RCB vs LSG- আরসিবি বনাম লখনউ সুপার জায়ান্টস, ডুপ্লেসি-রাহুল দ্বৈরথে কে করবে বাজিমাত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস (RCB vs LSG)। দুই দলই ৬টি মধ্যে চারটি ম্য়াচ জিতেছে। আজ যে জিতবে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার হাতছানি। 
 

আইপিএল ২০২২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ও  লখনউ সুপার জায়ান্টস। ফাফ ডুপ্লেসি ও কেএল রাহুলের দলের দ্বৈরথকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে চড়ছে উন্মাদনা ও উত্তেজনার পারদ। দুই দলই প্রতিযোগিতায় ৬টি করে ম্যাচ খেলেছে, যার মধ্যে চারটিতে জয়ের মুখ দেখেছে। লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লখনউ ও চতুর্থ স্থানে রয়েছে ব্যাঙ্গালোর। আজকের ম্যাচ যেই দল জিতবে তাদের লিগ টেবিলের দুই নম্বরে যাওয়ার সুযোগ থাকছে। এই পরিস্থিতিতে এদিনের ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নিতে মরিয়া কেএল রাহুল ও ফাফ ডুপ্লেসির দল।

আত্মবিশ্বাসী লখনউ সুপার জায়ান্টস-
প্রতিযেোগিতা যত এগোচ্ছে ততই নিজেদের মেলে ধরছেন এবারের আইপিএলের নতুন দল লখনউ সুপার জায়ান্টস। হার দিয়ে শুরু করলেও পরের পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জিতে লিগ টেবিলের ভালো জায়গায় রয়েছে  কেএল রাহুলের দল। শেষ ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অধিনায়কের সেঞ্চুরি দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এছাড়া দলের ফিরে রান পেয়েছেন মনীশ পাণ্ডে। ছন্দেই রয়েছেন কুইন্টন ডিকক। তাছাড়া দীপক হুডা, আয়ূশ বাদোনিরা তো রানের মধ্যে ছিলেন। মার্কাস স্টয়নিস আসায় আরও শক্তি বেড়েছে ব্যাটিংয়ের। বোলিং লাইনেও আবেশ খান, জেসন হোল্ডার, রবি বিষ্ণোইরা দারুণ ছন্দে রয়েছেন। সব মিলিয়ে আরসিবির বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী লখনউ সুপার জায়ান্টস।

Latest Videos

লড়াই দিতে প্রস্তুত আরসিবি-
৬টির মধ্যে চারটি ম্য়াচ জিতে লিগ টেবিলের চার নম্বর জায়গায় থাকলেও বেশ কিছু বিষয় চিন্তায় রেখেছে আরসিবি টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং লাইনআপে ওপনিংয়ে ফাফ ডুপ্লেসি ও অনুজ রাওয়াত ধারাবাহিকভাবে রান করতে পারছেন না। বিরাট কোহলিকেও নিজের সেরা ছন্দে এখনও পাওয়া যায়নি। তবে গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক ও শাহবাজ আহমেদদের ফর্ম দলকে স্বস্তিতে রেখেছে। বোলিং লাইনআপেও ভালো ছন্দে রয়েছেন জস হ্যাজেলউড, মহম্মদ সিরাজ, ওয়ানিন্দু হাসরঙ্গারা। সব মিলিয়ে লখনউ সুপার জায়ান্টস কঠিন প্রতিপক্ষ হলেও লড়াই দিতে ও ২ পয়েন্ট ঘরে তোলার জন্য বদ্ধপরিকর আরসিবি।

পিচ রিপোর্ট-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর বনাম  লখনউ সুপার জায়ান্টসের মধ্যে ম্য়াচ অনুষ্ঠিত হবে মুম্বইয়ে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। এখান উইকেট ব্যাটিং সহায়ক। পরের দিকে স্পিনাররাও সাহায্য পেয়ে থাকে। এখানে বেশ কয়েকটি ম্যাচে যে দল প্রথমে ব্য়াট করেছে তারাও জয় পেয়েছে। তবে রাতের খেলা হওয়ায় শিশির সমস্যার বিষয়টি মাথায় রাখতে হবে। তাই টস দিতে বোলিং করার সিদ্ধান্তই সঠিক মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

ম্যাচ প্রেডিকশন-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ও  লখনউ সুপার জায়ান্টস দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। তবে দুই দলের ব্য়াটিং-বোলিং বিভাগের শক্তি-দুর্বলতা, গভীরতা, সাম্প্রতিক পারফরম্য়ান্স বিচার করলে সেখানেও সমানে সমানে টক্কর হওয়ার সম্ভাবনাই বেশি। তাই আজকের ম্য়াচে যে দল টস জিতবে তাদেরই জয়ের সম্ভাবনা বেশি লে মনে করা হচ্ছে। 
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News