RCB vs GT- আরসিবি বনাম গুজরাট টাইটানস, দুই দলের শক্তি-দুর্বলতা থেকে ম্যাচ প্রেডিকশন, জানুন বিস্তারিত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি গুজরাট টাইটানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর (RCB vs GT)।  একদিকে জয়ের ধারা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী হার্দিক পান্ডিয়া দল। অপরদিকে ঘুড়ে দাঁড়াতে মরিয়া ফাফ ডুপ্লেসির দল। 
 

Web Desk - ANB | Published : Apr 30, 2022 4:42 AM IST / Updated: Apr 30 2022, 03:04 PM IST

শনিবার আইপিএল ২০২২- এর আরও একটি সুপার স্যাটার ডে। প্রথম ম্য়াচে মুখোমুখি হতে চলেছে বর্তমান লিগ টপার গুজরাট টাইটানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। একদিকে একের পর এক ম্য়াচ অবিশ্বাস্যভাবে জিতে দুরন্ত ছন্দে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। বর্তমানে ৮ ম্যাচে ৭টি জয়ের সৌজন্যে ১৪ পয়েন্ট গুজরাট টাইটানসের। অপরদিকে পরপর দুটি ম্য়াচ লজ্জাজনকভাবে হেরে শেষ চারে ওঠার রাস্তা কিছুটা কঠিন করে ফেলেছে ফাফ ডুপ্লেসির আরসিবি। বর্তমানে ৯টি ম্য়াচের মধ্যে ৫টি জয়ের সৌজন্যে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ব্যাঙ্গালোর। তনে আজকের ম্যাচ দুদলের কাছেই গুরুত্বপূর্ণ। কারণ আজ যদি গুজরাট তাদের অষ্টম জয় পেয়ে যায় তাহলে ৫ ম্য়াচ বাকি থাকতেই তাদের শেষ চারের টিকিট পাকা হয়ে প্রায় পাকা যাবে। অপরদিকে, শেষ চারের ওঠার রাস্তা মসৃণ রাখতে জয়ে ফিরতে মরিয়া আরসিবিও।

আত্মবিশ্বাসী গুজরাট টাইটানস-
একের পর এক রুদ্ধশ্বাস ম্যাচ লাস্ট ওভার থ্রিলারে যেভাবে জয় পাচ্ছে গুজরাট, তাতে হার্দিক পান্ডিয়ার দলের অশ্বমেধের যজ্ঞের ঘোড়া কোন দল থামাবে তা এখন আইপিএলের কোটি টাকার প্রশ্ন। শেষ ম্য়াচেও রাশিদ খান ও রাহুল তেওয়াটিয়া মিলে সানরাইজার্সেরে বিরুদ্ধে শেষ ওভারে ২২ রান করে দলকে দুরন্ত জয় এনে দিয়েছিল। গুজরাটের ব্যাটিং লাইনআপে রানের মধ্যে রয়েছে হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহারা। শুবমান গিলের ফর্ম ওঠানামা করলেও তিনিও ছন্দে ফিরতে মরিয়া। তবে বোলিং লাইনআপে মহম্মদ শামি, লকি ফার্গুসন, আলজারি জোসেফ, রাশিদ খান, যশ দয়ালরা সকলেই ছন্দে রয়েছে। সব মিলিয়ে আরসিবির বিরুদ্ধে মরসুমের অষ্টম জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী হার্দিক গুজরাট টাইটানস।

ঘুড়ে দাঁড়াতে মরিয়া আরসিবি-
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে  ৬৮ রানে  অলআউট ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ১৪৪ রানের টার্গেট তাড়া করতে  ১১৫ রানে অলআউট।  পরপর দুটি ম্য়াচে ব্য়াটিং বিভাগের  ভরাডুবির কারণে হারের মুখ দেখতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। একসঙ্গে দলের সব ব্য়াটসম্য়ানের ব্যর্থতা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে আরসিবি টিম ম্য়ানেজমেন্টের কাছে।  দুরন্ত ফর্মে থাকা গুজরাট টাইটানসের বিরুদ্ধে লড়াইটা  কঠিন হলেও জয়ে ফিরতে মরিয়া আরিসিবি। অনুশীলনে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নিয়ে ব্যাট হাতে রানে ফেরার বিষয়ে আশাবাদী ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, গ্লেন ম্য়াক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিকরা। তবে বল হাতে মহম্মদ সিরাজ, জস হ্যাজেলউড, হার্শল প্যাটেল, ওয়ানিন্দু হাসরঙ্গাদের ফর্ম কিছুটা স্বস্তিতে রেখেছে দলকে। 

পিচ রিপোর্ট-
গুজরাট টাইটানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের মধ্যে ম্যাচ হতে চলেছে মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে। এই মাঠেই এবারের আইপিএলের সবথেকে কম স্কোর ৬৮ করেছিল আরসিবি। তবে এখানকার উইকেট ব্যাটিংয়ের জন্য খুব খারাপ নয়। স্পিনাররা সাহায্য পেয়ে থাকে। দুপুরের খেলা হওয়ায় ডিউ সমস্যা থাকবে না।  তাই প্রথমে ব্য়াট করে বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখাটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ম্য়াচ প্রেডিকশন-
হার্দিক পান্ডিয়া ও ফাফ ডুপ্লেসির দলে একাধিক ম্য়াচ উইনার রয়েছে যারা একার দৌলতে ম্যাচের ভাগ্য নির্ধারিত করতে পারেন। ব্য়াটিং-বোলিং বিভাগের খাতায় কলমে শক্তি-ভারসাম্য ও গভীতা বিচার করলেও দুই দলের খুব একটা তফাৎ নেই। তবে সাম্প্রতিক ফর্মে নিরিখে বর্তমানে আরসিবির থেকে অনেকটাই এগিয়ে গুজরাট টাইটানস। তাই আজদকের ম্যাচে হার্দিক পান্ডিয়ার দলকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

Read more Articles on
Share this article
click me!