উইকেট তুলে নেন ঝুলন গোস্বামী।  সিদ্রা আমিন ওপেনিং করতে নেমে একাই লড়ছিলেন। তাঁকে ২১.২ ওভারে প্যাভিলিয়নে ফেরত পাঠান ঝুলন। এক্ষেত্রেও উইকেটের পিছনে দাঁড়িয়ে ঝুলনের বলে সিদ্রা-র ক্যাচ ধরেন রিচা ঘোষ। এর মাত্র ১ ওভার পরেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি। ঝুলনের বলে কট বিহাইন্ড হন নিদা দার। আর এক্ষেত্রেও ক্যাচ ধরেন উইকেটকিপার রিচা। 

ভারতীয় বোলিং লাইনআপে এদিন সবচেয়ে সফল বোলার রাজেশ্বরী গোয়কোওয়াড়। তিনি ১০ ওভারে ৩১ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। ঝুলন গোস্বামী ১০ ওভারে ১টি মেডেন সহ ২৬ রান দিয়ে ২টি উইকেট সংগ্রহ করেন। স্নেহা রানা যিনি ব্যাট হাতে ভারতকে এক নির্ভরতা দিয়েছিলেন তিনি ৯ ওভার বল করে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন। ১টি করে উইকেট নেন মেঘনা সিং এবং দীপ্তি শর্মা। আর উইকেটকিপার রিচা ঘোষ এই ম্যাচে এক অনন্য নজির গড়েন, ৪টি ক্যাচ ধরার সঙ্গে সঙ্গে ১টি স্টাম্প আউটও করেন তিনি। 

এদিন নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানোই-এর (Mount Maunganui) মাঠে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মিতালি রাজ (Mithali Raaj)। কিন্তু তিন ওভারের পুরো হওয়ার মাথায় ওপেনার শেফালি ভার্মার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত। শেফালি শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরেন। তাঁকে পাকিস্তানের ফাস্ট বোলার ডায়না বেগ বোল্ড করে দেন।  টেল এন্ডিং-এ স্নেহা রানা (Sneha Rana) এবং পূজা বাস্ত্রাকরের (Puja Vastrakar)অনবদ্য ব্যাটিং জুটির জেরে মহিলাদের বিশ্বকাপে (ICC Women's World Cup 2022) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ৫০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ২৪৪  রান তুলতে সমর্থ হয় ভারত (India)। স্নেহা ও পূজার জুটি ভারতের ইনিংসে ১২২ রান যোগ করে। স্নেহা ৪৮ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। আর পূজা খেলার এক্কেবারে শেষ ওভারে মারমুখী হতে গিয়ে পাকিস্তানের ফতিমা সানার (Fatima Sana) বলে বোল্ড হন। কিন্তু ততক্ষণে পূজার ঝোড়ো ব্যাটিং ভারতকে ম্যাচে লড়াই করার মতো জায়গায় নিয়ে চলে এসেছিল। পূজা ৫৯ বলে ৬৭ রান করেন (Puja Vastrakar Scores 67 Runs in 59 Balls)। এই রানে পৌঁছতে পূজা ৮টি বাউন্ডারিও হাকান। আউট হওয়ার সময় দেখা যায় এই ম্যাচে ১১৩.৫৫ স্ট্রাইকরেটে রান করেছেন পূজা। খেলার শুরুতেই শেফালি-র উইকেট হারিয়ে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন স্মৃতি মান্ধনা এবং দীপ্তি শর্মা জুটি। যার জন্য ভারত ২২ ওভারের মধ্যেই দলের স্কোরকে ১০০ রানের কাছে নিয়ে যেতে সমর্থ হয়। দীপ্তি শর্মা ৫৭ বলে ৪০ রান করে আউট হন (ICC Women's World Cup 2022)। তাঁকে পাকিস্তানের নাসরা সান্ধু বোল্ড করে দেন। মান্ধনা ৫২ রান করে আউট হন। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
একাই ১০০! মহারাষ্ট্রে ভোটের খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু! যা বলে দিলেন... | Suvendu Adhikari
মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today
রাতে কি ঘটেছিল! দেহের পাশ থেকে মিলেছে...পরিবারের গুরুতর অভিযোগ! | Krishnanagar | Shantipur