
হার দিয়ে আইপিএল ২০২২ অভিযান শুরু করেছিল লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। দ্বিতীয় ম্য়াচে কেএল রাহুলের দল জয়ে ফিরছে। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে নামতে চলেছে কেন উইলিয়ামসনের দল। আইপিএল ২০২২-এ সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের মেগা ম্য়াচকে কেন্দ্র করে ক্রিকেট প্রেমিদের মধ্যে তুঙ্গে উন্মাদনার পারদ। তবে দ্বিতীয় ম্য়াচে সিএসকের বিরুদ্ধে শুধু জয় নয় ছন্দে ফিরেছে লখনউয়ের ব্যাটিং লাইন। বোলিং নিয়ে কিছুটা চিন্তা থাকলেও আজকের ম্য়াচে সেটাও শুধরে নিতে মরিয়া দল। অপরদিকে, ব্য়াটিং-বোলিং কোনও বিভাগেই প্রথম ম্য়াচে নজর কাড়তে পারেনি হায়দরাবাদ। তাই কিছুটা হলেও চাপে রয়েছে অরেঞ্জ আর্মি। তবে জয়ে ফিরতে বদ্ধপরিকর কেন উইলিয়ামসনের দল।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ-
আজকের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে থাকতে পারেন ওপেনিংয়ে কেএল রাহুল (অধিনায়ক) ও কুইন্টন ডি কক (উইকেট রক্ষক)। মিডল অর্ডারে খেলবেন মনীশ পাণ্ডে, ইভিন লুইস ও দীপক হুডা । এছাড়া দলে থাকছেন সকলকে অবাক করা এবারের আইিপএলের রাইসিং স্টার আয়ূশ বাদোনি। দলে অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন ক্রুণাল পাণ্ডিয়া, জেসন হোল্ডার। এছাড়া বোলিং লাইনআপে স্পিন বিভাগে থাকছেন রবি বিষ্ণোই সঙ্গে ক্রুণাল পাণ্ডিয়া তো আছেই। পেস অ্যাটাকে দুষ্মান্তা চামিরা ও আভেশ খান।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ-
অপরদিকে আজকের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশের ব্য়াটিংলাইনআপে ওপেনিংয়ে থাকতে পারেন রাহুল ত্রিপাঠী ও অভিষেক শর্মা। মিডল অর্ডারে খেলবেন কেন উইলিয়ামসন (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেট রক্ষক), আইডেন মার্করাম। দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে আবদুল সামাদ ও ওয়াশিংটন সুন্দরকে। হায়দরাবাদের পেস অ্য়াটাকে খেলার সম্ভাবনা রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন,উমরান মালিকের।
প্রসঙ্গত , মুম্বই ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। কিন্তু দুই দলের ব্য়াটিং-বোলিং বিভাগের সামগ্রিক শক্তির বিচার করলে কে উইলিয়ামসনের দলের থেকে কিছুটা এগিয়ে রাখতেই হচ্ছে কেএল রাহুলের দলকে। তবে টস যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আইপিএলে সেখানে যেই দল টস জিতবে তাদেরকেই কিছুটা এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
আরও পড়ুনঃরাহুলের লখনউ না উইলিয়ামসনের হায়দরবাদ, মেগা ম্যাচে কে করবে বাজিমাত
আরও পড়ুনঃগ্রেগ-রাহুল কারসাজিতেই নাকি বাদ পড়েছিলেন সৌরভ, এবার দ্রাবিড় প্রসঙ্গে কী বললেন মহারাজ