আইপিএল ২০২২-এ সম্পূর্ণ সম্পূর্ণ নতুন রূপে দেখা যাবে দিল্লি ক্যাপিটালসকে

ঋষভ পন্থের (Rishabh Pant) নেতৃত্বেই আইপিএল ২০২২ (IPL 2022) -এ খেলবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দল। এবার প্রথমবার ট্রফি জয়ের লক্ষ্যে অবিচল রাজধানীর দল। তার আগে নতুন জার্সি (New Jersey)প্রকাশ পেল ঋষভ পন্থের দলের।
 

২০২০ সালে ফাইনালে একবার ফাইনালেও উঠলেও এখনও আইপিএল (IPL)  ট্রফি অধরাই রয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। দিল্লি ডেয়ার ডেভিল(IPL 2022) স থেকে নাম পরিবর্তন হয়ে দিল্লি ক্যাপিটালস হয়েছে। ১৪টি মরসুম কেটে গিয়েছে। এখনও প্রথম  ট্রফি জয়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে রাজধানীর দল। আইপিএল ২০২২ উপলক্ষ্যে নতুনভাবে সেজে উঠেছে দিল্লি ক্যাপিটালস দল। ৪ জন ধরে রাখা ক্রিকেটার মিলিয়ে মোট ২৪ জনের স্কোয়াড গড়ে নিয়েছে তারা। দিল্লি ক্যাপ্টেন ঋষভ পন্ত (Rishabh Pant) ছাড়াও নিলামের আগে ধরে রাখে পৃথ্বী শ, অক্ষর প্যাটেল ও এনরিখ নরকিয়াকে। এছাড়াও ডেভিড ওয়ার্নার, শার্দুল ঠাকুর, মিচেল মার্শ, লুঙ্গি এনগিডিদের মত তারকাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এবার আইপিএল শুরুর আগে নতুন মরসুমের জন্য নতুন জার্সি  (New Jersey)প্রকাশ করল রাজধানীর দল।

 

Latest Videos

 

২৭ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস। তার আগে শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নির্বাচিত কিছু সমর্থকদের সামনে দলের নতুন জার্সি সামনে আনল ঋষভ পন্থের দল। বেশ কিছু সমর্থকদের এ জার্সি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। লাল ও নীল রংয়ের মিশ্রণে তৈরি এই জার্সি গতবারের তুলনায় অনেকটাই আলাদা। গতবারের পরিচিত নীল রং এবার আরও কিছুটা গাঢ়। এবার লাল রংয়ের পরিমাণ রয়েছে প্রায় সমান সমান। এক বিবৃতিতে দিল্লি ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে লেখা হয়েছে , ‘লাল এবং নীল রংকে সমান জায়গা দিয়ে আমরা তারুণ্য এবং শক্তিকে তুলে ধরতে চেয়েছি। লালের অর্থ মাঠে ক্রিকেটারদের সাহসের প্রতীক। নীল হল ভারসাম্যের প্রতীক। দিল্লির লোগোয় থাকা বাঘ এ বার আরও বড় জায়গা পেয়েছে জার্সিতে। কারণ, এ বার থেকে দল আরও বেশি আক্রমণাত্মক খেলবে।’ প্রিয় দলের নতুন জার্সি পছন্দ হয়েছে ফ্যানেদের।

 

 

এক ঝলকে দেখে নিন দিল্লি ক্যাপিটালসের সূচি-

২৭ মার্চ- বনাম মুম্বই ইন্ডিয়ান্স, (ব্র্যাবোর্ন, বিকেল ৩টে ৩০মিনিট)

২ এপ্রিল- বনাম গুজরাট টাইটান্স, (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৭ এপ্রিল- বনাম লখনউ সুপার জায়ান্টস, (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১০ এপ্রিল- বনাম কলকাতা নাইট রাইডার্স, (ব্র্যাবোর্ন, বিকেল ৩টে ৩০মিনিট)

১৬ এপ্রিল- বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২০ এপ্রিল- বনাম পঞ্জাব কিংস, (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২২ এপ্রিল- বনাম রাজস্থান রয়্যালস, (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২৮ এপ্রিল- বনাম কলকাতা নাইট রাইডার্স, (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১ মে- বনাম লখনউ সুপার জায়ান্টস, (ওয়াংখেড়ে, বিকেল ৩টে ৩০মিনিট)

৫ মে- বনাম সানরাইজার্স হায়দরাবাদ, (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৮ মে- বনাম চেন্নাই সুপার কিংস, (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১১ মে- বনাম রাজস্থান রয়্যালস, (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৬ মে- বনাম পঞ্জাব কিংস, (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২১ মে- বনাম মুম্বই ইন্ডিয়ান্স, (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

 

 

আইপিএল ২০২২ শুরুর আগে দেখে নিন দিল্লি ক্যাপিটালসের সম্পূর্ণ স্কোয়াড-

দিল্লি ক্য়াপিটালস (DC)-

ব্যাটসম্য়ান: পৃথ্বী শ (৭.৫ কোটি), ডেভিড ওয়ার্নার (৬.২৫ কোটি), অশ্বিন হেব্বার (২০ লক্ষ), মনদীপ সিং (১.১০ কোটি), রোভম্যান পাওয়েল (২.৮০ কোটি)

উইকেট রক্ষক: ঋষভ পন্ত (১৬ কোটি), কেএস ভারত (২ কোটি), টিম সেফার্ট (৫০ লাখ)

অলরাউন্ডার: অক্ষর প্যাটেল (৯ কোটি), মিচেল মার্শ (৬.৫০ কোটি), সরফরাজ খান (২০ লক্ষ), কমলেশ নাগারকোটি (১.১০ কোটি), যশ ধুল (৫০ লক্ষ), রিপল প্যাটেল (২০ লক্ষ) ), ললিত যাদব (৬৫ লক্ষ), প্রবীন দুবে (৫০ লক্ষ), ভিকি অস্তাওয়াল (২০)

স্পিনার: কুলদীপ যাদব (২ কোটি)

পেসার: অ্যানরিখ নখিয়া (৬.৫ কোটি), শার্দুল ঠাকুর (১০.৭৫ কোটি), মুস্তাফিজুর রহমান (২কোটি), খলিল আহমেদ (৫.২৫ কোটি), চেতন সাকারিয়া (৪.২ কোটি), লুঙ্গি এনগিডি (৫০ লক্ষ)

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury