এমন জার্সি লঞ্চ আগে কেউ দেখেননি, আইপিএলের সব দলকে টেক্কা দিল রাজস্থান

আইপিএল ২০২২ (IPL 2022) শুরু হতে চলেছে ২৬ মার্চ থেকে। তার আগে নতুন জার্সি (New Jersey) লঞ্চ করল রাজস্থান  রয়্যালস (Rajasthan Royals)। যেখানে সকলকে চমক দিল প্রথম আইপিএল (IPL)চ্যাম্পিয়ন দল।
 

আইপিএল ২০২২  (IPL 2022) উপলক্ষ্য়ে ইতমধ্যেই একাধিক দল তাদের নতুন জার্সি (New Jersey) লঞ্চ করেছে। নতুন দুই ফ্র্যাঞ্চাইজি বাদে আইপিএলের (IPL) পুরোনো দলগুলির বেশিরভাগই মূল রং এক রেখে নতুন জার্সি প্রকাশ করেছে। এবার আসন্ন মরসুম শুরুর আগে জার্সি লঞ্চ করল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আর সেখানেই সকলকে চমকে দিল প্রথম আইপিএল জয়ী দল। জার্সির রং থেকে শুরু করে জার্সি লঞ্চের পদ্ধতি সবকিছুতেই সকলকে তাক লাগিয়ে দিয়েছে সঞ্জু স্য়ামসন, যুজবেন্দ্র চাহলদের দল। এক কথায় এমনভাবে  জার্সি লঞ্চ এর আগে কেউ করেছি কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। জার্সি লঞ্চে অন্য়ান্য ফ্র্যাঞ্চাইজিদের টেক্কা দিল রাজস্থান রয়্যালস।

একটি রোমাঞ্চকর ভিডিওর মাধ্য়মে নতুন জার্সি সামনে নিয়ে আসে রাজস্থান ফ্র্য়াঞ্চাইজি। সেখানে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ান বাইক স্টান্ট পারফর্মার রবি ম্যাডিসনকে। তাকে জার্সি মানসিংহ স্টেডিয়ামে পৌছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। জয়পুরের রাস্তা ও দ্রষ্টব্য স্থান আমের ফোর্ট, পত্রিকা গেট এবং জলমহল লেক সহ একাধিক জায়গায় ভয়ঙ্কর স্টান্ট দেখিয়ে শেষ পর্যন্ত স্টেডিয়ামে পৌছান রবি ম্যাডিসন। স্টেডিয়ামের ছাদ থেকে সরাসরি বাইক নিয়ে মাঠে লাফ দেন তিনি। তারপর সঞ্জু স্যামসন ও যুজবেন্দ্র চাহলের হাতে তুলে দেন জার্সি। ৪ মিনিট ২৩ সেকেন্ডের এককতা রোমহর্ষক ও অবাক করে দেওয়ার মত। 

Latest Videos

 

 

জার্সির রং ও ডিজাইনেও আনা হয়েছে পরিবর্তন। আগের জার্সিতে গোলাপী রং ছিল হাল্কা। এবার তা অনেকটাই গাঢ়। এই জার্সিতে বিভিন্ন শেডসের গোলাপী রঙ রয়েছে। সঙ্গে হরাইজন্টাল স্ট্রাইপ। নীল রংটাও আগের থেকে অনেকটাই আলাদা।  গাঢ় পিঙ্কের সঙ্গে, গাঢ় নীলের কম্বিনেশনই রাখা হয়েছে। জার্সির কলার এবং হাতায় গাঢ় নীল রঙের ছোঁয়া। সুন্দরভাবে জার্সির বিভিন্ন জায়গায় বসানো হয়েছে স্পনসরগুলিকে। রাজস্থান রয়্যালস দল এবার নিলামে শক্তিশালী দল গড়েছে। এবার জার্সি উন্মোচনের মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিলেন নতুন মরসুমে নতুনভাবে পুরোপুরি তৈরি রয়্যালসরা।

এক ঝলকে দেখে নিন রাজস্থান রয়্যালসের গোটা দল-

ব্যাটাসম্য়ান: যশস্বী জয়সওয়াল (৪ কোটি), শিমরন হেটমায়ার (৮.৫০ কোটি), দেবদত্ত পাড়িক্কল (৭.৭৫ কোটি), করুণ নায়ার (১.৪০ কোটি), রাসি ভ্যান ডার ডুসেন (১ কোটি)

উইকেট রক্ষক: সঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি), ধ্রুব জুরেল (২০ লক্ষ)

অলরাউন্ডার: রায়ান পরাগ (৩.৮০ কোটি), রবিচন্দ্রন অশ্বিন (৫ কোটি), জেমস নিশাম (১.৫ কোটি), ড্যারিল মিচেল (৭৫ লক্ষ), শুভম গাড়ওয়াল (২০ লক্ষ), অনুনয় সিং (২০ লক্ষ )

স্পিনার: কেসি ক্যারিয়াপ্পা (৩০ লক্ষ), যুজবেন্দ্র চাহাল (৬.৫ কোটি), তেজস বারোকা (২০ লক্ষ)

পেসার: ট্রেন্ট বোল্ট (৮ কোটি), প্রসিধ কৃষ্ণ (১০ কোটি), নাথান কুলটার-নাইল (২ কোটি), নবদীপ সাইনি (২.৬ কোটি), কুলদীপ সেন (২০ লক্ষ), ওবেদ ম্যাককয় (৭৫ লক্ষ) , কুলদীপ যাদব (২০ লক্ষ)

এবার দেখে নিন আইপিএলের লিগ পর্বে রাজস্থান রয়্যালসের ১৪টি ম্যাচের সূচি ও সময়-

২৯ মার্চ – রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (এমসি, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২ এপ্রিল – রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ডিওয়াই পাতিল, বিকেল ৩টে ৩০ মিনিট)

৫ এপ্রিল – রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১০ এপ্রিল – রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৪ এপ্রিল – রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৮ এপ্রিল – রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২২ এপ্রিল – রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২৬ এপ্রিল – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৩০ এপ্রিল – রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২ মে – রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৭ মে – রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংস (ওয়াংখেড়ে, বিকেল ৩টে ৩০ মিনিট)

১১ মে – রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৫ মে – রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২০ মে – রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

মাঝরাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর! কারণ জানলে অবাক হবেন আপনিও, চাঞ্চল্য Konnagar-এ | Hooghly News
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
নতুন বর্ষ এইভাবে শুরু করলেন Sumona Chakravarti! দেখুন #shorts #shortsvideo #shortsviral #shortsfeed
টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য Baruipur-এ
বন্ধুর নাম করে ডেকে এনেছিল গৃহবধূকে, তারপরে যা ঘটল! বিরাট সাজা দিল আদালত | Krishnanagar News |