
আইপিএলের সুপার স্যাটার ডে-র মেগা ফাইাটে দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দররাবাদ। বর্তমানে প্রতিযোগিতায় দুই দলই দুরন্ত ফর্মে রয়েছে। একদিকে ৭টির মধ্যে পাঁচটি ম্যাচ জিতে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ফাফ ডুপ্লেসির দল। আজকের ম্যাচ জিততে পারলে শেষ চারের দিকে আরও এক পা এগোবে আরসিবি। অপরদিকে প্রথম দুটি ম্যাচ হার দিয়ে মরসুম শুরু করলেও শেষ চারটি ম্য়াচ পরপর জিতে দুরন্তভাবে কামব্যাক করেছে কেন উইলিয়ামসনের দল। বর্তমানে ৬ ম্যাচে ৪টি জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে অরেঞ্জ আর্মি। আজকের ম্য়াচ জিততে পারলেই লিগ টেবিলের প্রথম চারে উঠে আসের সুযোগ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের সামনে।
জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য আরসিবির-
একের পর এক ম্য়াচে জয় পেলেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে কয়েকটি বিষয় চিন্তায় রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর টিম ম্য়ানেজমেন্টকে। কারণ এখনও রানের মধ্যে নেই দলের অন্যতম প্রধান ব্যাটসম্যান বিরাট কোহলি। এছাড়াও অনুজ রাওয়াত, গ্লেন ম্যাক্সওয়েলদেরও মধ্যে ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা গিয়েছে। তবে ফাফ ডুপ্লেসি, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিকদের ফর্ম ভরসা জোগাচ্ছে দলকে। তবে বোলিং লাইনআপের ফর্ম নিয়ে খুব একটা চিন্তায় কারণ নেই। কারণ জস হ্যাজেলউড, মহম্মদ সিরাজ, হার্শল প্য়াটেল, ওয়ানিন্দু হাসরঙ্গারা দুরন্ত ফর্মে রয়েছে। ফলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের ধারা ধরে রাখাই লক্ষ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।
টানা পঞ্চম জয় চাইছে সানরাইজার্স-
প্রথম দুটি ম্য়াচ হেরে একসময় ধুকছিল যে দলটা পরপর চারটি ম্য়াচে জয় সেই দলটার শারীরিক ভাষাটাই বদলে দিয়েছে। আরসিবির বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ব্য়াট হাতে অধিনায়ক কেন উইলিয়ামসনের ফর্ম ওঠানামা করলেও, দুরন্ত ফর্মে রয়েছে অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, আউডেন মার্করাম, নিকোলাস পুরানরা। আরসিবির বিরুদ্ধেও জ্বলে উঠতে প্রস্তুত তারা। অপরদিকে বল হাতে রীতিমত আগুন ঝরাচ্ছেন উমরান মালিক, সুইংয়ে, ইয়র্কারে, অভিজ্ঞতায় বিপক্ষকে কাত করছেন ভুবনেশ্বর কুমার। এছাড়াও ভালো বোলিং করছেন টিন নটরাজন, জগদীশা সুচিত, মার্তো জানসেনরা। ফলে প্রতিপক্ষকে সমীহ করলেও টানা পঞ্চম জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অরেঞ্জ আর্মি।
পিচ রিপোর্ট-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দররাবাদের ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে। এখান পিচ ব্যাটসম্যানদের জন্য খুবই ভালো। তবে স্পিনাররাও কিছুটা সাহায্য পেতে পারে এই পিচ থেকে। তবে রাতের খেলা হওয়ায় শিশির সমস্যার বিষয়টিও মাথায় রাখতে হবে। তাই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়াটাই সঠিক মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ম্যাচ প্রেডিকশন-
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দররাবাদ দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। তবে দুই দলের ব্য়াটিং-বোলিং বিভাগের সামগ্রিক শক্তি , ভারসাম্য ও গভীরতা বিচার করলেও কিছুটা এগিয়ে রাখতে হচ্ছে আরসিবিকে। তবে আজকের ম্য়াচে যেই দল টস জিতবে তাদেরই কিছুটা ম্য়াচ জয়ের জন্য এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।